স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্যের অনুমতি নেই
পবিত্র কুরআন পাক ও হাদিস শরিফে আমিরের এতায়াতের ব্যাপারে যে সকল ফজিলত ও হুকুম এসেছে তা কখনই এটা প্রমাণ করেনা যে আমীরের ভুল ধরিয়ে দেয়া যাবেনা বা তাদের শরিয়ত বিরোধী কার্যকলাপ দেখেও না দেখার ভান করতে হবে। বিভিন্ন মিডিয়া, ইন্টারনেট, ওয়েবসাইট, লিফলেট, বই ইত্যাদিতে যে সকল তথ্য আসছে কাকরাইলের দায়িত্বশীলদের ব্যাপারে তার সবগুলোই কি মিথ্যা?! কেউ কেউ বলছেন এটা মুরুব্বীদের হেকমত! এই গোমরাহির কি সীমা আছে? মসজিদের টাকা মেরে খাচ্ছেন আর এটা উনাদের হেকমত?! আল্লাহ্ পাক এই গোমরাহি থেকে আমাদের হেফাজত করুন। অনেকে বলছেন এই ঘটনার সাক্ষী কারা? কাকরাইলের বর্তমান সব মুরুব্বীরা এর সাক্ষী। আর দেশের অনেক পুরানো সাথীরা এই ব্যাপারে ওয়াকিবহাল। উনাদের কে জিজ্ঞেস করুণ! যদি এখনই আমরা সোচ্চার না হই তবে আল্লাহ পাক এই মোবারক মেহনতকে আমাদের হতে কেঁড়ে নিবেন আর কঠিন আজাবে গ্রেফতার করবেন। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে থাকতে। অন্যথায় বদকারের সোহবতে আমাদের অন্তর ও ধীরে ধীরে বাঁকা হয়ে যাবে। আর এখানে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। দ্বীন ধ্বংসের ষড়যন্ত্র চলছে আর আমি চুপ থাকলাম, তার মানে হল আমি নীরব সম্মতি দিলাম। আল্লাহ্র কাছে এর কী জবাব দিবো? আল্লাহ্ পাক এই গোমরাহি থেকে আমাদের হেফাজত করুন। - আবদুল্লাহ ইবনে বশীর
Mr. dayee
we came kakrail in 1st january 2014. you and your gang beat us. Is it sifat of a dayee