Fwd: Honorable Grate 17th Rwamadwaan Shareef

0 views
Skip to first unread message

tareq masud

unread,
Aug 17, 2011, 4:45:20 AM8/17/11
to info jjgroupbd




সম্মানিত, ফযিলতপুর্ন ও বরকতময় সুমহান ১৭ই রমাদ্বান শরীফ

 মহিমান্বিত বরকতময় রমাদ্বান শরীফ মাসের এক অত্যন্ত সম্মানিত, ফযিলতপুর্ন ও বরকতময় দিবস এই ১৭ই রমাদ্বান শরীফ। এইদিন মুসলিম উম্মাহ’র জন্য এক স্মরণীয় ও ঐতিহাসিক দিন।

 ·         এই দিনে ইসলামের বিশেষ তিনজন ব্যক্তিত্ব বিছাল শরীফ লাভ করেন আর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেন:

1)      ত্বহীরাহ, ত্বয়্যিবাহ, ফকিয়্যাহ, ফছীহা, কাবীরা, ছবিরা, কারীমা, ছহিবাতুল হুসনা, ছহিবাতুত্ তাক্বওয়া, ছহিবাতুল কুরআন, ছহিবাতুল ইসলাম, ছহিবাতুল ঈমান, ছহিবাতুন নাবিয়্যি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুন নিসায়ী আহলিল জান্নাহ, খইরু নিসায়ী আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম। যিনি মহিলাগণ উনাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন।

2)      ত্বহীরাহ, ত্বয়্যিবাহ, ফকিয়্যাহ, ফছীহা, কাবীরা, ছবিরা, কারীমা, ছহিবাতুল হুসনা, ছহিবাতুত্ তাক্বওয়া, ছহিবাতুল কুরআন, ছহিবাতুল ইসলাম, ছহিবাতুল ঈমান, ছহিবাতুন নাবিয়্যি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুন নিসায়ী আহলিল জান্নাহ, খইরু নিসায়ী আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আয়িশা ছিদ্দীকা আলাইহাস সালাম

3)      আমিরুল মু’মিনিন, খলীফাতুল মুসলিমীন, বাবুল ইলম, বাবুল ওহী, ছহীবুল কুরআন ওয়াল হাদীস, আসাদুল্লাহিল গালিব, নক্বশায়ে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহীবু আহলিল বাইত হযরত আলী হায়দার কাররামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু আনহু। তিনি বালকদের মধ্যে সর্ব প্রথম ইসলাম গ্রহন কারী মুবারক ব্যক্তিত্ব।

 ·         দ্বিতীয় হিজরী সনে মদীনা শরীফ থেকে ৮০ মাইল দূরে বদর এর প্রান্তরে এই দিন ইসলামের ইতিহাসের প্রথম সশস্র জিহাদ এর সূত্রপাত হয়। যা সত্য-মিথ্যার পার্থক্যকারী ঐতিহাসিক বদর জিহাদ নামে পরিচিত। এটি ইসলামের ইতিহাসে প্রথম বড় জিহাদ। মদীনা শরীফ-এর মু’মিন মুসলমান উনাদের উপর মক্কা শরীফ-এর কাফিরদের আক্রমনকে প্রতিহত করার লক্ষ্যে আখেরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল ‍মুরসালীন, খতামুন নাবিয়্যিয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক নির্দেশনায় এ জিহাদ-এর সূচনা হয়। এই ঐতিহাসিক জিহাদে ৩১৩ থেকে ৩১৫ জন মু’মিন মুসলমান সাধারণ অস্ত্র নিয়ে ১০০০ জন সুসজ্জিত কাফির বাহিনীর বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ পাক উনার গায়িবী মদদে বিজয় লাভ করেন। মু’মিন মুসলমানদের মধ্যে ১৪ জন শাহাদাৎ বরণ করেন। অপরদিকে কাফিরদের মধ্যে আবু জেহেলের মত ১১ জন নেতাসহ মোট ৭০জন কাফির নিহত হয় ও ৭০জন আটক হয়।

এই মুবারক ও ফযিলতপুর্ন দিনে প্রত্যেক মুসলমানের উচিত ঘরে ঘরে বিশেষভাবে মীলাদ শরীফ, ক্বীয়াম শরীফ, দোয়া মুনাজাত ও বিশেষ খাবার-দাবার এর আয়োজন করা এবং সেই সাথে প্রত্যেক মুসলিম সরকারের উচিত উনাদের জিবনী মুবারক সকল শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত করা এবং এই দিনে ছুটি সহ সরকারি ভাবে মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ, দোয়া মুনাজাত এর ব্যবস্থা করে এর বিশেষত্ব ফুটিয়ে তোলা এবং বরকতময় ফযীলত গ্রহন করা।


* If you are not able to read Bangla due to font problem, please find the attachment.



--
..............................................................
Wassalam
Muhammad Tareq Masud

Mubarak 17-Rawmadan-Shareef.png
Reply all
Reply to author
Forward
0 new messages