You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to sh...@gmail.com
আসসালামুআলাইকুম,
বিষয়টি খুবই উদ্বেগজনক। আমাদের দেশে ইসকন নামে হিন্দুদের যে সংগঠন কাজ করে যাচ্ছে তার মূল কেন্দ্র কিন্তু ভারতে, এটা সবাই জানে। কিন্তু অনেকেই জানে না ভারতে ইসকনের কাজটা কী? তারা পুরো দুনিয়া ঘুরে ঘুরে পঞ্চগব্যের ওপর লেকচার দিয়ে বেড়ায়। পঞ্চগব্য হলো দুধ, দৈ, ঘি, গোমূত্র ও গোবর। গোমূত্র ও গোবর নিয়ে তাদের যে মহাপরিকল্পনা তা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। আগ্রহীরা এই ইউটিউব ভিডিও দেখতে পারেন।
আবার গুগলে cow urine iskcon লিখে সার্চ দিলে এরকম ভুরি ভুরি ওয়েবসাইট বের হয়ে আসবে যেগুলো ইসকন ভারতে যে গোমূত্রের পণ্য বাজারজাত করছে তার বিবরণ রয়েছে। এরকম একটি ওয়েবসাইট
আর বাংলাদেশে তাদের কাজ জানেন কি? খাবারের লোভ দেখিয়ে মুসলমানদের তাদের সেমিনারে নিয়ে আসা। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক্ষেত্রে টার্গেট করেছে। ভার্সিটিগুলোতে তারা তাদের অবস্থান শক্তিশালী করছে। তাদের কোটি কোটি টাকা। কারণ তাদের মূল ভক্তসম্প্রদায় ইউরোপ আমেরিকার(ওটাও ফকির হচ্ছে অবশ্য)। সবচেয়ে বড় কথা, ইসকন এদেশে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বলেও শোনা যায়।আর বাঙালিরা ফ্রী পেলে আলকাতরা খায়, বাস্তব সত্য কথা। সেখানে ইসকনের সেমিনারগুলোতে তাদের খাওয়ার লোভে প্রচুর মুসলমানরাও যায়, এটাও সত্য। গিয়ে কী খায়?
কি পাঠক! যাবেন নাকি আর ইসকনের সেমিনারে, তাদের পোস্টারে বর্ণিত ডেলিসিয়াস প্রসাদম(পেশাবম) খেতে!(নাউযুবিল্লাহ)