এটুআই এর ডি এফ এস ল্যাব থেকে প্রেরিত মেইল অনুযায়ী সকলকে নিম্নোক্ত তালিকা অনুযায়ী স্ব স্ব ডিজিটাল সেন্টারে “ফিনান্সিয়াল লিটারেসি সপ্তাহ-২০১৯” পালন পূর্বক উক্ত ছবি আমার মেইলে পাঠানোর জন্য অনুরোধ করছি (
uisc....@gmail.com)
নিম্নে মেইল এবং সংযুক্ত সমুহ হুবহু দেওয়া হলো।
এছাড়া এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন 01719042285
প্রিয় উদ্যোক্তাবৃন্দ,
এটুআই-ডিএফএস ল্যাব এর পক্ষ থেকে শুভেচ্ছা,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা দেশের যে সকল ডিজিটাল সেন্টারে “ফিনান্সিয়াল লিটারেসি সপ্তাহ-২০১৯” পালন করবো তাহার তালিকা চূড়ান্ত করেছি। সংযুক্ত ফাইলে বিস্তারিত দেখুন এবং যাদেরকে নিজ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেককে তালিকা অনুযায়ী সকল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অবহিত করার জন্য অনুরোধ করা হলো।