“ফিনান্সিয়াল লিটারেসি সপ্তাহ-২০১৯” সম্পর্কীত বিজ্ঞপ্তি।বিষয়টি খুব গুরুত্বপূর্ন।

8 views
Skip to first unread message

RAZU AHMED

unread,
Sep 18, 2019, 1:20:55 AM9/18/19
to uis...@googlegroups.com
এটুআই এর ডি এফ এস ল্যাব থেকে প্রেরিত মেইল অনুযায়ী সকলকে নিম্নোক্ত তালিকা অনুযায়ী স্ব স্ব ডিজিটাল সেন্টারে “ফিনান্সিয়াল লিটারেসি সপ্তাহ-২০১৯” পালন পূর্বক উক্ত ছবি আমার মেইলে পাঠানোর জন্য অনুরোধ করছি (uisc....@gmail.com)

নিম্নে মেইল এবং সংযুক্ত সমুহ হুবহু দেওয়া হলো।
এছাড়া এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন 01719042285

প্রিয় উদ্যোক্তাবৃন্দ,
এটুআই-ডিএফএস ল্যাব এর পক্ষ থেকে শুভেচ্ছা,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা দেশের যে সকল ডিজিটাল সেন্টারে “ফিনান্সিয়াল লিটারেসি সপ্তাহ-২০১৯” পালন করবো তাহার তালিকা চূড়ান্ত করেছি। সংযুক্ত ফাইলে বিস্তারিত দেখুন এবং যাদেরকে নিজ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেককে তালিকা অনুযায়ী সকল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
Entrepreneurs List for Financial Literacy Week-2019 (1).xlsx
Execution Plan for Entrepreneurs of Financial Literacy Week-2019 (2).pdf
District Ambassidor (2).xlsx
Reply all
Reply to author
Forward
0 new messages