সাম্প্রতিককালে জামাতিদের উপদ্রব একটু বেড়েছে- তাতে সন্দেহ নেই। তবে
সামহোয়্যার জামাতি প্রটেকশনে চলছে- এমন দাবি করা ঠিক হবে না।
আপনি লক্ষ্য করেছেন হয়তো, ছোট কিংবা বড়ো সমস্যায় অনেক সময় সামহোয়্যারে
এক্সেস পাওয়া যায় না। ঢুকতে না পেরে অনেকে উদ্বিগ্ন হয়ে উঠেন, তথ্যহীনতায়
ভোগেন- তাদের কথা ভেবেই মূলত এই গ্রুপ চালু করা হয়েছে।