পানাহারের সূন্নাহগুলো জেনে নিই!

0 views
Skip to first unread message

Al-Hadith Protidin

unread,
Jul 2, 2016, 4:06:21 AM7/2/16
to al-hadit...@googlegroups.com

আসসালামু আলাইকুম।

রমাদানের মহিমান্বিত সময়টাতে সাহরী, ইফতার ও অন্যান্য পানাহারের সময় আসুন, আমরা রাসুলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূন্নাহগুলো পূংখানুপুংখভাবে অনুসরণ করে অন্যান্য সময়ের চেয়ে বহুগুণে সাদাকাহ অর্জনের চেষ্টা করি।

হে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ তাওফীক দান করুন। আমিন।

আসুন, এবার পানাহারের সূন্নাহগুলো জেনে নিই!

(১) আহারের পূর্বে----
-"বিসমিল্লাহ" বলা;
- ডান হাতে খাওয়া;
- নিকটবর্তী স্থান থেকে খাওয়া:
হুযাইফা রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, "শয়তান ঐ খাবারকে নিজের জন্য হালাল মনে করে যার শুরুতে বিসমিল্লাহ বলা হয়নি"। (মুসলিম : ৩৭৬১)

হযরত উমর বিন আবু সালামা (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "হে বৎস! বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও। আর, খাবারের যে অংশ তোমার নিকটবর্তী- তা থেকে খাও।" [বোখারী- ৪৯৫৮]

(২) খাবারের লোকমা উঠিয়ে খাওয়া :
রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- " যদি তোমাদের কারও খাবারের লোকমা পড়ে যাই, তবে তা পরিষ্কার করে খাবে, শয়তানের জন্য রেখে দিবে না। " [ মুসলিম- ৩৭৯৪]

(৩) খাবারের পাত্র পরিষ্কার করে খাওয়া :
হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন- আমরা যেন খাবারের পাত্র পরিষ্কার করে খাই। তিনি বলেন, "তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত আছে।" বরকত দ্বারা উদ্দেশ্য হলো যার দ্বারা উপকার ও পুষ্টি লাভ হয়। [তিরমিজী- ১৭২৫]

(৪) আঙুল ধোঁয়ার পূর্বে তা ভালো করে চেটে খাওয়া:
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত,রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, " তোমরা যখন খাবে তখন সে যেন তার আঙুল চেটে খায়, কেননা সে জানে না কোন আঙ্গুলে বরকত আছে।" [ মুসলিম- ৩৭৯৩]

(৫) তিন শ্বাসে পানি পান করা:
হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন। এভাবে পানি পান করা অধিক পিপাসা নিবারণকারী, নিরাপদ এবং তৃপ্তিদায়ক।
[ বুখারী- ৫২০০, মুসলিম- ৩৭৮২ ]

(৬) খাবারের প্রশংসা করা  ও দোষ খুঁজে বের না করা:
জাবের (রাঃ) বলেন, "রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় পরিবারে কাছে তরকারী চাইলেন। তারা বললেন- "আমাদের কাছে সিরকা ছাড়া আর কিছু নেই"। তিনি সিরকা আনতে বললেন আর তা দিয়ে খেতে লাগলেন। অতঃপর বলতে লাগলেন- "সিরকা কতই না উত্তম তরকারী, কতই না উত্তম তরকারী।" [ মুসলিম- ৩৮২৪]

আবু হুরাইরা (রাঃ) বলেন, "রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনোই কোন খাবারের দোষ বের করে তা নিয়ে কথা বলতেন না। পছন্দ হলে খেতেন, অপছন্দ হলে রেখে দিতেন। [ বুখারী - ৪৯৮]

(৭) খাবারে/পানিতে ফুঁ না দেয়া/ শ্বাস- প্রশ্বাস না ফেলা:
ইবনে আব্বাস (রাঃ) রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে , "রাসুলুল্লাহ খাবার পাত্রে ফুঁ দেওয়া বা শ্বাস ফেলা নিষেধ করেছেন"। [ তিরমিযী- ১৮১০]

(৮) পানাহারের পর আল্লাহর শুকরিয়া আদায় করা:
রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- "যে ব্যক্তি খাবার খাওয়ার পর আল্লাহর প্রশংসা করে, অনুরূপ পান করে প্রশংসা করে; আল্লাহ সে বান্দার উপর সন্তুষ্ট হন"। (সহীহ মুসলিমঃ২৭৩৪)

আল্লাহ আমাদের সবাইকে সূন্নাহ অনুযায়ী পানাহার করার তাওফীক দিন। আমিন।

--------------
بلغوا عني ولو اية
"আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও"-সহীহ বুখারী,হাদীসঃ৩৪৬১
হাদীসটি আপনি পড়ার পর অন্যকে জানিয়ে দিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
----------------
পূর্বের হাদীসগুলো পড়তে হলে :
http://groups.google.com/group/al-hadith_bangla
-----------------
ফেইসবুকে প্রতিদিন বাংলায় কূর'আন ও হাদীসের বাণী পেতেঃ
facebook.com/Daily.Al.Quran.Bangla
facebook.com/Daily.Al.Hadith

Reply all
Reply to author
Forward
0 new messages