"তোমরা সাহরী খাও, কেননা তাতে বরকত আছে"

33 views
Skip to first unread message

Al-Hadith Protidin

unread,
Jun 12, 2016, 4:05:02 AM6/12/16
to al-hadit...@googlegroups.com

আসসালামু আলাইকুম।

আদম ইবনু আবূ ইয়াস (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) খেকে বর্ণিত, তিনি বলেন , নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"তোমরা সাহরী খাও , কেননা সাহরীতে বরকত রয়েছে।"

- সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ২৩/ সাওম বা রোজা, হাদিস নম্বরঃ ১৮০১

♥♥♥♥♥♥

মুসলিম ইবনু ইবরাহীম (রহঃ) যায়দ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাহরী খাই এরপর তিনি সালাত (নামায/নামাজ)-এর জন্য দাড়ান। বর্ননাকারী বলেন, আম জিজ্ঞেসা করলাম আযান ও সাহরীর মাঝে কতটিকু ব্যবধান ছিল? তিনি বললেন, পঞ্চাশ আয়াত (পাঠ করা) পরিমান।"

- সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ২৩/ সাওম বা রোজা, হাদিস নম্বরঃ ১৭৯৯

♥♥♥♥♥♥♥

আবদান (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে , নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : রোযাদার ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে, তাহলে সে যেন তার সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পুরা করে নেয়। কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।"

- সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ২৩/ সাওম বা রোজা, হাদিস নম্বরঃ ১৮০৯


--------------
بلغوا عني ولو اية
"আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও"-সহীহ বুখারী,হাদীসঃ৩৪৬১
হাদীসটি আপনি পড়ার পর অন্যকে জানিয়ে দিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
----------------
পূর্বের হাদীসগুলো পড়তে হলে :
http://groups.google.com/group/al-hadith_bangla
-----------------
ফেইসবুকে প্রতিদিন বাংলায় কূর'আন ও হাদীসের বাণী পেতেঃ
facebook.com/Daily.Al.Quran.Bangla
facebook.com/Daily.Al.Hadith

Reply all
Reply to author
Forward
0 new messages