১৭ জুন, ২০১৯ জামাতের কারগুজারী

8 views
Skip to first unread message

Fazal Ahmad

unread,
Jun 20, 2019, 6:11:35 AM6/20/19
to save-k...@googlegroups.com

ফরিদাবাদ মাদ্রাসা মসজিদ, ফরিদাবাদ। 
জামাত মসজিদে উঠার পর মাদ্রাসার মহতামিম সাহেব জামাতকে জানিয়ে দেন যে, 
জামাত মসজিদে থাকবে। 
কতিপয় মহল্লার মুরুব্বী সাথীরা বাঁধা হয়ে দাঁড়ায়। মাদ্রাসার একজন ওস্তাদ জামাতকে মসজিদে রাখার জন্য ফিকির করতে থাকেন। কিন্তু সেসব সাথীরা বলতে থাকে যে, 
"কাকরাইলের পড়চা ছাড়া জামাত মসজিদে থাকতে পারলে তো, এতয়াদীদের জামাতও থাকতে দিতে হবে"।
অবশেষে সেই ওস্তাদ জামাতেকে জানান যে, আপনাদেরকে থাকতে সহযোগিতা করার জন্য আমাকে পারিবারিক ভাবেও চাপ দিচ্ছে। ওস্তাদের কথা বিবেচনা করে জামাত ১৮ জুন মসজিদ পরিবর্তন করে। 
উল্লেখ্য, মহল্লার এসব মুরুব্বী সাথীরা আলিমদের সাথে আছেন বলে দাবী করেন। কিন্তু স্থানীয় ওলামা হযরতদের কথা হল, জামাত মসজিদে থাকবে। এসব সাথীদের দিলে গেঁথে দেয়া হয়েছে " কাকরাইল"! ওলামায়ে কেরাম এর ফতোয়া বা নির্দেশনার কোন তোয়াক্কাই করে না তারা! 
আহলে কাকরাইলের ফায়সালা হলে অবশ্য ভিন্ন কথা!

#SaveTabligh
Reply all
Reply to author
Forward
0 new messages