১৩জুন ২০১৯
জামাত ২টি মসজিদ এ মেহনত করে।
১) বাবু বাজার জামে মসজিদ, পুরান ঢাকা।
জোহরের সময় জামাত মসজিদে উঠে। মসজিদ কমিটি সরাসরি জানিয়ে দেয় যে জামাত মসজিদে থাকতে পারবে না। কমিটির লোক খাদেম সাহেবকে বলার পর, খাদেম সাহেব নিজেই ২য় তলা থেকে জামাতের সামান নীচে নামিয়ে দেয়।
২) চুরিহাট্টা জামে মসজিদ, পুরান ঢাকা।
আছরের সময় জামাত মসজিদে উঠে। মাগরিবের পর জামাত অন্য মসজিদে চলে যায়। এখানেও মসজিদ কমিটি সরাসরি জানিয়ে দেয় যে জামাত মসজিদে থাকতে পারবে না। তবে সামানা পত্র মসজিদের বাহিরে রেখে নামাজ পড়তে দেয়।
মন্তব্যঃ
ফিত্ণা হল ঐ জিনিস যা মানুষকে সত্য এবং মিথ্যা চিনতে দ্বন্দ্বে ফেলে দেয়।
আল্লাহর হুকুম এবং রাসুল (স.) সুন্নত হল দ্বীন। এই দ্বীনি বুঝ অনুযায়ী আমল করা উম্মতের দায়িত্ব। ঈমানী আমল ঈমাণী সিফতের সাথে হওয়া চাই।
#SaveTabligh