★ মসজিদ থেকে জামাতকে বের করে দেয়া 'কবীরা গুনাহ' ও শরীয়তের নির্দেশনার খেলাফ ★

8 views
Skip to first unread message

Saad Bin Jubaer

unread,
Jun 12, 2019, 12:49:09 PM6/12/19
to Save Kakrail

★ মসজিদ থেকে জামাতকে বের করে দেয়া 'কবীরা গুনাহ' ও শরীয়তের নির্দেশনার খেলাফ ★

তাবলীগের চলমান সংকটের প্রভাবে মসজিদ থেকে জামাতকে বের করে দেয়ার ঘটনা বহু আগে থেকেই শুরু হয়েছে, এবং দিনদিন তা বেড়েই চলেছে। এভাবে জামাতকে মসজিদ থেকে বের করে দেয়া, তাদেরকে মারধর করা, দুর্ব্যবহার করা, তাদের সামানাপত্র মসজিদের বাইরে ফেলে দেয়ার মত ঘটনার ব্যাপারে ভারতের ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌয়ের উসতাযুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহাম্মদ যায়দ মাযাহেরি সাহেব (দা.বা.) বরাবর ফতোয়া জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের প্রেক্ষিতে তিনি এই ধরণের কাজকে শরীয়তের নির্দেশনার খেলাফ ও 'কবীরা গুনাহ' হিসেবে অভিহিত করেছেন

উল্লিখিত বিষয়ের প্রশ্ন ও হযরত মাওলানা মুফতি মুহাম্মদ যায়দ মাযাহেরি সাহেব (দা.বা.)-এর উত্তর বাংলায় অনুবাদ করে 'তাবলীগ সিরিজ'-এর ১৫নং কিতাবে প্রকাশ করা হয়েছে। [কিতাবটির পিডিএফ কপি ডাউনলোড লিংক- https://1drv.ms/b/s!AuWNq7x5vj4Vgysz0d-_WJdmqCut]

উল্লেখ্য, চলমান সংকটের বিষয়ে লেখনীর মাধ্যমে উম্মতের সামনে খোলাসা করার ব্যাপারে হযরত যায়দ মাযাহেরি সাহেব (দা.বা.) বেশ অগ্রগামী ভূমিকা পালন করে আসছেন। এখন পর্যন্ত প্রায় ৯টি কিতাবে উনার লেখনীসমূহ প্রকাশ করা হয়েছে। তবে, কোন এক অজানা কারণে মসজিদ থেকে জামাতকে বের করে দেয়ার ব্যাপারে হযরত যায়দ মাযাহেরি সাহেব (দা.বা.)-এর নির্দেশনাকে এড়িয়ে যাওয়া হয়!

#SaveTabligh

১৫. মসজিদ থেকে তাবলীগি জামাত তাড়িয়ে দেওয়া ইসলামে নিষিদ্ধ_page1_image1.png
Reply all
Reply to author
Forward
0 new messages