★ "মসজিদ থেকে কোন জামাতকে বের করে দেয়া জায়েয নয়" ★

16 views
Skip to first unread message

Saad Bin Jubaer

unread,
Jun 19, 2019, 1:36:18 PM6/19/19
to Save Kakrail
★ "মসজিদ থেকে কোন জামাতকে বের করে দেয়া জায়েয নয়" ★

গত ৩১শে মার্চ ২০১৯ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'মহসীন হল'-এ হযরত মাওলানা আবদুল মালেক সাহেব (দা.বা.) তাবলীগের চলমান সংকটকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। উপস্থিত মজমায় প্রশ্নোত্তর পর্বে ছাত্রদের এক প্রশ্নের জবাবে তিনি মসজিদ থেকে জামাতকে বের করে দেয়াকে 'নাজায়েজ' হিসেবে আখ্যায়িত করেন। এমনকি 'ওয়াসিফ মতাদর্শী' (কথিত 'এতাআতি') সাথীদের জামাতকেও মসজিদ থেকে বের করে দেয়াকে 'জায়েজ নয়' বলে অভিহিত করেন।

সাথীদেরকে মসজিদ থেকে বের করে দিতে বল প্রয়োগ করা, তাদের সামানাপত্র মসজিদের বাইরে ফেলে দেয়া তথা কোন মুসলমানের সাথে এই ধরণের আচরণের কোন সুযোগ শরীয়তে নেই বলে জানান তিনি।

এছাড়াও, হযরত মুশফিক আহমাদ রহ. ও উনার সাথীদের জামাতকেও যারা মসজিদ থেকে বের করেছেন, তারা অশুদ্ধ কাজ করেছেন বলে মন্তব্য করেন হযরত মাওলানা আবদুল মালেক সাহেব (দা.বা.)।

● অডিও শুনতে- https://youtu.be/vyjRERROePo
● অডিও ডাউনলোড করতে- https://1drv.ms/u/s!AuWNq7x5vj4VgzkkXqcvxxrh_uj3?e=jGq9VY

#SaveTabligh  
Reply all
Reply to author
Forward
0 new messages