Fwd: ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতী কর্মসূচী বাস্তবায়নের জন্য আইডিয়া আহ্বান

1 view
Skip to first unread message

স্ম র ণ ক রি

unread,
Jun 12, 2013, 7:25:01 AM6/12/13
to saran...@googlegroups.com, saran-...@googlegroups.com, saranKor...@googlegroups.com

ওয়ামীর সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা, ওয়ামীর প্রশিক্ষন কর্মসূচীতে অংশগ্রহণকারী ছাত্র-পেশাজীবি ও নিয়মিত উপকারভোগীদের (দা’য়ী/স্কলার/ইয়াতিমের শিক্ষক/ চট্টগ্রাম বিভাগের কর্মরত দা’য়ী-শিক্ষক, ইমাম) উদ্দেশ্যে রামাদান মাস উপলক্ষ্যে ওয়ামী কর্তৃক গৃহীত কর্মসূচী অবহিতকরণ সংক্রান্ত ঘোষণা



আসসালামু আলাইকুম।
আপনারা জেনে খুশী হবেন যে, ৩টি লক্ষ্যকে সামনে রেখে ওয়ামী বাংলাদেশ অফিস ১৪৩৪ হিজরী সনের মাহে রামাদানের জন্য দাওয়াতী প্রোগ্রাম গ্রহণ করেছে।
টার্গেট    টার্গেট অর্জনের জন্য গৃহীত কর্মসূচী
১। সাধারণ মানুষের মাঝে রামাদান মাসের তাৎপর্য তুলে ধরা ও ইসলামের ব্যাপক প্রচারকাজে উৎসাহিতকরণ।
    ১. ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতী কাজ।
২. ‘ফিকহুস সিয়াম’-শীর্ষক শর্ট কোর্স আয়োজন।
৩. মসজিদ সমূহের ইমামদের কাছে প্রতিদিনের আলোচনার উপযোগী ‘‘রামাদানের ত্রিশ আসর’’ শীর্ষক বই সরবরাহ।
৪. পোষাক শিল্পে নিয়োজিত কর্মীদের মাঝে দাওয়াতী প্রোগ্রামের আয়োজন।
৫. মাহে রামাদান ও তাকওয়ার মিনার সংক্রান্ত বই পূণঃর্মুদ্রন।
৬. গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে রামাদান গ্রিটিংস কার্ড, তাকওয়ার মিনার ও রামাদান ম্যানুয়েল সম্বলিত উপহার পৌছানো।
২। ওয়ামীর সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও নিয়মিত উপকারভোগীদের ব্যক্তিগত দ্বীনি মান বৃদ্ধিতে রামাদান মাসকে প্রশিক্ষণ মাস হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধকরণ।    ১। রামাদান ম্যানুয়েলের মাধ্যমে সকল উপকারভোগীদের মান বৃদ্ধির প্রচেষ্টা।
২। অর্থসহ কুরআন মুখস্থকরণ প্রতিযোগিতা (সুরা রাহমান, সুরা মূলক্, সুরা ওয়াক্বিয়া, সুরা ইয়াসিন, সুরা হুজুরাত)

৩। কুরআন নাযিলের মাস হিসেবে মাহে রামাদান মাসে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ (তা’লিমুল কুরআন) ও তাফসীর অধ্যয়নে মানুষকে উদ্বুদ্ধকরণ।    ১। শিশুদের অর্থসহ কুরআন মুখস্থকরণ প্রতিযোগিতা (কুরআনের শেষ ১৫ টি সুরা)/ অংশগ্রহণকারী- এডুকেশন সেন্টার, ওয়ামী একাডেমির ছাত্র-ছাত্রী ও ইয়াতিম বিভাগের সাথে সম্পৃক্ত শিশু-কিশোরেরা)
২। তা’লিমুল কুরআন।

ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতী কর্মসূচী বাস্তবায়নের জন্য আইডিয়া আহ্বান ;
-  এবার প্রতিদিন ১ম রামাদাান থেকে ৩০ রমজান পর্যন্ত ওয়ামী কর্তৃক ই-মেইল ও ফেইস বুকের মাধ্যমে ২০,০০০ জনের নিকট দাওয়াতী বার্তা পৌছানো হবে, ইনশাআল্লাহ।
-    আকর্ষণীয় ও কার্যকর দাওয়াতী বক্তব্য সম্বলিত মেসেজ/ বার্তা তৈরীর জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
-    সবাইকে কমপক্ষে ১ টি করে বার্তা (কুরআনের বিশেষ আয়াত, সুন্দর হাদীস কিংবা যে কোন দাওয়াতী কোটেশন) ও ৫০টি ই-মেইল ঠিকানা পাঠাতে হবে। পাঠাবার ঠিকানা - wamyban...@gmail.com
-    ২০ জুনের মধ্যে টেক্সট ও ই-মেইল আই ডি ওয়ামীর ঠিকানায়/ ই-মেইলে পৌছাতে হবে এবং সর্বশ্রেষ্ঠ ৩০টি আইডিয়াকে পুরস্কৃত করা হবে। ইনশাআল্লাহ ।

এ প্রোগ্রামে সকলের অংশগ্রহণ কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।


ডা মোহাম্মদ রেদওয়ানুর রহমান
ডিরেক্টর, ওয়ামী বাংলাদেশ


letter ramadan 2013.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages