অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত বনগাঁ শাখা ; মাথা ফাটল মহিলাযাত্রীর

0 views
Skip to first unread message

eenaduin...@gmail.com

unread,
Aug 19, 2015, 4:09:38 AM8/19/15
to Protibeshi

বারাসত, ১৯ অগাস্ট : যাত্রী অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ উত্তর শাখার রেল পরিষেবা ঘটনার সূত্রপাত বামুনগাছিতে, শিয়ালদা-বনগাঁ শাখার মাতৃভূমি লোকালের কামরার সংখ্যা থেকে বাড়িয়ে ১২ করার দাবিকে কেন্দ্র করে প্রায় ঘণ্টা পরে বামুনগাছিতে অবরোধ উঠে গেলেও একই ইস্যুতে ওই শাখার আরও কয়েকটি স্টেশনে পর পর অবরোধ শুরু হয় সকালের ব্যস্ত সময়ে মহিলা যাত্রীদের রেল অবরোধের পালটা হিসেবে আরও কয়েকটি স্টেশনে অবরোধ শুরু করেন পুরুষ যাত্রীরা ছাড়া বামুনগাছিতে অবরোধকারী মহিলা যাত্রীদের উপরে হামলার ঘটনা ঘটেছে অভিযোগের আঙুল উঠেছে পুরুষ সহযাত্রীদের দিকে এদিকে, স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সংরক্ষিত মহিলা কামরায় উঠে মহিলা যাত্রীদের হুমকি দেয় কয়েকজন যুবক সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়
http://goo.gl/D5dIF8
Reply all
Reply to author
Forward
0 new messages