বিএনপিতে ভুঁইফোড়দের সেই ‘রমরমা’ নেই

7 views
Skip to first unread message

qwer wqeq

unread,
Jul 28, 2021, 2:22:43 AM7/28/21
to Pk Sports
টানা ১৪ বছর ক্ষমতার বাইরে বিএনপি। রাজপথের আন্দোলন বা দলীয় রাজনীতিতেও খুব একটি সুবিধাজনক অবস্থানে নেই দলটি। দলের ‘দুরবস্থা’ নিয়ে বিভিন্ন ফোরামে প্রকাশ্যে কথা বলেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তবে এ অবস্থার মধ্যেও সুবিধাবাদীরা বিএনপি, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে সংগঠন করে সুবিধা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিএনপির নাম ব্যবহার করে নামসর্বস্ব ভুঁইফোড় সংগঠন করা থেমে না থাকলেও দলটিকে কেন্দ্র করে ভুঁইফোড়দের সেই ‘রমরমা’ অবস্থা এখন আর চোখে পড়ে না। ২০১৪ সালের নির্বাচনের আগপর্যন্ত এসব সংগঠনের ব্যাপক তৎপরতা দেখা গেলেও ধীরে ধীরে তা কমতে থাকে। বিএনপির নেতারাই বলছেন, এ সংগঠনগুলো মূলত দলের সুসময়ে তৎপরতা দেখায়। কিন্তু খারাপ সময়ে এরা থাকে না। ওই নির্বাচনের পর এদের দৌরাত্ম্য কমতে থাকায় এগুলো নিয়ে বিএনপির মাথাব্যথার আর কারণ ছিল না। কিন্তু সম্প্রতি ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন গড়ে তোলা এবং এদের কর্মকাণ্ডে দলটিকে, বিশেষ করে তাদের ছাত্রসংগঠন ছাত্রদলকে বিব্রত হতে হচ্ছিল বলে কেন্দ্রের কাছে অভিযোগ আসতে থাকে। এরপর গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওই সংগঠনের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে প্রিন্স বলেন, ‘আমরা লক্ষ্য করছি, “শহীদ জিয়া ছাত্র পরিষদ” নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে, সংগঠনটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই। সংগঠনটি বিএনপির অধিভুক্ত কোনো সংগঠন নয়। বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, নামসর্বস্ব ভুঁইফোড় এসব সংগঠনের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়। দলীয় নেতারাও বিভ্রান্ত হন। কেউ দলের নামে সংগঠন করতে চাইলে তার জন্য অনুমতি নিতে হয়। কিন্তু তা না করেই এসব সংগঠন গড়ে উঠছে। এতে মূল দল ও এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কাজে সমস্যা হয়। তিনি আরও বলেন, দলীয় নেতারা সতর্ক থাকলে এরা সুবিধা করতে পারবে না।

Reply all
Reply to author
Forward
0 new messages