আগের মেইলটা করার সময় একটা বিষয় লক্ষ করিনি... সেটা হচ্ছে রাজু ভাই যে
এই ভুল না হয়। আসলে লেখাগুলো আরো অনেক এডিট হবে.. এজন্যই ওয়েবে না লিখে
শেষ পর্যন্ত ল্যাপটপে লিখছি... যখন মনে হবে মোটামুটি চলনসই হয়েছে, তখন
On Aug 17, 4:10 pm, "TRIVUz ..." <
tri...@gmail.com> wrote:
> প্রথমে অসামঞ্জস্যগুলো মেইল করাকে স্বাগত জানাই। এসব ফিডব্যাক বইটির সবার কাছে
> গ্রহনযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয়। একই সাথে আমি হাসিন ভাইয়ের সাথে একমত।
> আমরা মনে হয় কাজটা শুরু করার প্রথম দিকে এগুলো নিয়ে কিছু ডিসকাশন করেছিলাম।
> অনেকজন মিলে একটা বই লিখলে সেটায় অসামঞ্জস্য না থাকাটাই হবে আশ্চার্যজনক
> ঘটনা... সুতরাং অসামঞ্জস্য নিয়ে এগিয়ে যেতে হবে। তবে যদি প্রাথমিক এই
> ফ্লো-য়ের ভেতরেই অসামঞ্জস্যগুলো নিয়ে নাড়াচাড়া করা শুরু হয়, তাহলে লেখকের
> লেখায় ব্যঘাত ঘটতে পারে। সবচেয়ে ভাল হয় সবগুলো পর্ব লেখা হয়ে গেলে তারপর
> এগুলো নিয়ে আলোচনা করলে। কারণ এখানে লেখা মানেই ফাইনাল না.. এটিকে অন্তত আরো
> দশ/বারোটা প্রুফ দেখার পরে কম্পাইল করা হবে।
>
> সুতরাং এখুনি কারো লেখার স্টাইল বা বানান বা টুকটাক টেকনিক্যাল ভুল না ধরে
> সবাইকে নিজের মত করে এগিয়ে যেতে দিলে মনে হয় ভাল হয়
>
> (এটি আমার ব্যক্তিগত মত)।
>
> রাজু ভাই, হাসিন ভাই এবং মতামত প্রদানাকরী সবাইকে ধন্যবাদ।
>
>
>
> On Sun, Aug 17, 2008 at 3:46 AM, Sabrina Akter <
lizzeel...@gmail.com> wrote:
> > যাকির ভাই,
> > আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনার মতামত আমার ভালো লেগেছে। ভবিস্যতে লেখার
> > সময় আমি বেপারটা মাথায় রাখব এবং সেই অনু্যাই লেখার চেস্টা করব।
>
> > --
> > Thanks
> > -----------------
> > Sabrina Akter | System Developer
> > Cention AB, Dhaka
> > Bangladesh Branch [
www.cention.se]