আমাদের মূল সাইটের জন্য ডোমেইন এবং সার্ভার নেয়া হয়েছে অনেক আগেই। লেখালেখিগুলো আরেকটু পূর্নতা পেলেই সাইট আপ করা হবে। সেখানে দরকার হলে ফোরাম থাকতে পারে। তবে ডিসকাশনের জন্য এই গ্রুপই বেটার.. এত ব্যস্ততার মাঝে আলাদা করে সাইটে গিয়ে ডিসকাশন করতে যাওয়ার সময় সবার হবে না।
সাইট লিংক: http://www.php360.com
ওটা আপাতত.. আগামী মাসেই সময় করে সাইটটা আপ করা হবে.. হয়তো এক সপ্তাহের
ভেতরেই...