তাহলে কী করা হবে?
অকৃতকার্যদের বলা হবে নতুন ফী দিয়ে পুনরায় ভর্তি হতে :) ;)
পরীক্ষায় পাশ করতে হলে কী করবেন?
প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট, পড়ুন বেশি বেশি, যেনো চাকরির
ইন্টারভিউ দিতে যাচ্ছেন।
আর সবাই সম্ভাব্য প্রশ্নমালা তৈরী করুন, পড়াও হবে, করাও হবে।
এই প্রশ্নমালা হয়তো আপনাদের পরীক্ষাতেই দেয়া হবে। তো বসে থাকবেন নাকি?
তৈরী করুন প্রশ্ন আর ফেল করার শংকামুক্ত হোন। কারণ তৈরী প্রশ্ন পেলে আমরা
হয়তো কষ্ট করে আরো কঠিন প্রশ্ন বানাবো না।
:)
দেখি কে কয়টা প্রশ্ন বানাতে পারেন... শর্ত হচ্ছে... প্রশ্নগুলো প্রশ্ন
হতে হবে.. সহজ হলে দোষ নেই.. পিএইচপি বা অন্যান্য যা যা পড়ানো হয়েছে সবই
এর বিষয়ভূক্ত হতে হবে।
শুভেচ্ছা রইলো।
লেনিন
--
-------------------------------------------------------------------------
Use FreeOpenSourceSoftwares, Stop piracy, Let the developers live. Get
a Free CD of Ubuntu mailed to your door without any cost. Visit :
www.ubuntu.com
-------------------------------------------------------------------------
অন্যদুটি লিঙ্কও চমৎকার অনেকগুলোর উত্তর দেয়া আছে।
অাশা করছি সবাই এগুলো ব্রাউজ করে দেখবে।
শুভরাত্রি
লেনিন
--