শুভেচ্ছা সবাইকে

1 view
Skip to first unread message

9el

unread,
Oct 4, 2008, 4:13:16 PM10/4/08
to PHP+MySQL Savvy Group
কেমন আছেন আপনারা?
দারুণ কাটিয়েছেন ঈদ, তাইনা?

কিন্তু ঈদের এই লম্বা ছুটিতে পিএইচপি বা মাইএসকিউএল অথবা সদ্য শেখা কেক-
পিএইচপি প্র্যাকটিস করেছেন কি? অন্তত যে ডিভিডিটি দেয়া হয়েছে, ওটির
ভিডিওগুলো দেখে শেষ করুন। আর অবশ্যই কোডিং প্র্যাকটিস করুন।
আমাদের ক্লাস শুরু হচ্ছে শনিবার থেকে এবং পুরানো ছকে। অর্থাৎ যাদের শণি-
সোম-বুধ তাদের প্রথম দিনই। আর যাদের রবি-মঙ্গল-বৃহষ্পতি তােদর পরেরদিন
থেকে।
আপনারা আমাদের গ্রুপ সাইটটি যে নিয়মিত ভিজিট করেন না তার প্রমাণ হলো আজ
দেখলাম বেশ কিছুদিন আগে থেকে কিছু বিচ্ছু আমাদের এখানে পর্নো লিঙ্ক, পেজ
যুক্ত করছিল। যা কারো চোখে পড়েনি। যা শিখবেন তার প্রতি প্যাশন ও ডেডিকেশন
থাকা দরকার।
আমরা কিছু ডিভিডি তৈরি করেছিলাম যারা বন্ধের আগে সংগ্রহ করেন নি তারা
অনুগ্রহ করে সংগ্রহ করে নেবেন। অনেক প্রয়োজনীয় ই-বুক, ভিডিও, বাংলা-
ইংরেজি টিউটোরিয়াল ওতে দেয়া আছে। যা খুবই কাজে লাগবে।
একটু সময় নিয়ে গ্রুপের প্রতিটি অংশ ঘুরে দেখুন, পড়ুন সব লিংকের আইটেম। যা
ভুলে গেছেন সব মনে পড়ে যাবে।
সবাইকে আবারও শুভেচ্ছা

লেনিন

পুনশ্চ: অনেক পেজ-এ বাংলায় নতুন কমেন্ট করা হয়েছে, সেগুলো পড়ে দেখুন।আর,
গ্রুপে সবাই সক্রিয়ভাবে মেইল করুন, সমস্যা লিখুন।
Reply all
Reply to author
Forward
0 new messages