১৫ আগস্ট ১৯৭৫ সেনা-জনতার গৌরবময় অভ্যুত্থানের সুবর্ণ জয়ন্তী আজ

14 views
Skip to first unread message

Zoglul Husain

unread,
Aug 15, 2025, 9:04:31 AMAug 15
to pfc, LA Discussion, Nabdc Group
From: Zoglul Husain (zog...@hotmail.co.uk

১৫ আগস্ট ১৯৭৫ সেনা-জনতার গৌরবময় অভ্যুত্থানের সুবর্ণ জয়ন্তী আজ  

১৯৭২-৭৫ মুজিব শাসনের চরম ফ্যাসিবাদ, আইনহীনতা, হত্যা, নির্যাতন, নিপীড়ন, সীমাহীন লুটপাট, এবং ভারতের বর্বর আধিপত্য ও বেপরোয়া লুটপাটের ফলে দেশ যখন ধ্বংসের গভীর গহ্বরে নিপতিত, তখন সিংহপুরুষ কিছু সামরিক কর্মকর্তা ও সাহসী বীর প্রায় পাঁচ শত সেনা, ১৫ আগস্ট ১৯৭৫এ, রুখে দাঁড়িয়ে সংঘটিত করেন এক গৌরবদীপ্ত ঐতিহাসিক সেনা-জনতার অভ্যুত্থান। দেশের ব্যাপক জনগণ ও সেনাবাহিনী এ বিপ্লবে সমর্থন জানান। তারা দেশকে তুলে আনেন ধ্বংসের অন্ধকার গহ্বর থেকে। এই দিবসটি ছিল প্রকৃতপক্ষে একটি নাজাত দিবস, ছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতি ও জনগণের এক মহান বিজয়ের দিবস, যেমন ছিল ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪। যে সূর্যসন্তানরা এই মুক্তি আনার বিপ্লবে অংশ নেন তাদেরকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, ১৫ আগস্ট ১৯৭৫এর যথাযথ মুল্যায়ন করুন, যারা এই নাজাত দিবস সৃষ্টি করেছেন তাদেরকে জাতীয় সম্মাননা প্রদান করুন, তাদের মধ্যে যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দিন, এবং তাদের মধ্যে আজও যারা নিপীড়িত রয়েছেন তাদের পাশে দাঁড়ান।     

১৫ আগস্ট ১৯৭৫ এ মুজিবের মৃত্যুতে যারা ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন করতেন তারা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের ধারক ও বাহক   

মুজিবের পক্ষে দীর্ঘ কাল আওয়ামী-ভারতীয় প্রচারণা, ও ১৫ বছর ধরে তার মূর্তি বানানোর পর, অনেকে বলেন, মুজিব ছিলেন স্বাধীনতার স্থপতি। কিন্তু বাস্তবে 
মুজিব কখনো স্বাধীনতার স্থপতি ছিলেন না। মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেন নি, বা চান নি। ২৫ মার্চ ১৯৭১ রাতে তিনি নিজের ও নিজ পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক ১,৫০০ রুপি (এখনকার কয়েক লক্ষ টাকা) ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন। বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে, ইয়াহিয়ার এই আশ্বাসে, তিনি ইয়াহিয়ার সঙ্গে সহযোগিতা করেন। ২৫ মার্চ রাতে, তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক।  

জাতীয় বেঈমান মুজিব ১৯৭২-৭৫ এক ফ্যাসিবাদী জালেমশাহী কায়েম করেন। মুজিব আমলে আ'লীগ ও ভারতের কারসাজিতে রক্ষীবাহিনীর হাতে নিহত হয় ৩০ হাজার দেশপ্রেমিক, দেশে চলে বর্বর হত্যা, গুম, নিপীড়ন, দখলবাজি, বেপরোয়া আইনহীনতা ও দুর্নীতি, তারা খাদ্যসামগ্রী সীমান্ত পাচার করে সৃষ্টি করে মানুষসৃষ্ট দুর্ভিক্ষ যাতে মৃত্যু হয় ১৫ লক্ষ মানুষের, আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ভারতীয় বর্বর লুন্ঠন ও আধিপত্যবাদ এবং বাকশালী স্বৈরাচার। দেশের এই চরম বিপর্যয়ে সেনা-জনতার ১৫ আগষ্ট ও ৭ নভেম্বর ১৯৭৫-এর গৌরবময় অভ্যুত্থানে দেশ রক্ষা পায়।   


RANU CHOWDHURY

unread,
Aug 16, 2025, 1:42:11 AMAug 16
to pfc, LA Discussion, Nabdc Group
ধন্যবাদ, জগলুল ভাই।

শেখ হাসিনার আমলে ১৫ ই আগস্টের পক্ষে কথা বলা ছিল হারাম, কবিরা গুনা। কারু ঘাড়ে দুটি মাথা ছিল না যে বাংলাদেশের মাটিতে কেউ সেই গুনা করে। দিনটিকে সে একটি জঘন্য "হত্যাযজ্ঞ" হিসাবে উপস্থাপিত করতে থাকে। অনেকেই, বিশেষ করে নতুন প্রজন্ম, তা বিশ্বাসও করে। হাসিনার পতন হলেও সেই ভীতিও এখনো কাজ করছে বলে মনে হয়। কেউ মুখ খুলতে চায়না ১৫ ই আগস্টের সপক্ষে, জগলুল হোসেনের মত দু 'একজন ছাড়া। ১৫ই আগস্টের সত্য উন্মোচন করতে দ্বিধা করেন।অথচ মুজিবের বাসায় মির্ত্যু কী পরিস্থিতে হয়েছিল তা মেজর বজলুল হুদা (তখন সেখানে ছিলেন) তার বয়ানীতে লিখে গেছেন। বিপ্লবী নেতা কর্নেল রাশিদ তৃতীয় মাত্রার জিল্লুর রহমানকে বলেছেন, মুজিবকে বন্দি করে আনাই ছিল তাদের উদ্দেশ্য। (যদিও পরবর্তীতে বিচার করে মৃতুদন্ড দেয়া )।  

আমরা জানি, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী ১৫ ই আগস্টের সমর্থক, দিনটিকে "নাজাত দিবস" হিসাবে জানে। কয়েকটি বিশিষ্ট নমুনা:

  • বর্ষীয়ান আওয়ামী নেতা আতাউর রহমান খান ১৫ ই অগাস্ট বিপ্লবের সঙ্গে সঙ্গেই দিনটিকে "নাজাত দিবস" হিসাবে অবহিত করেন।

  • আওয়ামী নেতা ও তদানীন্তন সংসদ স্পিকার আব্দুল মালেক উকিল বলেছিলেন, দেশ একজন জালিম ফেরাউন থেকে মুক্তি পেয়েছে।

  • আওয়ামী স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী বলেছিলেন, মুজিবকে শতবার ফাঁসিতে ঝুলালেও তার পাপ মোচন হবে না।

  • জনপ্রিয় কথা সাহিত্যিক হুমাযুন আহমদ লিখেছিলেন, "শেখ মুজিব কে হত্যা করা হয়েছে, রাস্তায় মিছিল আর মিছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সেই মিছিল আনন্দ মিছিল।

  • জনপ্রিয় আওয়ামী পন্থী পত্রিকা দৈনিক ইত্তেফাক পরদিন (অগাস্ট ১৬, ১৯৭৫) সম্পাদিকা লেখে: জনসাধারণের স্বস্তির নিঃশাস, --এক ঐতিহাসিক নবযাত্রা।  

  • আওয়ামী নেতা তাজউদ্দীনের কন্যা, শারমিন আহমদ, তার বইতে লিখেন, পঁচাত্তরে মুজিব কাকুর জনপ্রিয়তা ছিল শূন্যের কোঠায়।....যারা অতীতে এই নেতার জন্য প্রাণ আহুতি দিতে পর্যন্ত প্রস্তুত ছিল, তারা এই হত্যাকাণ্ডে উল্লাস প্রকাশ করছে।

  • হাসিনার মন্ত্রী, রাশেদ খান মেনন অগাস্ট ২৯, ১৯৭৫ এক লিখিত বক্তব্যে বলেন,  বিগত সাড়ে তিন বছর শেখ মুজিবের ঘৃণিত জনবিরোধী দুঃশাসনের পতনের জন্য দেশবাসী প্রতি মুহূর্ত কামনা করে আসছিল।  ১৫ ই অগাস্ট তা পরিপূর্ণ করেছে।

  • হাসিনার আরেক মন্ত্রী, হাসানুল হক ইনু, ১৫ ই অগাস্ট ট্যাংকে চড়ে আনন্দে নেচেছিলেন।

  • হাসিনার ঘনিষ্ট মন্ত্রী মতিয়া চৌধুরী ইতিপূর্বে (জানুয়ারী ২, ১৯৭৩) মুজিবের পিঠের চামড়া দিয়ে ডুগডুগি ও জুতা বানাতে চেয়েছিলেন। আরো বলেছিলেন, মুজিব আজ থেকে "বঙ্গশত্রু।" সেদিন মুজাহিদুল ইসলাম সেলিম মুজিবের "বঙ্গবন্ধু" উপাধি কেড়ে নিয়ে যায়। তেমনটি বলেছিলেন শাহরিয়ার কবির।  


From: pfc-f...@googlegroups.com <pfc-f...@googlegroups.com> on behalf of Zoglul Husain <zog...@hotmail.co.uk>
Sent: Friday, August 15, 2025 6:04 AM
To: pfc <pfc-f...@googlegroups.com>; LA Discussion <la-dis...@googlegroups.com>; Nabdc Group <na...@googlegroups.com>
Subject: {PFC-Friends} ১৫ আগস্ট ১৯৭৫ সেনা-জনতার গৌরবময় অভ্যুত্থানের সুবর্ণ জয়ন্তী আজ
 
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/pfc-friends/GVXPR10MB5936D6B7DE8426F34ADA66909534A%40GVXPR10MB5936.EURPRD10.PROD.OUTLOOK.COM.

Zoglul Husain

unread,
Aug 16, 2025, 2:22:10 PMAug 16
to pfc, LA Discussion, Nabdc Group
From: Zoglul Husain (zog...@hotmail.co.uk

ধন্যবাদ, রানু ভাই। হ্যাঁ, হাসিনার আমলে মানুষ ১৫ আগস্ট বিপ্লবের সপক্ষে বলতে ভয় পেত। তবে আমি কিন্তু সব সময়েই ১৫ আগস্ট বিপ্লবের সপক্ষে বলে এসেছি এবং ৭১-এ স্বাধীনতার পর থেকে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে এসেছি। 

মুজিবের মৃত্যু নিয়ে আপনি বহু বক্তব্য উদ্ধৃত করার জন্য ধন্যবাদ। আমিও ইমেইলে বেশ কিছু উদ্ধৃত করেছি। যেমন, 

 মুজিবকে বঙ্গশত্রু উপাধি দিয়েছিলেন মতিয়া। তিনি মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন এবং তার চামড়া দিয়ে জুতা বানাতে চেয়েছিলেন। মুজিবকে হত্যার পর ইনু সেনা ট্যাংকে উঠে উল্লাসে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে আনন্দ করেন। মুজিব আমলের সেনাপ্রধান শফিউল্লাহ বলেন, শেখ মজিব হত্যার সাথে হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমও জড়িত আছে। শাহরিয়ার কবির লেখেন, মুজিব আর বঙ্গবন্ধু নয়, এখন থেকে মুজিব জনশত্রু। কর্নেল তাহের বলেন, মুজিবের লাশ বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে, কারণ বাংলাদেশে তার কবর হলে আ'লীগ তা মাজার বানাবে। মেননের দল বিবৃতি দেয়, ‘মুজিবের  মৃত্যুতে জনগণ উল্লসিত। তার মৃত্যু কারো মনে সামান্যতম সমবেদনা বা দুঃখ জাগায়নি, জাগাতে পারে না।’ ১৫ আগস্ট ১৯৭৫ সেনা সদস্যরা মুজিবের বাড়িতে আসলে মুজিব সেনাপ্রধান শফিউল্লাহ, রক্ষীবাহিনীর রাজনৈতিক প্রধান তোফায়েল সহ অনেককেই ফোন করেছিলেন, কেউ আসেন নি, কর্নেল জামিল ছাড়া, কর্নেল জামিল নিহত হন। শফিউল্লাহ মুজিবকে বলেছিলেন পাচিল টপকিয়ে পালিয়ে যেতে।    


From: pfc-f...@googlegroups.com <pfc-f...@googlegroups.com> on behalf of RANU CHOWDHURY <ran...@hotmail.com>
Sent: 16 August 2025 06:42
Subject: Re: {PFC-Friends} ১৫ আগস্ট ১৯৭৫ সেনা-জনতার গৌরবময় অভ্যুত্থানের সুবর্ণ জয়ন্তী আজ
 
ধন্যবাদ, জগলুল ভাই।

শেখ হাসিনার আমলে ১৫ ই আগস্টের পক্ষে কথা বলা ছিল হারাম, কবিরা গুনা। কারু ঘাড়ে দুটি মাথা ছিল না যে বাংলাদেশের মাটিতে কেউ সেই গুনা করে। দিনটিকে সে একটি জঘন্য "হত্যাযজ্ঞ" হিসাবে উপস্থাপিত করতে থাকে। অনেকেই, বিশেষ করে নতুন প্রজন্ম, তা বিশ্বাসও করে। হাসিনার পতন হলেও সেই ভীতিও এখনো কাজ করছে বলে মনে হয়। কেউ মুখ খুলতে চায়না ১৫ ই আগস্টের সপক্ষে, জগলুল হোসেনের মত দু 'একজন ছাড়া। ১৫ই আগস্টের সত্য উন্মোচন করতে দ্বিধা করেন।অথচ মুজিবের বাসায় মির্ত্যু কী পরিস্থিতে হয়েছিল তা মেজর বজলুল হুদা (তখন সেখানে ছিলেন) তার বয়ানীতে লিখে গেছেন। বিপ্লবী নেতা কর্নেল রাশিদ তৃতীয় মাত্রার জিল্লুর রহমানকে বলেছেন, মুজিবকে বন্দি করে আনাই ছিল তাদের উদ্দেশ্য। (যদিও পরবর্তীতে বিচার করে মৃতুদন্ড দেয়া )।  

আমরা জানি, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী ১৫ ই আগস্টের সমর্থক, দিনটিকে "নাজাত দিবস" হিসাবে জানে। কয়েকটি বিশিষ্ট নমুনা:

  • বর্ষীয়ান আওয়ামী নেতা আতাউর রহমান খান ১৫ ই অগাস্ট বিপ্লবের সঙ্গে সঙ্গেই দিনটিকে "নাজাত দিবস" হিসাবে অবহিত করেন।

  • আওয়ামী নেতা ও তদানীন্তন সংসদ স্পিকার আব্দুল মালেক উকিল বলেছিলেন, দেশ একজন জালিম ফেরাউন থেকে মুক্তি পেয়েছে।

  • আওয়ামী স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী বলেছিলেন, মুজিবকে শতবার ফাঁসিতে ঝুলালেও তার পাপ মোচন হবে না।

  • জনপ্রিয় কথা সাহিত্যিক হুমাযুন আহমদ লিখেছিলেন, "শেখ মুজিব কে হত্যা করা হয়েছে, রাস্তায় মিছিল আর মিছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সেই মিছিল আনন্দ মিছিল।

  • জনপ্রিয় আওয়ামী পন্থী পত্রিকা দৈনিক ইত্তেফাক পরদিন (অগাস্ট ১৬, ১৯৭৫) সম্পাদিকা লেখে: জনসাধারণের স্বস্তির নিঃশাস, --এক ঐতিহাসিক নবযাত্রা।  

  • আওয়ামী নেতা তাজউদ্দীনের কন্যা, শারমিন আহমদ, তার বইতে লিখেন, পঁচাত্তরে মুজিব কাকুর জনপ্রিয়তা ছিল শূন্যের কোঠায়।....যারা অতীতে এই নেতার জন্য প্রাণ আহুতি দিতে পর্যন্ত প্রস্তুত ছিল, তারা এই হত্যাকাণ্ডে উল্লাস প্রকাশ করছে।

  • হাসিনার মন্ত্রী, রাশেদ খান মেনন অগাস্ট ২৯, ১৯৭৫ এক লিখিত বক্তব্যে বলেন,  বিগত সাড়ে তিন বছর শেখ মুজিবের ঘৃণিত জনবিরোধী দুঃশাসনের পতনের জন্য দেশবাসী প্রতি মুহূর্ত কামনা করে আসছিল।  ১৫ ই অগাস্ট তা পরিপূর্ণ করেছে।

  • হাসিনার আরেক মন্ত্রী, হাসানুল হক ইনু, ১৫ ই অগাস্ট ট্যাংকে চড়ে আনন্দে নেচেছিলেন।

  • হাসিনার ঘনিষ্ট মন্ত্রী মতিয়া চৌধুরী ইতিপূর্বে (জানুয়ারী ২, ১৯৭৩) মুজিবের পিঠের চামড়া দিয়ে ডুগডুগি ও জুতা বানাতে চেয়েছিলেন। আরো বলেছিলেন, মুজিব আজ থেকে "বঙ্গশত্রু।" সেদিন মুজাহিদুল ইসলাম সেলিম মুজিবের "বঙ্গবন্ধু" উপাধি কেড়ে নিয়ে যায়। তেমনটি বলেছিলেন শাহরিয়ার কবির।  


From: pfc-f...@googlegroups.com <pfc-f...@googlegroups.com> on behalf of Zoglul Husain <zog...@hotmail.co.uk>
Sent: Friday, August 15, 2025 6:04 AM
To: pfc <pfc-f...@googlegroups.com>; LA Discussion <la-dis...@googlegroups.com>; Nabdc Group <na...@googlegroups.com>
Subject: {PFC-Friends} ১৫ আগস্ট ১৯৭৫ সেনা-জনতার গৌরবময় অভ্যুত্থানের সুবর্ণ জয়ন্তী আজ
 
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/pfc-friends/GVXPR10MB5936D6B7DE8426F34ADA66909534A%40GVXPR10MB5936.EURPRD10.PROD.OUTLOOK.COM.

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages