ইস্রাইল কর্তৃক সুমুদ ত্রাণ নৌবহর ও মানবাধিকার কর্মীদের বেআইনি গ্রেপ্তারে বহু দেশের তীব্র নিন্দা
৪৪ টি দেশের ৪০ টি ছোট জাহাজের সুমুদ নামক একটি নৌবহরে ৫০০ মানবাধিকার কর্মী খাদ্য, ওষুধ, ইত্যাদি ত্রাণ সামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হলে নেতানিয়াহু তার নৌবাহিনীকে হুকুম দেন, সুমুদ নৌবহর যেন গাজার জলসীমায় প্রবেশ না করতে পারে। এই হুকুম অনুযায়ী ইস্রাইল বেআইনিভাবে
আন্তর্জাতিক জল এলাকায় জাহাজগুলিকে গতিরোধ ও গ্রেপ্তার করে এবং মানবিক অধিকার কর্মীদেরকেও আটক করে। বহুদেশের নেতাগণ ইতিমধ্যেই ইস্রাইলের এই ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা করেছেন, বহু সহরে তাৎক্ষণিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাংলাদেশ সরকারও এ ঘটনায় ইস্রাইলের তীব্র নিন্দা
জানায়। নীচে দেখুনঃ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকের কঠোর নিন্দা বাংলাদেশের
৩ অক্টোবর ২০২৫