ফ্যাসিবাদী ও আধিপত্যবাদীরা আবারো ক্ষমতায় আসার জন্য মরিয়া

1 view
Skip to first unread message

Zoglul Husain

unread,
Sep 28, 2025, 9:49:44 AMSep 28
to pfc, LA Discussion, Nabdc Group
From: Zoglul Husain (zog...@hotmail.co.uk

ফ্যাসিবাদী ও আধিপত্যবাদীরা আবারো ক্ষমতায় আসার জন্য মরিয়া 

বাংলাদেশে ৫ আগস্ট ২০২৪ এর ঐতিহাসিক বিপ্লবে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পতন হয়। কিন্তু পতনের দিন থেকেই ঐ খুনী, লুটেরা, মাফিয়া, দানবীয় শক্তিগুলি আবারো ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে শত শত চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যার সবগুলি এ পর্যন্ত জনগণ ও সরকার ব্যর্থ করে দিয়েছে। কিন্তু তারা এখন আরও মরিয়া হয়ে তাদের লুণ্ঠিত হাজার হাজার কোটি টাকা ব্যয়ে দেশব্যাপী নাশকতা, সংঘাত ও অরাজকতা সৃষ্টির ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরকার ও জনগণ এ বিষয়ে অবগত ও তৎপর রয়েছে। গত বুধবার কয়েক জন আইনজীবী সহ আওয়ামী লীগের ২৪৪ জন গ্রেপ্তার হয়েছে এবং গত এক সপ্তাহে সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার নেতাকর্মী আটক হয়েছে  (এর আগে  গত ১৩ মাসে আওয়ামী ফ্যাসিবাদীদের মধ্যে গ্রেপ্তার হয়েছে ৪৪ হাজার, যার মধ্যে ৩২ হাজার জামিন পেয়েছে)। নীচের রিপোর্টটি দেখুনঃ 

পুলিশ-র‌্যাবের তৎপরতায় বিপাকে সঙ্ঘবদ্ধ আ’লীগের নেতাকর্মীরা 



Reply all
Reply to author
Forward
0 new messages