Rajarhat - Power Grid - Land acquisition

6 views
Skip to first unread message

Rana Bose

unread,
Dec 2, 2013, 9:28:45 AM12/2/13
to Neela Chacko, Devjit Basu, Phanibhusan Basu
রাজারহাটে জমি অধিগ্রহণে সরকার
  
 inShare
Share
PrintE-mail
ব্যুরো রিপোর্ট, এবিপি আনন্দ
Monday, 02 December 2013 19:24

কলকাতা: রাজ্য সরকারের জমি নীতিতে ফের বদলের ইঙ্গিত৷ রাজারহাটে পাওয়ার গ্রিড কর্পোরেশনের সাব স্টেশনের জন্য শেষমেশ জমি অধিগ্রহণ শুরু করল রাজ্য সরকার৷ আজ কলকাতায় সংস্থার ডিরেক্টর আর পি শাসমল জানিয়েছেন, সাব স্টেশনের জন্য ১১ একর জমি অধিগ্রহণ করে এ মাসেই তা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার৷   
কলকাতার দ্বিতীয় উপনগরী রাজারহাটে আগামী দিনে বাস করবেন প্রায় দশ লক্ষ মানুষ৷ প্রতিদিন কাজে আসবেন আরও পাঁচ লক্ষ৷ কিন্তু সেখানেই এখন অনেক বহুতলেই বিদ্যুত পৌঁছয়নি৷ সারাদিন জেনারেটর চালিয়ে রাখতে হয়৷ যদিও, রাজারহাট-নিউটাউন ও কলকাতার ভবিষ্যত বিদ্যুত্ চাহিদার কথা মাথায় রেখে বাম আমলেই উদ্যোগী হয় সরকার৷ প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের উদ্যোগে, নবরত্ন রাষ্টায়ত্ত সংস্থা, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সাব স্টেশন তৈরির জন্য আর্জি জানানো হয়৷ ২০১১ সালে রাজারহাটের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে টোনা মৌজায় ১১ একর জমি চিহ্নিত হয়৷ কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রামের পরবর্তী পরিস্থিতিতে জমি অধিগ্রহণের সাহস দেখায়নি বাম সরকার৷ পরিবর্তনের পর তৃণমূল সরকারও জমি অধিগ্রহণ ইস্যুতে অনড় অবস্থান নেয়৷ ফলে সাবস্টেশন তৈরিই অনিশ্চিত হয়ে পড়ে৷ 
শেষমেশ, পরিকাঠামো উন্নয়নের স্বার্থেই সেই তৃণমূল সরকারই রাজরহাটের জমি অধিগ্রহণ শুরু করেছে৷ সোমবার কলকাতায় পাওয়ার গ্রিড কর্পোরেশনের অন্যতম ডিরেক্টর আর পি শাসমল জানিয়েছেন, ডিসেম্বরেই জমি তাদের হাতে তুলে দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে আশ্বাস দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন৷ 
পাওয়ার গ্রিড কর্পোরেশন, রাজারহাটে পাঁচশো কোটি টাকা ব্যয়ে ১ হাজার এমভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের সাবস্টেশন তৈরি করবে৷ এজন্য ১১ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে৷ জমির মালিক ২৫৬টি পরিবার৷ অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে৷ অধিগ্রহণের চূড়ান্ত বিজ্ঞপ্তি বের হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে৷ 
সাবস্টেশনটি তৈরি হলে রাজারহাট-নিউটাউন ও কলকাতার ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা মিটবে৷ কারণ, তার মাধ্যমে ১ হাজার মেগাওয়াট বিদ্যুত্ সংবহণ সম্ভব হবে৷ 
জমি-জটে এর আগে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে পড়শি বিহারের কিষাণগঞ্জে চলে গিয়ে সাবস্টেশন তৈরি করতে বাধ্য হয় পাওয়ার গ্রিড কর্পোরেশন৷ এমনকি, আলিপুরদুয়ারে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ৩ হাজার এমভিএ ক্ষমতাসম্পন্ন আরেকটি সাব স্টেশনের জন্য ১৫০ একর জমি সরাসরি কিনে নিতে বাধ্য হয় কর্পোরেশন৷  
এই প্রেক্ষাপটে এবার নিজেদের স্বার্থেই পাওয়ার গ্রিড কর্পোরেশনের জন্য রাজারহাটে জমি অধিগ্রহণ করছে রাজ্য সরকার৷  
এর আগে বারাসত থেকে ডালখোলা, ৩৪ নম্বর জাতীয় সড়কের জমি-জট কাটাতেও একইভাবে উদ্যোগী হয়েছে তৃণমূল সরকার৷ সরকারের শীর্ষ মহল থেকে সবুজ সংকেত পেয়েই সংশ্লিষ্ট জেলাশাসকরা জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় গতি এনেছেন৷ 

Reply all
Reply to author
Forward
0 new messages