ব্যক্তিশ্রেণীর করদাতাদের করযোগ্য আয় নিরূপণের প্রস্তুতি

31 views
Skip to first unread message

Sonjoy Mallick

unread,
Jul 30, 2022, 11:26:55 PM7/30/22
to kingso...@yahoo.com


ব্যক্তিশ্রেণীর করদাতাদের করযোগ্য আয় নিরূপণের প্রস্তুতি

 

ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত । উক্ত সময়ের মধ্যে পূর্ববর্তী 1 জুলাই থেকে 30 শে জুন সময়ের মোট আয় সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করে রিটার্ণ দাখিলের প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক । ব্যক্তিশ্রেণীর করদাতা, যাহাদের আয় বছরে ৩,০০,০০০/- টাকা বা বেশি তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে । এ ক্ষেত্রে উক্তসীমা তৃতীয় লিঙ্গের করদাতা,  মহিলা করদাতা এবং 65 বছর বা তদুর্ধ ব্যক্তি করদাতার জন্য ৩,৫০,০০০/- টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার জন্য ৪,৭৫,০০০/- টাকা এবং প্রতিবন্ধী করদাতা জন্য ৪,৫০,০০০/- টাকা ।

 

অর্থ আইন ২০২২ অনুযায়ী, নিম্নোক্ত ক্ষেত্রসমূহে জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে ।

 

(ক) ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০০,০০০/- টাকার বেশি ঋণের আবেদন করতে;

(খ) কোন পরিচালক কিংবা শেয়ার কোন কোম্পানির পরিচালক কিংবা স্পন্সর শেয়ারহোল্ডার হতে;

(গ) আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদ পেতে;

(ঘ) সিটি কর্পোরেশন বা ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে;

(ঙ) সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তি;

(চ) বীমা বা সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্তি বা লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে;

(ছ) সিটি কর্পোরেশন জেলা সদরের পৌর এলাকা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রয় রেজিস্ট্রেশন দলিল হস্তান্তর বায়না বা পাওয়ার অফ এটর্নি দেওয়ার ক্ষেত্রে, যাহা চুক্তিমূল্য ১০,০০,০০০/- টাকার বেশি হলে

(জ)  ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড নিতে হলে

(ঝ)  চিকিৎসক, ডেন্টিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজমেন্ট একাউন্টিং, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার বা যেকোনো পেশাদার সংগঠনের সদস্য পদ প্রার্থী এবং নবায়নের ক্ষেত্রে

(ঞ) সিটি কর্পোরেশন বা সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে;

(ট) আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খুলতে;

(ঠ) ৫০০,০০০/- টাকার অধিক পোস্টাল সেভিংস খুলতে;

(ড) ১০,০০,০০০/- টাকার অধিক ক্রেডিট ব্যালেন্স সহ ব্যাংক একাউন্ট খুলতে এবং চলমান রাখতে;

(ঢ) ৫০০,০০০/- লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে;

(ণ) পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে;

(ত)  সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় কর্মজীবীদের মাসিক মূল বেতন ১৬,০০০/- টাকা বা তদূর্ধ্ব হলে;

(থ) ২ বা ৩ চাকা ছাড়া অন্যান্য সকল প্রকার যানবাহন নিবন্ধন করতে;

(দ)  ডিজিটাল প্লাটফর্মে কোন পণ্য বা সেবা বিক্রয় করতে;

[Ref. Section 184A, Finance Act 2022]

 

করযোগ্য আয় সীমা ব্যতিরেকে উপরোক্ত ক্ষেত্রসমূহ এর জন্য আয়কর রিটার্ন জমা দান বাধ্যতামূলক ।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য প্রযোজ্য ক্ষেত্রে পূর্ববর্তী ১ জুলাই থেকে ৩০ শে জুন পর্যন্ত ১ বৎসর সময়কাল পর্যন্ত নিম্নলিখিত তথ্যাবলী সংগ্রহ করা অতীব জরুরী ।

 

আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজ / দলিলাদিঃ  (if applicable)

 

১. পুরানো আয়কর রিটার্নের ফটোকপি ।

২. ই-টিআইএন (E-TIN) এর ফটোকপি.

৩. NID এর ফটোকপি .

৪. পাসপোর্ট সাইজ ছবি ।

৫. বেতন সার্টিফিকেট / বেতন খাতে আয় প্রাপ্তির বিবরনী

৬. 01-07-2021 থেকে 30-06-2022 পর্যন্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট

৭. ভবিষ্যৎ তহবিলের বিবৃতি (provident fund)

৮. সঞ্চয় পত্রের সুদ প্রাপ্তির বিবরনী

৯. ডিভিডেন্ড প্রাপ্তির বিবরনী

১০. বিদেশ থেকে প্রাপ্ত অর্থের বিবরনী

১১. জমি বিক্রয় জনিত অর্থ প্রাপ্তির বিবরনী

১২. কৃষি খাতে আয় প্রাপ্তির বিবরনী

১৩. ব্যবসা ও পেশা খাতে আয় প্রাপ্তির বিবরনী

১৪. বাড়ী ভাড়া আয় প্রাপ্তির বিবরনী

১৫. অবসর প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারীদের পেনশন সংক্রান্ত আয় প্রাপ্তির বিবরনী

১৬. অন্যান্য আয় প্রাপ্তির বিবরনী

১৭. ফিক্সড ডিপোজিট , ডিপিএস ইত্যাদি বিনিয়োগ  সংক্রান্ত বিবরনী

১৮. নুতন সঞ্চয় পত্র ক্রয়ের বিবরণী

১৯. WPPF, GF, PF সংক্রান্ত তথ্যাবলী

২০. জীবন বীমা প্রিমিয়াম প্রদানের তথ্যাবলী

২১. বিও হিসাবধারীগনের বিও হিসাব বিবরনী

২২. জমি ক্রয় সংক্রান্ত তথ্যাবলী

২৩. স্বর্ণালংকার / আসবাব পত্র / ইলেকট্রনিক্স সরঞ্জাম ক্রয় সংক্রান্ত বিবরনী

২৪. বৈদেশিক ভ্রমণ সংক্রান্ত খরচের তথ্যাবলী

২৫. সন্তানদের শিক্ষা ব্যয়  সংক্রান্ত খরচের তথ্যাবলী

২৬. সকল প্রকার loan সংক্রান্ত তথ্যাবলী

২৭. অন্যান্য বিনিয়োগ সংক্রান্ত তথ্যাবলী (House / Flat / Car/ etc.)

২৮. প্রবাসী করদাতাদের জন্য বৈদেশিক অর্থ বাংলাদেশ স্থানান্তর সংক্রান্ত তথ্যাবলী

২৯. পৌরকর , খাজনা, সিটি কর্পোরেশন কর ইত্যাদি প্রদান সংক্রান্ত তথ্যাবলী

৩০. উৎসে আয়কর প্রদান সংক্রান্ত তথ্যাবলী

 

ধন্যবাদান্তে,

সঞ্জয় প্রসাদ মল্লিক

০১৭১৩০৪৭৪৬৩

https://www.linkedin.com/in/sonjoy-prasad-mallick-194868179/

Reply all
Reply to author
Forward
0 new messages