কি করবো যদি আমি গুগল ম্যাপে ভুল পাই ?
নিচে আমি যে কলোনীতে বসবাস করি সেই কলোনীর ছবি দিয়ে দিলাম । গুগলে যেরকম আছে ।
আর আমি এঁকেও দিয়ে দিলাম >> actually আমাদের কলোনীতে Street কেমন রয়েছে ।
আর এখানে কতোগুলো "মোড়" ( রাস্তার মোড় ) দেয়া আছে যা দেখলে মনে হয় কলোনীতে ৪ টা গেট । কিন্তু আসলে গেট কয়টা তা আমি এঁকে দিয়েছি - দেখুন ।
এ ভুল আমি কি করে সংশোধন করবো ? আমি আমার কলোনীকে পুরোপুরি সঠিক ও সুন্দর দেখতে চাই এই ম্যাপে । আমি নিজে এটা Edit করতে চাই ও অপ্রয়োজনীয় তথ্য Delete করতে চাই ।
But আমি Delete করতে পারছি না । আমাকে কি করতে হবে ?
আমি নিজে আমার কলোনীর Street , Area & Everything এঁকে দিতে চাই ।
কারণ আমি এখানে থাকি । আমিই এটার ভালো জানবো ।
আমি লিংক দিয়ে দিলাম । এখানে গেলে আশা করি দেখা যাবে >>
http://www.google.com/mapmaker?gw=39&fid=0x3755c0ebaf8c2c6f:0x362646bc1326a795
আর একটা কথা , আমাদের গুগল ম্যাপ মেকার অফিসিয়াল এই ( https://sites.google.com/site/mappingbangladesh/ ) সাইটে " ম্যাপের ভুল সংশোধন " ব্যাপারে যদি কোনো টিউটোরিয়াল থেকে থাকে তবে তার Direct-Linkটা দিলে ভালো হতো ।
পড়বার জন্য ধন্যবাদ ।
--
You received this message because you are subscribed to the Google Groups "Mapping Bangladesh (ম্যাপিং বাংলাদেশ)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mappingbanglad...@googlegroups.com.
To post to this group, send email to mappingb...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/mappingbangladesh?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.