গুগল ম্যাপআপ - কুষ্টিয়া

15 views
Skip to first unread message

Khurshid Sihab

unread,
Sep 24, 2013, 3:00:30 AM9/24/13
to mappingb...@googlegroups.com

মূলত কুষ্টিয়া এবং পার্শবর্তী এলাকার (মেহেরপুর + চুয়াডাঙ্গা + আলমডাঙ্গা ইত্যাদি) অবস্থান গুগল ম্যাপে সমৃদ্ধশালী করে তুলতে একটি ম্যাপআপ ইভেন্টের আয়োজন করা হয়েছে। তিন ঘন্টা ব্যাপি এই ইভেন্টের প্রথম ঘন্টায় সকলে সকলের সাথে পরিচয় এবং আলাপ আলোচনা হবে। দ্বিতীয় ঘন্টায় প্রশিক্ষণ দেওয়া হবে, “কিভাবে গুগল ম্যাপে বিভিন্ন স্থান সংযুক্ত করা হয়” । 
এবং তৃতীয় ঘন্টায় হাতে কলমে সরাসরি গুগল ম্যাপ ইডিট করা হবে। 


আগ্রহীগণ এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন> http://goo.gl/QZa7MZ করুন।

উক্ত ফরমে প্রোফাইল লিংক দিতে হবে। আপনার প্রোফাইল লিংক না থাকলে এই টিউটোরিয়ালটি লক্ষ্য করুন > http://www.pchelplinebd.com/archives/60581


আপনি এই ইভেন্টের জন্য নির্বাচিত হলে আপনাকে ই-মেইলে জানিয়ে দেয়া হবে। 

যা যা সঙ্গে আনতে হবে ঃ
১) ল্যাপটপ + চার্জার
২) মাউস
৩) ইন্টারনেট মডেম

যোগ্যতা ঃ ইন্টারনেট চালানোর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। (যেমন ই-মেইল একাউন্ট ওপেন করা)

এই ইভেন্টে গুগল থেকে পাঠানো উপহার সামগ্রী দেয়া হব। 


রেজিষ্ট্রেশন করার পর আপনাকে নির্দিষ্ট্র স্থান ই-মেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে, যদি যোগদানের অনুমতি পেয়ে থাকেন।

Masum Ikbal

unread,
Sep 24, 2013, 11:09:35 AM9/24/13
to mappingb...@googlegroups.com
Great Initiative!
Reply all
Reply to author
Forward
0 new messages