প্রিয় ম্যাপারস,
বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় দিয়ে শুরু!
সবাই জানেন যে ম্যাপিং বাংলাদেশের অনেক বড় একটা সাফল্য হল "Coordinate 24,90" যার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। এবার একটু দেরীতে হলেও আমরা শুরু করেছি এর ২য় সংখ্যার কাজ।
২য় সংখ্যা প্রকাশের আনুমানিক তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০১২ অথবা ১ জানুয়ারী, ২০১৩
"Coordinated 24,90" ২য় সংখ্যার জন্য ফোরামের সবার কাছ থেকে নিচে উল্লেখিত বিভাগে মান সম্মত লেখা আহবান করা হচ্ছে।
বিভাগ সমূহঃ
১. ম্যাপিং অভিজ্ঞতা নিয়ে গল্প/ ম্যাপিং এ আসার অভিজ্ঞতা
২. টিপস/গাইড লাইন
৩. উন্নয়ন দরকার এমন এলাকা নিয়ে লেখা
৪. আঞ্চলিক ম্যাপিং কমিউনিটি নিয়ে লেখা
৫. ম্যাপিং বাংলাদেশ নিয়ে লেখা
লেখা পাঠানোর নিয়মাবলীঃ
১. লেখা পাঠাবেন বাংলায়। লেখার ফন্ট হবে
SutonnyMJ. ডাউনলোড করুন ২. সম্ভব হলে ইংরেজী অনুবাদ মূল লেখার সাথে পাঠাবেন।
৩. লেখা পাঠানোর আগে বানান ভুল হল কিনা চেক করুন।
লেখা পাঠানোর শেষ তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০১২