Discussion on কবিতাকথার সম্মানিত সদস্যবৃন্দ

24 views
Skip to first unread message

শিমুল সালাহ্উদ্দিন

unread,
Apr 26, 2009, 3:36:29 PM4/26/09
to কবিতাকথা
প্রিয় গ্রুপ মডারেটর

উক্ত তালিকায় আমার নাম ‌'শিমুল সালাহ্উদ্দিন' এর পরিবর্তে 'শিমুল
সালাহদ্দীন' এসেছে। খুব সম্ভবত
আমার মেইল ঠিকানারো কিছু গড়বড় হয়েছে। কারণ সদস্য তালিকায় নাম থাকা সত্বেও
আমি মেইল
পাচ্ছি না।

অনুগ্রহ করে আমার নাম শিমুল সালাহদ্দীন বদলে "শিমুল সালাহ্উদ্দিন'' করলে
এবং মেইল প্রেরণ করা
হলে আমি এই গ্রুপের সাহিত্যালোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার
সম্মুখীন হবো না।

শুভেচ্চাসহ
শিমুল সালাহ্উদ্দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মুজিব মেহদী

unread,
Apr 26, 2009, 11:32:11 PM4/26/09
to কবিতাকথা
নামের বানান ঠিক করা হলো।

মেইল না পাওয়ার সমস্যা দূর করতে আপনার সহায়তা লাগবে। আপনি গ্রুপে ঢুকে
edit my membership-এ গিয়ে মেইল প্রিফারেন্সটা ঠিক করে নিন। দেখুন no
mail সিলেক্ট করা আছে কি না। থাকলে যেমন চান তেমন বদলে নিন।

Message has been deleted

vashkar

unread,
May 14, 2009, 5:26:48 AM5/14/09
to কবিতাকথা
আমার নাম দেখতাছি না...

SHUDDHASHARs ahmedurrashid

unread,
May 14, 2009, 5:28:42 AM5/14/09
to kobit...@googlegroups.com
ভাস্করকে কি দূরে রাখা হলো?

2009/5/14 vashkar <vashkar...@gmail.com>

আমার নাম দেখতাছি না...




--
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি


muzib mehdy

unread,
May 14, 2009, 5:47:42 AM5/14/09
to kobit...@googlegroups.com
আমি আন্তরিকভাবে দুঃখিত।
কদিন ধরেই বেশ অমিল অমিল লাগছিল। গ্রুপ সদস্য সংখ্যা যা দেখাচ্ছিল, নাম শনাক্ত করতে পারছিলাম একটা কম। এই কাজটাই করছিলাম। ভুল করে পোস্ট হয়ে গেছে পেজটা।

খোঁজ লাগিয়ে দেখলাম ইতোমধ্যে দুজন আমাদের ছেড়ে চলে গেছেন (কৌশিক আহমেদ ও রোহণ কুদ্দুস)। তাহলে কে বাদ, কে বাদ? এই অস্থিরতাটিই আমাকে দিয়ে খোঁজ করিয়ে নিল যে কন্থৌজম সুরঞ্জিত (২৮), ভাস্কর আবেদীন (৫৬) ও জুয়েল মোস্তাফিজ (৯১)-এর নাম বাদ পড়ে আছে। এখন গ্রুপে গিয়ে পেজটা দেখলে ঠিকটাই পাওয়া যাবে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য, নামের পাশের সংখ্যাটি সদস্য তালিকার নম্বর।


Reply all
Reply to author
Forward
0 new messages