Re: [কবিতাকথা:784] Re: মাহমুদ সীমান্তের কবিতা... বর্ষাদিনে, শ্যামধর্মে কাঁপা

17 views
Skip to first unread message
Message has been deleted
Message has been deleted

Tapan Bagchi

unread,
Jun 17, 2009, 1:00:15 AM6/17/09
to kobit...@googlegroups.com

মুজিব, নিয়মের কথা বলে সীমান্তের পোস্ট বন্ধ করেছেন। কিন্তু আমি তো পড়তে পারছি। কোথাও কি প্রযৌক্তিক সমস্যা হচ্ছে?

এতবার বলার পরেও আমরা সভ্যরা কেন যে হুট করে কবিতা পোস্ট করছি, বুঝি না! কবিতা পোস্ট করার জন্য অজস্র আড্ডা, ব্লগ, গ্রুপ ইত্যাদি আছে। সেখানে পোস্ট করলেও তো হয়। এই গ্রুপের নিয়মটা মানলে কী এমন আবেগবিরোধী কাজ হয়!
একটু শাস্ত্রের কথা বলি। সনাতনধর্মীয় শাস্ত্র মোতাবেক ২৫ ধরনের বোকা আছে। কবি ও কবিতা সম্পর্কিত এক ধরনের বোকার কথা বলি।
'যে ব্যক্তি শ্রোতার মনোভাব না জেনে যেখানে সেখানে কবিতা শোনাতে চায় সে বোকা।'
তপন বাগচী

mahmud simanto

unread,
Jun 17, 2009, 2:00:18 AM6/17/09
to kobit...@googlegroups.com
ব্যাপারটা পুরোপুরি বোকামিরও নয় তপন'দা। এর আগে আমরা শাহীন মোমতাজের কবিতার লিঙ্কটিও পেয়েছি। প্রুযক্তি সমস্যার জন্য কবিতাকথা'য় আমরা কোনো ফাইল পোস্টা করতে পরছি না। এটা অবশ্য আমাদের ব্যর্থতা। কিন্তু মুজিব ভাই যে ফাইলটি মেইন পেজ থেকে মুছে দিলেন এটা অবশ্য বুঝি নাই।

মাহমুদ সীমান্ত
--
Mahmud Simanto
+8801670994403, 01674104185
m_si...@yahoo.com
haor2...@gmail.com
www.mahmudsimanto.blogspot.com

Tapan Bagchi

unread,
Jun 17, 2009, 3:06:46 AM6/17/09
to kobit...@googlegroups.com
এই গ্রুপে কবিতা পোস্ট করা হয় না সরাসরি। তার মানে এই গ্রুপ কবিতা পড়ানোর গ্রুপ নয়। কবিতা নিয়ে কথা বলার গ্রুপ। মুজিব তো বলেছেনই, কবিতা নিয়ে দুচারকথা পেড়ে, তারপর নিজের আবেগটুকু ঢালা যায়। কিন্তু সেটা না করেই তো আপনি কবিতা ছেড়েছেন। যুক্তি হিসেবে শাহীন মোমতাজেরকবিতার কথা বলেছেন। সেটি নিয়েও তো এরকম আলোচনা হয়েছে। টুকুও স্বীকার করেছে যে তাড়াহুড়োয় এটি হয়েছে। আমরা সদস্যরা সেটি মেনে নিয়েছে। সাধ্য অনুযায়ী আমি দুতিনবাক্যে প্রশংসাও করেছি। মুহম্মদ নূরুল হুদাও কথা বলেছেন। কিন্তু সেই রেশ কাটতে না কাটতে আপনি আবার কবিতা পোস্ট দিলেন!!!!
'প্রুযক্তি সমস্যার জন্য কবিতাকথা'য় আমরা কোনো ফাইল পোস্টা করতে পরছি না। এটা অবশ্য আমাদের ব্যর্থতা।' আপনার এই কথাটি আমি বুঝতে পারি নাই।
'ব্যাপারটা পুরোপুরি বোকামিরও নয় তপন'দা।' খুবই ভালো কথা। এত সুন্দর কবিতা যে লেখে, তাঁকে আমি বোকা বলতে যাব কোন দুঃখে। শাস্ত্রের সকল কথা কি আমরা মানি? আপনি আপনাকে বোকা বলিনি। যারা ওইরকম কাজ তরে, তারা বোকা। আপনি তো আর ওইরকম করেননি। তাই ভুল বুঝবেন না।
তপন বাগচী

moshiur khan

unread,
Jun 17, 2009, 6:08:37 AM6/17/09
to kobit...@googlegroups.com

 

 

 

 

 

 

আমি লক্ষ্য করেছি অনেকেই এই গ্রুপে কবিতা পোস্ট করতে চানকিন্তু দেখা যায় যে, নিয়ম বিধি মেনে চলতে গিয়ে তারা হতাশ হয়ে পড়েন

আমি নিজেও আমার কোনও নতুন লেখা রচনা পোস্ট করতে গিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে গেছি এই ভেবে যে, নিজের কবিতা সম্পর্কে কি কথা পাড়বো? অনেক বন্ধুকেও হয়তো বলা যায় যেআমার এই কবিতা ক'টা নিয়ে একটু কথা পেড়ে কবিতাকথায় পোস্ট দিয়ে দাওসেই জায়গাটিও আমার কাছে সহজ কাজ মনে হয় না  কেননা এসব ক্ষেত্রে অনেকেই এড়িয়ে যেতে চাইলেই যেন বাঁচেন তোআমি যদি তপন বাগচীকেই অনুরোধ করি  আমি সামনে কোনও নতুন কবিতা পোস্ট করতে চাইলে, আমি সেগুলো যদি আগে আপনার ব্যক্তিগত মেইলে পাঠাই আপনি সেগুলো পাঠ শেষে যদি পোস্ট করে দেন কবিতাকথায় তাহলেই তো লেঠা চুকে যায় অন্যথায় সহজেই কেউ নিজের কবিতা 'কথা পেড়ে' পোস্ট করতে রাজী হবেন বলে মনে হয় না আমি জানি না আমার সাথে কেউ একমত হবেন কি না? না হলেও কোনও ক্ষতি নেইআমি তো আর দলভারী করা কিংবা অযথাই নিয়মের দোহাই দিয়ে মানুষকে 'বোকা' বানানোর চেষ্টা করবো না কবিতা পোস্ট করা/ না করা নিয়ে আমি একান্তই আমার মতটুকু প্রকাশ করলামঅন্য বন্ধুরা তাদের মতামত ব্যক্ত করতে পারেন স্বাধীনভাবে

 

মশিউর রহমান খান

 



 

Goutam Roy

unread,
Jun 17, 2009, 6:17:00 AM6/17/09
to kobit...@googlegroups.com
আপনার লেখাটা ঠিক বুঝলাম না। এখানে কথা বা আলোচনাহীন শুধু কবিতা পোস্ট না করার কথা বলা হয়েছে। কবিতার সাথে প্রাসঙ্গিক কথা বা আলোচনা থাকলে সেটা তো পোস্ট করাই যায়। শুধু কবিতা পোস্ট করার গ্রুপ এটা নয়, বরং কবিতার সাথে কিছু কথা বলাটাই এখানে মুখ্য- তা সেটা আপনার নিজের কবিতাই হোক, বা অন্যের। এক্ষেত্রে কাউকে অনুরোধ করারও দরকার নেই। আপনি আপনার কবিতা লিখে নিচে কবিতা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা লিখে পোস্ট করে দিন। তাহলেই তো হয়!

গৌতম

moshiur khan wrote:




--
This message has been scanned for viruses and
dangerous content by OpenProtect, and is
believed to be clean.


-- 
Goutam Roy
Staff Researcher
Educational Research Unit
Research and Evaluation Division
BRAC
75 Mohakhali, Dhaka 1212.

Phone: +88-02-9881265 Ext. 2707
+88-01712-018951

Web site: www.brac.net/research, www.bdeduarticle.com

--
This message has been scanned for viruses and
dangerous content by OpenProtect, and is
believed to be clean.

Tapan Bagchi

unread,
Jun 17, 2009, 6:32:11 AM6/17/09
to kobit...@googlegroups.com
শশিউর রহমান ভাই চমৎকার প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাব মতো আমার মেইলে কবিতা পাঠাতে পারেন। কিন্তু আমি তো সকলের কবিতা পাঠ করে মন্তব্য লিখে পোস্ট করার ধৈর্য ধারণ না-ও করতে পারি। আবার সেই যোগ্যতাও তো থাকতে হবে আমার!
অন্যথায় সহজেই কেউ নিজের কবিতা 'কথা পেড়ে' পোস্ট করতে রাজী হবেন বলে মনে হয় না।'
ভালো কথা। কিন্তু রাজি হতে কে বলেছে? প্রবন্ধের বইয়ে কবিতা খুঁজছি কেন আমরা? কিংবা খাতার দোকানে বই কিনতে  গেলে তো না-পাওয়ারই কথা। একটু কষ্ট করে পাশের দেকানে ঢুঁ মারলেই তো হয়! কবিতা পোস্ট করুন, সামহ‌্যায়ারইন ব্লগে কিংবা অন্য কোথাও। এটা তো কবিতা নিয়ে আলোচনার আড্ডা। আলোচনার সুযোগে উদ্ধৃতি হিসেবে দুই-চার লাইন কবিতা ঢুকিয়ে দিতে পারেন। তাতে আলোচনার প্রকৃতি খর্ব হয় না। কিন্তু গোটা কবিতাই যদি চালাতে চান, তবে কবিতা পোস্ট করার জন্য আলাদা আড্ডা চালু করতে দোষ নেই। এটি এমন কোনো কঠিন কাজ নয়। মুজিব  মেহদী কবিতা নিয়ে কথা বলার জন্য এই  ফোরাম সৃষ্টি করেছেন। আমরা এই প্রস্তাবে সহমত পোষণ করে এখানে এসেছি্। নিজের কবিতা পড়াতে চাইলে কবিতার ফোরাম খুলে নিতে পারি। নিজের ব্যাপারে বলি, এই সকল ফোরামে কবিতা পোস্ট করতে আমারও ভালো লাগে। কিন্তু যেহেতু সভ্য হয়েছি, যেহেতু নীতিমালার রমধ্যে আছি, তাই কবিতা পোস্ট করার আবেগটাকে সংযত রাখতে চাই।
এক ফোরামে আমার ১৫০টি কবিতা রয়েছে। কেউ পড়েছে বলে সাড়া পাই নি।  কাউকে পড়ে মন্তব্য লিখতেও অনুরোধ করিনি। এ নিয়ে আমার মাথাব্যথাও নাই।
কবিতাকথায় ‌'কবিতা' লিখব না, পারলে, সময় হলে, রুচিতে কুলোলে কবিতা নিয়ে দু-চারকথা গদ্যে লিখব।
মশিউর ভাই, কবিতা পোস্ট করার ফোরাম চালু হলে জানাবেন। যোগ দেব।
তপন বাগচী

moshiur khan

unread,
Jun 17, 2009, 7:14:52 AM6/17/09
to kobit...@googlegroups.com

শুধু কবিতা পোস্ট করার গ্রুপ কবিতাকথা নয়, এটা আমিও জানি। নিজের কবিতা পোস্ট করে বেড়ানোর ইচ্ছা হয়তো আছে তবে তার জন্য মরিয়া বোধ হয় নই। কবিতা নিয়ে নানা ভাবনার সাথে সাথে বন্ধুদের বিভিন্ন মতামত এ খোলাখুলিভাবে অংশ নেয়ার কাজটি বোধ করি কবিতাকথা'য় সম্ভব হয়। কবিতা পোস্ট করার চাইতে এতেই আনন্দ পাই বেশী। গৌতম রায় ও তপন দা কে ধন্যবাদ অংশ নেয়ার জন্য। কবিতা পোস্ট করার ফোরাম চালু হলে অবশ্যই জানাবো।
 
মশিউর রহমান খান

 
On 6/17/09, Tapan Bagchi <drbagch...@gmail.com> wrote:

মুজিব মেহদী

unread,
Jun 17, 2009, 7:18:24 AM6/17/09
to কবিতাকথা
গ্রুপ থেকে কোনো লেখা বা মন্তব্য মুছে দিলেও সভ্যদের মেইলবক্স থেকে মোছা
যায় না, যে কারণে তপনদা মাহমুদ সীমান্তের কবিতাটি তাঁর মেইলবক্সে পেয়ে
গেছেন এবং জবাব করেছেন। ওঁর কবিতাটি মুছে দিয়ে পরে আমি একটা ব্যাখ্যাও
দিয়েছিলাম, অনুরোধ করেছিলাম মেইলবক্স থেকে রিপ্লাই না-করতে। রিপ্লাই
করামাত্র মাথাহীন পোস্টটা পুনর্জন্ম লাভ করেছে।

মাহমুদ সীমান্ত বলছেন, "মুজিব ভাই যে ফাইলটি মেইন পেজ থেকে মুছে দিলেন


এটা অবশ্য বুঝি নাই।"

এখানে না-বুঝবার কিছু কি ছিল সীমান্ত? তোমার পোস্টটি কেন মুছে দেয়া হয়েছে
তা আমি পরবর্তী মন্তব্যে বলেছিলাম। বাক্যে কোনো রহস্য ছিল বলেও তো মনে হয়
না। মেইলবক্স থেকে কপি দেয়া যাক। আমি বলেছিলাম :

"প্রিয় সীমান্ত,
এখানে মডারেটর সমীপে লেখা পেশ করবার দরকার হয় না। সরাসরিই প্রকাশিত হয়।
তোমার লেখাটিও গ্রুপে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু দুঃখের সাথে জানানো
যাচ্ছে যে, গ্রুপের নীতিমালা অনুযায়ী এখানে এভাবে কবিতা প্রকাশ করা যায়
না বলে পোস্টটি মুছে দেয়া হলো। এই পোস্টে মেইলবক্স থেকে আলোচনা পোস্ট না-
করার জন্য সভ্যদের অনুরোধ করছি।
এই কবিতাটি নিয়ে একান্তই আলোচনা চাইলে লেখাটির সাথে সম্পর্কিত তোমার
নাতিদীর্ঘ একটা নিবন্ধসহ আবার পোস্ট করবার জন্য অনুরোধ করছি। "

মশিউর রহমান খানের এ নিয়ে কিছু ভিন্নমত আছে দেখা গেল। তাঁর বক্তব্যে মনে
হচ্ছে, কবিতাকথায় কবিতা পোস্ট করতেই হবে। একান্তই যদি গদ্য লিখতে হয়, তো,
যেকোনো প্রকারে নিজের কবিতা নিয়েই লিখতে হবে অথবা লিখিয়ে নিতে হবে। তা
কেন দরকার ভাই? তুমি তো অন্যের লেখা তোমার প্রিয় ১২টি বাংলা কবিতা নিয়ে
১২ মাসে ১২টি গদ্য লিখতে পারো এবং কবিতাকথা বা অন্য কোথাও পোস্ট করতে
পারো। যাকে কেন্দ্রে রেখে আমরা মতবিনিময় করতে পারি। কবিতাকথার উদ্দেশ্য
তো এই-ই।
তা মশিউরের কি কবিতা লিখবার মতো ফোরামের কোনো সংকট যাচ্ছে? এমন তো হবার
কথা নয়।

খান সাহেবের কাছে তাঁর লিখিত বাক্যাংশ "'আমি তো আর দলভারী করা কিংবা
অযথাই নিয়মের দোহাই দিয়ে মানুষকে 'বোকা' বানানোর চেষ্টা করবো না"র একটু
ডিটেইল ব্যাখ্যা আশা করছি। কী প্রেক্ষিতে তুমি এরকম একটা বাক্য রচনার
প্রেরণা বোধ করলে তা দয়া করে জানাও।

moshiur khan

unread,
Jun 17, 2009, 9:06:22 AM6/17/09
to kobit...@googlegroups.com
আসলে ডিটেইলে বলবো কি? তপন দা' নিয়মের দোহাই দিয়ে বোকার গপপো শুনিয়ে মাহমুদ সীমান্তকে বোকা বানানোর চেষ্টা করেছেন, নয় কি? পরবর্তীতে আবার বলেছেন আমি আপনাকে বোকা বলিনি। এখানে যারা এই গ্রুপের সভ্য তারা সকলেই কমবেশী কবিতার সাথে নিজেকে যুক্ত করেছেন দীর্ঘ দিন থেকে। এখানে প্রত্যেকেই সম্মানিত বটে। আমি বলতে চাইছি নিছক নিয়মের দোহাই দিয়ে কাউকে খাটো করার চেষ্টা না করাই ভালো। কাউকে খাটো করা আর তার কবিতার গুরুত্বপূর্ণ বিষয়টির সমালোচনা করা দুটো দুই জিনিস এক করা বা গুলিয়ে ফেলা উচিত হবে না। আমি আবারও বলছি, (আমার) অথবা 'ক' সাহেবের  কবিতা সম্পর্কে কেউ একজন দুইজন পাঁচজন যদি ভুলগুলো ধরিয়ে দেন, কিংবা কিছুটা আক্রমনাত্মক ভাবেও কোনও মন্তব্য করে ফেলেন আমি তাতে রাগ করবো না। ধরে নেবো ওনাদের আমার কিংবা 'ক' সাহেবের কবিতা সম্পর্কে এর বেশী কিছু বলার প্রয়োজন বোধ করেন না।  হয়তো সত্যিই আমাদের কবিতায় আরও বেশী যত্নবান হতে হবে বলে ধরে নেবো। কিন্তু তাই বলে নিয়মের দোহাই দিয়ে কাউকে (মাহমুদ সীমান্তকে) খাটো করার চেষ্টা করাটা আমার কাছে শোভন মনে হয়নি। আমি আশা করি মুজিব মেহদী আমার কথাটা স্পষ্টত বুঝতে পেরেছেন। না বুঝলে আবারও বুঝিয়ে বলবো। আমার ব্যপারে বলছি, কবিতা পোস্ট করার সকল সাইটগুলো আমার কাছে আছে। আমি কোথাও কবিতা দেবার ইচ্ছে প্রকাশ করলে, কিংবা পোস্ট সংকটে ভুগলে সবার সাথে যোগাযোগ করবো। তাই বলে আমি এখনো গ্রুপ এর নিয়মের ব্যত্যয় ঘটিয়ে প্রকারান্তরে কবিতা পোস্ট করাটাকে সমর্থন করছি না।
 
মশিউর রহমান খান

 

Tapan Bagchi

unread,
Jun 17, 2009, 9:28:21 AM6/17/09
to kobit...@googlegroups.com
ব্যক্তি সীমান্ত আমার খুবই প্রিয় মানুষ। তাঁর কবিতাও আমি পছন্দ করি। আমার বোকার সংজ্ঞার্থ পাওয়ার পরে তিনি যখন বলেছেন,'ব্যাপারটা পুরোপুরি বোকামিরও নয় তপন'দা। তখন আমি বলেছি যে তাঁকে বোকা বলিনি। অর্থাৎ  যে আসরে কবিতা শোনার জন্য কেউ অপেক্ষা করছে না, সেখানে কবিতা শোনাতে যাওয়া কি বোকামি নয়? সীমান্ত যেহেতু এটিকে বোকামি মনে করছেন না, তাই আমি তাঁর উপরে এই অভিধা চাপিয়ে দিতে চাই না। যেমন চাই না জোর করে কবিতা শোনানোর পরিবেশ তৈরি করতে। এই বিতর্ক তুলে ভালোই কররেন। এখন আর কেউ এই গ্রুপে সরাসরি কবিতা পোস্ট করতে আসবেন না। শশিউরকে ধন্যবাদ। সীমান্ত যেন ভুল না বোঝেন! ভালো থাকুন।

moshiur khan

unread,
Jun 18, 2009, 12:54:06 AM6/18/09
to kobit...@googlegroups.com
 

 
আমার কথা হচ্ছে এখানে কবিতা পোস্ট দেওয়াকে কেন্দ্র করেই হোক কিংবা অন্য উপায়েই হোক, আমরা একজন অন্যজনকে কতটুকু মূল্যায়ন করতে চেষ্টা করলাম তাও নয়, সচেতনভাবে কিংবা ভুলক্রমে যেনো কাউকে অসম্মানিত করার চেষ্টা না করি। এই বিষয়টি খেয়াল রাখবেন সকলে আশা করি। তপন দা, আপনার প্রতি আমার ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই আশা করি আমাকে ভুল বুঝবেন না। আসুন না, আমরা সময় পেলে সবাই শাহীন মমতাজ ও মাহমুদ সীমান্ত'র কবিতা নিয়ে কথা বলি?  আমার ধারণা সুব্রত দা এবং মুজিব মেহদী'র কাছ থেকে উক্ত দু'জনের কবিতা নিয়ে কথাটি শুরু হোক, আস্তে আস্তে আলোচনাটি সবার মধ্যে ছড়িয়ে যাক।
 
মশিউর রহমান খান
 

mahmud simanto

unread,
Jun 18, 2009, 3:19:58 AM6/18/09
to kobit...@googlegroups.com
মশিউর ভাই শাহীন মোমতাজ এবং আমার কবিতা নিয়ে আলোচনার প্রস্তাব ব্যক্ত করেছেন। আবার তপন'দা ভুল বোঝার প্রসঙ্গ এনেছেন। বিষয়টি হচ্ছে, কবিতাকথা'য় সরাসরি কবিতা পোস্ট হয় না বিষয়টি আদতে আমার অজ্ঞাতেই থেকে গেছে। আর আলোচনার জন্য প্রেরিত টেক্সটকে যদি কবিতাকথা ধরি তাহলেও একটা সমাধান হয়। আমার প্রেরিত কবিতাটিও আলোচনার একটা টেক্সট ধরে নেয়া যায়। শুধুমাত্র টেক্সটের আঙ্গিক প্রকার নিয়ে বোধহয় ফস্কায় পড়ে আছি।


মাহমুদ সীমান্ত

মুজিব মেহদী

unread,
Jun 18, 2009, 4:29:36 AM6/18/09
to কবিতাকথা
প্রিয় মশিউর,
শাহীন মোমতাজের কবিতা বিষয়ক তারিক টুকুর পোস্টটি কেন কীভাবে থেকে গেছে তা
বলা হয়েছে। আবারও বলি যে, পোস্টটি আমার চোখে পড়েছে মন্তব্য পোস্ট হয়ে
যাবার পরে। পরে ভেবেছি যে, পরীক্ষামূলকভাবে কবিতাগুলো নিয়ে আলোচনা চলতে
পারে। কিন্তু এ পরীক্ষার ফলাফল অনুযায়ী নীতিমালায় কোনো পরিবর্তন আণা হয়
নি। কাজেই ওটাকে মানদণ্ড ধরে কবিতাকথায় আরো আরো কবিতার পোস্ট আসুক সেটা
প্রত্যাশিত নয়।

শাহীনের কবিতা নিয়ে কিছু কথা ওই পোস্টে হয়েছে, আরো হতে পারে। চাইলেই যে
কেউ কথা বলা শুরু করতে পারেন, সুব্রতদা বা মুজিব মেহদীরই কেন শুরু করতে
হবে? শাহীন মোমতাজের কবিতা সম্পর্কে আমার কিছু কথা আমি ওখানে অলরেডি
বলেছি। আর মাহমুদ সীমান্তের কবিতাটি নিয়ে কথা বলবার সুযোগটা এ যাত্রা
রহিত হওয়াই দরকার বলে মনে হচ্ছে, কারণ কবিতাটি গ্রুপ থেকে অলরেডি
ডিলিটেড। প্রয়োজনে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার পোস্ট আসতে পারে, তখন
আলোচনা হতে পারে।

প্রিয় সীমান্ত,

তোমার যুক্তিটাকে এক্ষেত্রে খুব কার্যকর বলে মনে হচ্ছে না। কবিতা টেক্সট
অবশ্যই, কিন্তু কবিতাকথা এ ধরনের টেক্সট নিয়ে আলোচনার উপযোগী ক্ষেত্র নয়।
সেটার জন্য ব্লগ এবং ফেসবুক অধিক উপযোগী। তোমার এ তথ্যে আমার একটু অবাকই
হতে হচ্ছে যে, কবিতাকথায় সরাসরি কবিতা পোস্ট করা যায় কি না এ ব্যাপারে
তুমি অজ্ঞাতেই থেকে গেছ। কেন রে ভাই, তুমি তো প্রায় শুরু থেকেই এ গ্রুপের
সভ্য, এতদিনে অনেকবার এ নিয়ে গ্রুপে কথা হয়েছে। সেসব কখনোই কেন তোমার
চোখে পড়ল না বুঝলাম না।

তুমি গ্রুপে ঢুকে দয়া করে আগে নীতিমালাটা পড়ো এবং সে অনুযায়ী ভাবো। যদি
নীতিমালার কোনো অংশের পরিবর্তন দরকার মনে করো তো ওখানেই বা এ পাস্টে
যুক্তিসহ আলোচনা করো।

moshiur khan

unread,
Jun 18, 2009, 8:02:08 AM6/18/09
to kobit...@googlegroups.com

 
এতো নিয়ম কানুন শাসন বারন কি কবিতা পাঠের তৃষ্ঞা থেকে প্রকৃত পাঠককে দূরে রাখতে পারে? আমরা না হয় কবিতাকথা'য় কারও কবিতা পাঠ ও গঠনমূলক আলোচনা নাইবা শুনলাম! কতো মাস হয়ে গেলো এই গ্রুপে আছি এখনও কোনও বন্ধুর কবিতা নিয়ে অন্য সদস্যদের ভালোমন্দ তেমন কিছু রা' করতেও শুনি নাই। আর কবে হবে সেই সব আলোচনা আর কবিতা পঠনের সুযোগ।
 
অহেতু কাদা ছোড়াছুড়ি আর ব্যক্তিগত আক্রমনের চাইতে তো বন্ধুদের কবিতাপাঠ ও সমালোচনা পাঠের সুযোগটা উপভোগ্য হতে পারে।কারও ভালো লাগলে তিনি বলবেন। যার না লাগবে, তিনি কোনও মন্তব্যই করবেন না।আমি আবারও বলছি এ প্রসং্গে আমাকে সামহয়ার কিংবা অন্য গ্রুপে কবিতা পোস্টের উদাহরন এক্ষেত্রে টেনে আনবেন না। আমরা এ গ্রুপে কাজের দিকে দৃষ্টি দেবার চাইতে কথা বেশী বলে থাকি বলেই আমাদের খেই হারিয়ে ফেলতে হচ্ছে বারবার।
Reply all
Reply to author
Forward
0 new messages