মুজিব, নিয়মের কথা বলে সীমান্তের পোস্ট বন্ধ করেছেন। কিন্তু আমি তো পড়তে পারছি। কোথাও কি প্রযৌক্তিক সমস্যা হচ্ছে?
এতবার বলার পরেও আমরা সভ্যরা কেন যে হুট করে কবিতা পোস্ট করছি, বুঝি না! কবিতা পোস্ট করার জন্য অজস্র আড্ডা, ব্লগ, গ্রুপ ইত্যাদি আছে। সেখানে পোস্ট করলেও তো হয়। এই গ্রুপের নিয়মটা মানলে কী এমন আবেগবিরোধী কাজ হয়!
একটু শাস্ত্রের কথা বলি। সনাতনধর্মীয় শাস্ত্র মোতাবেক ২৫ ধরনের বোকা আছে। কবি ও কবিতা সম্পর্কিত এক ধরনের বোকার কথা বলি।
'যে ব্যক্তি শ্রোতার মনোভাব না জেনে যেখানে সেখানে কবিতা শোনাতে চায় সে বোকা।'
তপন বাগচী
আমি লক্ষ্য করেছি অনেকেই এই গ্রুপে কবিতা পোস্ট করতে চান। কিন্তু দেখা যায় যে, নিয়ম বিধি মেনে চলতে গিয়ে তারা হতাশ হয়ে পড়েন।
আমি নিজেও আমার কোনও নতুন লেখা রচনা পোস্ট করতে গিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে গেছি এই ভেবে যে, নিজের কবিতা সম্পর্কে কি কথা পাড়বো? অনেক বন্ধুকেও হয়তো বলা যায় যে, আমার এই কবিতা ক'টা নিয়ে একটু কথা পেড়ে কবিতাকথায় পোস্ট দিয়ে দাও। সেই জায়গাটিও আমার কাছে সহজ কাজ মনে হয় না। কেননা এসব ক্ষেত্রে অনেকেই এড়িয়ে যেতে চাইলেই যেন বাঁচেন। তো, আমি যদি তপন বাগচীকেই অনুরোধ করি আমি সামনে কোনও নতুন কবিতা পোস্ট করতে চাইলে, আমি সেগুলো যদি আগে আপনার ব্যক্তিগত মেইলে পাঠাই। আপনি সেগুলো পাঠ শেষে যদি পোস্ট করে দেন কবিতাকথায় তাহলেই তো লেঠা চুকে যায়। অন্যথায় সহজেই কেউ নিজের কবিতা 'কথা পেড়ে' পোস্ট করতে রাজী হবেন বলে মনে হয় না। আমি জানি না আমার সাথে কেউ একমত হবেন কি না? না হলেও কোনও ক্ষতি নেই, আমি তো আর দলভারী করা কিংবা অযথাই নিয়মের দোহাই দিয়ে মানুষকে 'বোকা' বানানোর চেষ্টা করবো না। কবিতা পোস্ট করা/ না করা নিয়ে আমি একান্তই আমার মতটুকু প্রকাশ করলাম। অন্য বন্ধুরা তাদের মতামত ব্যক্ত করতে পারেন স্বাধীনভাবে।
মশিউর রহমান খান
--
This message has been scanned for viruses and
dangerous content by OpenProtect, and is
believed to be clean.
-- Goutam Roy Staff Researcher Educational Research Unit Research and Evaluation Division BRAC 75 Mohakhali, Dhaka 1212. Phone: +88-02-9881265 Ext. 2707 +88-01712-018951 Web site: www.brac.net/research, www.bdeduarticle.com
মাহমুদ সীমান্ত বলছেন, "মুজিব ভাই যে ফাইলটি মেইন পেজ থেকে মুছে দিলেন
এটা অবশ্য বুঝি নাই।"
এখানে না-বুঝবার কিছু কি ছিল সীমান্ত? তোমার পোস্টটি কেন মুছে দেয়া হয়েছে
তা আমি পরবর্তী মন্তব্যে বলেছিলাম। বাক্যে কোনো রহস্য ছিল বলেও তো মনে হয়
না। মেইলবক্স থেকে কপি দেয়া যাক। আমি বলেছিলাম :
"প্রিয় সীমান্ত,
এখানে মডারেটর সমীপে লেখা পেশ করবার দরকার হয় না। সরাসরিই প্রকাশিত হয়।
তোমার লেখাটিও গ্রুপে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু দুঃখের সাথে জানানো
যাচ্ছে যে, গ্রুপের নীতিমালা অনুযায়ী এখানে এভাবে কবিতা প্রকাশ করা যায়
না বলে পোস্টটি মুছে দেয়া হলো। এই পোস্টে মেইলবক্স থেকে আলোচনা পোস্ট না-
করার জন্য সভ্যদের অনুরোধ করছি।
এই কবিতাটি নিয়ে একান্তই আলোচনা চাইলে লেখাটির সাথে সম্পর্কিত তোমার
নাতিদীর্ঘ একটা নিবন্ধসহ আবার পোস্ট করবার জন্য অনুরোধ করছি। "
মশিউর রহমান খানের এ নিয়ে কিছু ভিন্নমত আছে দেখা গেল। তাঁর বক্তব্যে মনে
হচ্ছে, কবিতাকথায় কবিতা পোস্ট করতেই হবে। একান্তই যদি গদ্য লিখতে হয়, তো,
যেকোনো প্রকারে নিজের কবিতা নিয়েই লিখতে হবে অথবা লিখিয়ে নিতে হবে। তা
কেন দরকার ভাই? তুমি তো অন্যের লেখা তোমার প্রিয় ১২টি বাংলা কবিতা নিয়ে
১২ মাসে ১২টি গদ্য লিখতে পারো এবং কবিতাকথা বা অন্য কোথাও পোস্ট করতে
পারো। যাকে কেন্দ্রে রেখে আমরা মতবিনিময় করতে পারি। কবিতাকথার উদ্দেশ্য
তো এই-ই।
তা মশিউরের কি কবিতা লিখবার মতো ফোরামের কোনো সংকট যাচ্ছে? এমন তো হবার
কথা নয়।
খান সাহেবের কাছে তাঁর লিখিত বাক্যাংশ "'আমি তো আর দলভারী করা কিংবা
অযথাই নিয়মের দোহাই দিয়ে মানুষকে 'বোকা' বানানোর চেষ্টা করবো না"র একটু
ডিটেইল ব্যাখ্যা আশা করছি। কী প্রেক্ষিতে তুমি এরকম একটা বাক্য রচনার
প্রেরণা বোধ করলে তা দয়া করে জানাও।
শাহীনের কবিতা নিয়ে কিছু কথা ওই পোস্টে হয়েছে, আরো হতে পারে। চাইলেই যে
কেউ কথা বলা শুরু করতে পারেন, সুব্রতদা বা মুজিব মেহদীরই কেন শুরু করতে
হবে? শাহীন মোমতাজের কবিতা সম্পর্কে আমার কিছু কথা আমি ওখানে অলরেডি
বলেছি। আর মাহমুদ সীমান্তের কবিতাটি নিয়ে কথা বলবার সুযোগটা এ যাত্রা
রহিত হওয়াই দরকার বলে মনে হচ্ছে, কারণ কবিতাটি গ্রুপ থেকে অলরেডি
ডিলিটেড। প্রয়োজনে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার পোস্ট আসতে পারে, তখন
আলোচনা হতে পারে।
প্রিয় সীমান্ত,
তোমার যুক্তিটাকে এক্ষেত্রে খুব কার্যকর বলে মনে হচ্ছে না। কবিতা টেক্সট
অবশ্যই, কিন্তু কবিতাকথা এ ধরনের টেক্সট নিয়ে আলোচনার উপযোগী ক্ষেত্র নয়।
সেটার জন্য ব্লগ এবং ফেসবুক অধিক উপযোগী। তোমার এ তথ্যে আমার একটু অবাকই
হতে হচ্ছে যে, কবিতাকথায় সরাসরি কবিতা পোস্ট করা যায় কি না এ ব্যাপারে
তুমি অজ্ঞাতেই থেকে গেছ। কেন রে ভাই, তুমি তো প্রায় শুরু থেকেই এ গ্রুপের
সভ্য, এতদিনে অনেকবার এ নিয়ে গ্রুপে কথা হয়েছে। সেসব কখনোই কেন তোমার
চোখে পড়ল না বুঝলাম না।
তুমি গ্রুপে ঢুকে দয়া করে আগে নীতিমালাটা পড়ো এবং সে অনুযায়ী ভাবো। যদি
নীতিমালার কোনো অংশের পরিবর্তন দরকার মনে করো তো ওখানেই বা এ পাস্টে
যুক্তিসহ আলোচনা করো।