প্রিয় তপন,
খুব ভালো লাগল পড়তে...
তবে, দুঃখজনকভাবে, এর থেকে কোনো আলোচনায় যাওয়া যায় না। বরং একটা বিষয় নিয়ে ভাবুন যার সূত্রে আবার আমরা কথাবার্তা বা এমনকি ঝগড়াকাজিয়াও করতে পারি।
আর, খুব জেনারেল কিছু (যেমন ছন্দ) না ভেবে স্পেসিফিক কিছু ভাবুন (যেমন, ধরা যাক, জয় গোস্বামীর কবিতায় ছন্দ, বা কান-ছন্দ বনাম চোখ-ছন্দ, অর্থাত্, ছন্দের গঠনগত ও রূপগত ব্যাপারগুলি)... বা, কোনো একজন কবির কবিতা, বা এমনকি কোনো একটি কবিতা নিয়েও আলাপ করা যেতে পারে (ধরা যাক, এমনকি, বনলতা সেন)... বা বিভিন্ন সাহিত্য/শিল্প স্কুল... ইত্যাদি ইত্যাদি...
খুব যে তোড়জোড় করে কাউকে উত্থাপন করতে হবে বিষয়টা, তা নয়। মাথায় এলে, স্রেফ উগরে দিলেই চলবে এখানে, আলোচনা নিজের নিয়মেই শুরু হয়ে যাবে (কিংবা যাবে না)...
শুভমস্তু
সুব্রত।
________________________________________
From: kobit...@googlegroups.com [kobit...@googlegroups.com] On Behalf Of তপন বাগচী [drbagch...@gmail.com]
Sent: Tuesday, 2 June 2009 7:39 AM
To: কবিতাকথা
Cc: drbagch...@gmail.com
Subject: [কবিতাকথা:732] 'কবিতাকথা'য় কবিতা নিয়ে কথা
সুব্রতদা, আপনি যখন জুরিসডিকশান এইভাবে বাড়ায়া দিলেন, এইটার একটা ফায়দা লওয়া যায় ঠিকই। তপন ভাইয়ের কথাগুলা খুব ভাল লাগলো। আন্তরিক কবি-ভাই এর মতো। পঠনপাঠন বিষয়ে ওনার বিনয় যদিও চোখে লাগলো, তবে, আমি আসলেই ঐ সমস্যাই ভুগি। যাই হোক, আমরা কবির পোয়েটিক্স লয়া আলোচনা করতে পারি। কাওরে নিয়ে কথা কইলে বা কিছু নিয়ে, ঐটা ঐ-বিষয়ে একটা সংযুক্তি হয় বটে, তবে, আমি আসলে অনেক বেশি আগ্রহী - ধরেন, - সুব্রতাদা'র চিন্তা লয়া, বা মুজিব ভাই, বা সুমন ভাই, বা তপনদা। এনাদের চিন্তাগুলা, আচরণগুলা এনাদের কাছ থেকে আমরা নিয়া নিতে পারলে এইসবি অধ্যায় হবে। ভুক্তি না। যেমন, আমার হাতে এখন সুব্রতদা'র কোনো কবিতা নাই, থাকলে, আমি কিছু কবিতা ধইরা ওনার চিন্তা বুঝবার একটা চেষ্টা করতাম। কবিতা না শুধু। ভাষার পিছনের চিন্তাটা। একটা কাব্যদর্শন আছে কি-না। বই থেকে বই-এ, বা, কবিতা থেকে কবিতায় একটা সতত চিন্তা দেখা যাইতেসে কি-না। সেইটারে কি ধরা যায়। বা, পোয়েটিক্স ব্যপারটারে নিয়া একটা আলোচনা। এইটা কি ধুয়া, নাকি প্রতিটা কবিতার আলাদা আলাদা বয়ান থেইকা পাশ কাটানোর একটা স্বেচ্ছাচারী ফন্দি। আবার অসংখ্য কবিতায় অজস্রভাবে চলাচলা করে যে কবি, তারে নিয়া আমরা কোনো কথা কি কইতে পারি? এই কথা এই জন্যেই কই, কারণ, আমরা কথা কইতে চাই। এইটা স্বতঃসিদ্ধ মানুষিক ধান্দা। আমরা কথা বলবো। এবং, সেইখানে আমরা 'বিশেষণ' এবং 'আইডেন্টিফায়ার' বাইর কববো। এবং, সেইটা করতে গিয়া আমরা কবিতা অনেকখানি হারামু। এইটা মানা লয়াই কয় মানুষ। আমার অভিজ্ঞান এ-ই। গ্র্যান্টেড, এই ধরণের চিন্তায় পাঠকের সিদ্ধান্তগামী মনোবৃত্তি ক্রিয়াশীল। ঐটারে অ্যানালাইটিক্যালি হয়তো রিবাট করা যায়। আমরা সেইটাও দেখতে পারি। এবং, অনেক অনেক ক্লিশে প্রশ্ন করতে হবে, যেইটা কবিরে অ-কবি-মূলক উত্তর দিতে বাধ্য করবে। কিন্তু, এইসব প্রশ্ন করার জরুরত আসে। অন্ততঃ, কবি কমুনিকেট করবার মতো করে বলবার চেষ্টা করবেন। সেইটাও কম পাওয়া না। যেমন, আমার একটা সাধারণ প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ, - আপনার পোয়েটিক্স আসে? থাকলে সেইটা কী-ধরণের? সেইটা কি পরিবর্তন-এর মধ্যে দিয়া গেসে? আপনি কী বলতে চান? 'বলা' নিয়া আপনার অভিমত কী? যদি না থাকে কোনো কাব্যচিন্তা, যেইটা আপনার পুরা কবিজীবনে ব্যপৃত, বা, আলাদা আলাদা কাব্যচিন্তা হইসে আলাদা আলাদা ফেইসে, তাইলেও আপনি কি কাওরে আপনার কবিতা নিয়া এমন কাব্যদর্শনের সন্ধানরে সুবিচায় ভাববেন? কেননা, ইতিহাস এক বা দুই লাইনের বেশি বরাদ্দ রাখেনা বেশিরভাগ কবির জন্যে। এইভাবে আমরা সংলাপ করতে পারি। আমার সবসময় মনে হইসে, কিছু বিষয়ে নিজের দেখা তুলবার চাইতে, নিজের দেখাটারে শুধু তুলবার পারলেও একটা কামের কাম হয়। --- On Tue, 2/6/09, Gomes, Subrata Augustine <AG21...@ncr.com> wrote: |
আরেকটা কথা। আপনি যখন অফিস থেকে কথা বলেন, তখন নিচের কনভার্টরটা ব্যবহার
করতে পারেন। http://bnwebtools.sourceforge.net/
> #yiv1832085637 P {
> MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px;}
> Explore and discover exciting holidays and getaways with Yahoo! India
> Travel http://in.travel.yahoo.com/
> >
>
--
www.tapanbagchi.tk
www.writers.net/writers/42203
www.tapanbagchi.blogspot.com
www.en.wikipedia.org/wiki/Tapan_Bagchi
http://www.somewhereinblog.net/blog/tapanblog
আমার আগের মন্তব্যে আমি যে সফটওয়্যারটার লিংক দিয়েছি, ওটা (http://
bnwebtools.sourceforge.net/) অনলাইনে ব্যবহার করতে হয়। কোনো ইনস্টলেশনের
ঝামেলা নেই। সাধারণ বাংলাকে ইউনিকোড বাংলা এবং ইউনিকোড বাংলাকে সাধারণ
বাংলায় পরিবর্তন করা ছাড়াও আলাদা একটা উইন্ডোতে এটি ওপেন করে বাংলা
ইউনিকোড রাইটিং প্যাড হিসেবেও একে ব্যবহার করা যায়, এবং তা খুব সহজেই।
দেখবেন লিংকটিতে ২টি ফিল্ড আছে। প্রথমটিতে সরাসরি লিখে কপি বা কাট করে
এনে জায়গামতো পেস্ট করে দিলেই হলো। তবে লিখবার আগে ইউনিজয় সিলেক্ট করে
নিলে সাধারণ বিজয় কীবোর্ডে লিখবার আমেজটাই উপভোগ করা যাবে। আমার জানামতে
সুব্রতদার জন্য এই সফটওয়্যারটা খুবই কাজে দেবে। অন্য কারোও যেকোনো সময়
এটা দরকার হতে পারে।
সবার জন্য আরেকটা বিশেষ অনুরোধ, আমরা যখন কোনো পোস্টের রিপ্লাই করছি, তখন
রিপ্লাই বাটনে ক্লিক করে প্রথমে ফিল্ডের সব তথ্য মুছে দেয়াই ভালো, তা
আমরা মেইলবক্স কিংবা গ্রুপ যেখান থেকেই রিপ্লাই করি না কেন। কারণ ওর সবই
উপরে থেকে যায়। তাতে একটি মন্তব্য একজন পাঠকের একাধিকবার পড়বার দরকার হয়
না।
তপনদাকে অনুরোধ করব, তাঁর সাবজেক্ট লাইন বদলে যাওয়া বিষয়ক আলাদা নোটটাকে
আলাদা না-রেখে এখানেই পোস্ট করে দিতে, কারণ ওটাও এই পোস্টেরই উপজাত।
সেক্ষেত্রে ওই নোটটা মুছে দেবার ব্যবস্থা করা যাবে।
মডারেটর
আপনার লেখা পড়ার অপেক্ষায় আছি।
শিমুল, 'মোহাম্মদ রফিক বিদায় বক্তৃতামালা' বিষয়ক কথামালা আলাদা থ্রেডে
থাকাই সুবিধাজনক। তাই এখান থেকে মুছে দেয়া হলো। 'পৈঠার পিঠে কালসিটে এই
লড়াই' চলুক।
I÷øv`,
wcw”P †jLv covi Rb¨ ÔmyeªZÕ†K †h civgk©Uv w`‡jb †mUv Kv‡R jvwM‡q co‡Z myweav n‡”Q| Avcbv‡K ab¨ev`|
mvBd ZvwiK
"ওস্তাদ
পিচ্চি লেখা পড়ার জন্য ‘সুব্রত’কে যে পরামর্শটা দিলেন সেটা কাজে লাগিয়ে
পড়তে সুবিধা হচ্ছে। আপনাকে ধন্যবাদ।
সাইফ তারিক"
..............................
ওস্তাদ,
দেখে ভালো লাগল যে আপনি আলাপে অংশ নিয়েছেন। এ তথ্যটাও আনন্দ দিল যে, আমার
পরামর্শটা আপনার ক্ষেত্রে কাজে দিয়েছে। কিন্তু আপনি ননইউনিকোড ফন্টে
লিখেছেন বিধায় লেখাটা পাঠযোগ্য থাকে নি। 'সমকাল' ফন্ট ইউনিকোড নয়, তাই
ওয়েবফ্রেন্ডলিও নয়। ইউনিকোডে লিখতে দয়া করে পিসিতে অভ্র কীবোর্ডটি ইনস্টল
করে নিতে হবে। এটা একটা ফ্রিওয়্যার, পাবেন এখানে (http://
www.omicronlab.com/)। তবে কোনো কারণে ইনস্টলেশন সম্ভব না-হলে নিদেনপক্ষে
http://bnwebtools.sourceforge.net/ সফটওয়্যারটি কাজে লাগাতে পারেন। এটা
ইনস্টল না-করেও অনলাইনে ইউনিকোড রাইটিং প্যাড হিসেবে ব্যবহার করতে
পারবেন। কনভার্ট তো করতে পারবেনই। এর ব্যবহার সম্পর্কে সুব্রতদাকে লেখা
আগের মন্তব্যে কিছু কথা বলা ছিল, দেখে নেবেন।
সুব্রতদা,
ধারণা করি, এ সমস্যা দূর করার আরেকটা উপায় আছেই আছে। স্ক্রিনের টপ-লেফট
সাইডে ভিউ বাটনে গিয়ে আপনি সহজেই 'ইনক্রিজ' অথবা 'জুম-ইন' করতে পারবেন। এ
সুবিধা আই.ই-র সকল ভার্সনেই ডিফল্ট থাকবার কথা।