ধর্মতত্ত্বের পর্যালোচনা শেষ করা বলতে যেমন আমরা নিধর্মীকরণ বুঝি না,
বুঝি বিবিধ ধর্মভাব ও অধর্মভাবের মধ্যে ভারসাম্য, তেমনি পুরাকালের
পদ্যমীমাংসা বলতে আমরা খারিজ-দাখিলই শুধু বিবেচনায় না এনে কলাবোধের
বিবর্তনটাও বুঝে নিতে চাই।
তো, আসুন, রাহমানবধ-প্রয়াসে এবার হাতে তুলে নিই তাঁরই কবিতা-আয়ুধ।