কবিতাবিহীন বিশ শতকের বাংলা

22 views
Skip to first unread message

তপন বাগচী

unread,
Jun 28, 2009, 4:04:58 AM6/28/09
to কবিতাকথা
কবিতাবিহীন বিশ শতকের বাংলা
গতকাল রাজশাহী বিশ্ববিদ্রালয়ে ছিলাম। আইবিএস আয়োজিত এক আন্তর্জাতিক
সেমিনারে প্রবন্ধ পড়তে। বিষয় ছিল ‌'বিশ শতকের বাংলা'। ইউজিসি চেয়ারম্যান
নজরুল ইসলাম, রাবি উপাচার্য আবদুস সোবহান, চবি সাবেক ভিসি আলমগীর মুহম্মদ
সেরাজুদ্দীন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ গুণীরা উপস্থিত ছিলেন।
বিশ শতকের বাংলা নানান দিক নিয়ে প্রবন্ধ রচিত হয়েছে। কিন্তু লক্ষ‌্যযোগ্য
বিষয় হলো পদুই দিনের এই সেমিনারে ৭২টি প্রবন্ধ পঠিত হরেও কবিতা-চলচ্চিত্র-
চিত্রকলা নিয়ে একটিও প্রবন্ধও নেই। ৭২ জনের মধ্যে (এর মধ্যে বিদেশি
প্রাবন্থিক ছিলেন ১৭ জন) নব্বই দশকের দুজন কবিও (!) ছিলেন। একজন রিষিণ
পরিমল ও আরেকজন তপন বাগচী। তারাও কবিতার ধারেকাছেও গেল না। পরিমল পড়ল
উপন্যাস নিয়ে, তপন পড়ল যাত্রাগান নিয়ে। বেশির ভাগ প্রবন্ধই ছিল ইতিহাস
নিয়ে। তো কবিতার ইতিহাস নিয়ে তো কেউ লিতৈ পারতেন! বিশ্ববিদ্যালয়ের বাঘা
বাঘা অধ্যাপকরাও ছিলেন। কিন্তু কবিতার ইতিহাস নিয়ে কেউ লেখেননি। পরিমল আর
তপন কবিতা লেখে কিন্তু তারাও কবিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করতে গেল না।
ওদরে আর দোষ দিয়ে লাভ কী? বিশ্ববিদ্যালয়ের একাডেমিশিয়ানরা ওদরে ডেকেছে,
এই তো ঢের? তো
তো ভালোই কটল দুটো দিন। চাকরি রক্ষারে কারণে শনিবার বিকেলে প্রবন্ধ পড়েই
ঢাকায় ফিরেছি। বাসায় ঢুকতে রাত ১টা। আজ সকালে যথারীতি অফিসে। কবিতা লিখি
বলে আইবিএস আমাদের প্রবন্ধকারের তালিকা থেকে বাদ দেননি, এজন্য তাদের
ধন্যবাদ জানাই।
তপন বাগচী

Tapan Bagchi

unread,
Jun 28, 2009, 4:38:03 AM6/28/09
to কবিতাকথা
'গুণীরা' শব্দের বদলে '‌গুণী' পড়ার অনুরোধ করছি।

moshiur khan

unread,
Jun 28, 2009, 5:23:22 AM6/28/09
to kobit...@googlegroups.com
 
তপন দা'র কাছে জানতে চাই,
প্রবন্ধগুলোর বিষয় নির্ধারন করে দিয়েছে কারা? আয়োজকগণ? নাকি লেখক নিজেই...
এখানে কি যে কেহই প্রবন্ধ পাঠ করতে পারতেন চাইলে?
আইবিএস এর পূর্ণ নামটা কি?

মশিউর রহমান খান

Tapan Bagchi

unread,
Jun 28, 2009, 5:37:21 AM6/28/09
to kobit...@googlegroups.com
মশিউর রহমান খানকে.
১. প্রবন্ধগুলোর থিম নির্ধারণ করেছে আইবিএস।
২. বিষয় নির্ধারন করেছেন প্রাবন্ধিক/গবেষকগণ। প্রাবন্ধিক তাঁর প্রবন্ধের প্রথমে এবস্ট্রাক্ট পাঠিয়েছেন। সেটি অনুমোদন পাওয়ার পরে মূল প্রবন্ধ নিয়ে হাজির হয়েছেন।
৩. যে কেই পারতেন। তবে এবস্ট্রাক্ট  জমা দিলত হতো আগে।
৪. আবিএস-এর পূর্ণ নাম ইনস্টিটিউট অব বাংলাতেশ স্টাডিজ। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট। অবস্থান ক্যাম্পসেই। এখানে কেবল এমফিল ও পিএইচডি ডিগ্রির জন্য পড়ালেখা-গবেষণা করা হয়।
তপন বাগচী

muzib mehdy

unread,
Jun 28, 2009, 5:53:18 AM6/28/09
to kobit...@googlegroups.com
তপনদা,
ধারণা করি, টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করবার আগে টেক্সটটা একবার পড়তে খুব সময় নষ্ট হবে না আপনার।
Message has been deleted

moshiur khan

unread,
Jun 28, 2009, 6:20:34 AM6/28/09
to kobit...@googlegroups.com

আপনার কথা-ই যদি সত্যি হয়। যে কেউ যদি প্রবন্ধ পাঠের সুযোগটা পেতে পারতেন (এবস্ট্রাক্ট অনুমোদনের মাধ্যমে) তাহলে অন্যদেরকে আপনি এই সুযোগটা থেকে বঞ্চিত করেছেন, খবরটি পরিবেশন না করার মাধ্যমে।  যে কারণেই কবিতা নিয়ে লেখা হয় নি।লিখতে পারেনি কেউ। 'বিশ শতকের বাংলা' প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটি কবিতাবিহীন হতে বাধ্য হলো।

 
On 6/28/09, Tapan Bagchi <drbagch...@gmail.com> wrote:

Zifran Khaled

unread,
Jun 28, 2009, 7:40:29 PM6/28/09
to kobit...@googlegroups.com
এভাবে কি দোষারোপ করা যায় আসলে কাউকে? আমার মনে হয়েছে এমনকি একাডেমিক স্তরে কিভাবে কবিতা উঠে যাচ্ছে আলোচনা থেকে, সেইটা নিয়ে তপন্দা তার ব্যক্তিগত দুঃখবোধটা আমাদের সাথে শেয়ার করেছেন।

মশিউর ভাইয়ের স্টাবর্ন উচ্চারণ আমারে স্পর্শ করলো যদিও খুব।




moshiur khan

unread,
Jun 29, 2009, 6:55:07 AM6/29/09
to kobit...@googlegroups.com
 
আমি ঠিক যে দোষারূপ করেছি তপন দা'কে তা নয়। ভাই খালেদ, আপনি খেয়াল করে দেখবেন আমি তপন দার কাছ থেকে প্রাসঙ্গিক বিষয়ে আরও চারটি প্রশ্ন করেছিলাম শূধুমাত্র জেনে নেবার জন্য কবিতা বিষয়টি কিভাবে বাদ পড়লো। সবকিছু জেনে মনে হয়েছে তপন দা যদি আগে থেকেই আয়োজনের খবরটি জানতেন, তিনি নিজেও কবিতার লোক, হয়তো বন্ধুদেরকে জানালে এবং মতামত গ্রহণ সাপেক্ষে কবিতা নিয়ে লিখবেন এমন কাউকে পেয়ে যেতে পারতেন। তিনি হয়তো কারও সাথে শেয়ার করেছেন (আমার ধারণা)।  বোধ করি সেটা জোরালো হয়নি।
যে বছর বাংলা একাডেমী কিংবা এদেশের কোনও জাতীয় পুরস্কারের বেলায় কবিতা মনোনয়ন হিসেবে থাকে না, তখন আমরা কার সাথে স্টাবর্ন উচ্চারণ করি? কাকে দোষারূপ করি? এখানে তপন দাকে সরাসরি দোষারূপ আমি করছি না তবে যেহেতু তিনি খবরটি আগে থেকেই জানতেন, তাই অভিযোগের তীরটা হয়তো ওনার দিকে আগে গেছে। 'বিশ শতকের বাংলা' প্রতিপাদ্যের অনুষ্ঠানে কেন কবিতা উপেক্ষিত হলো এই দায় তো আমাদের সকলের। যারা এর সংশ্লিষ্টতায় ছিলেন না কিন্তু কবিতার সাথে সম্পৃক্ত তারা সবাই।

Tapan Bagchi

unread,
Jun 29, 2009, 10:02:39 PM6/29/09
to kobit...@googlegroups.com
মুজিব,
থুক্কু!
অবধান করার জন্য ধন্যবাদ!
তপন বাগচী

Tapan Bagchi

unread,
Jun 29, 2009, 10:12:29 PM6/29/09
to kobit...@googlegroups.com
মশিউর রহমান খান,
যে কেউ প্রবন্ধ পাঠ করতে পারতেন, বিষয়টি এত সরলীকরণ করতে চাইনি।
হরিলুট তো সকলকে  বিলানোর জন্য। কিন্তু কাছে যে থাকে সে-ই পায়।
আমি কাউকে বঞ্চিত করিনি। কারণ আমি আয়োজক নই, আমন্ত্রিত অংশগ্রাহক মাত্র।
সংবাদ পরিবেশন করেছে প্রায় সকল দৈনিক পত্রিকা। অনেকে তা দেখে শুনতে গেছেন। সেটি সাধু! কিন্তু প্রবন্ধ পড়েছেন কেবল আমন্ত্রিতদের মধ্যে যাদের এবস্ট্রাক্ট গৃহীত হয়েছে, তারাই। তাই আক্ষেপের কিছু নাই। আপনিও তো কত বাড়িতে আমন্ত্রণ রাখতে যান, সকলকে কি নিয়ে যান? তা কি সম্ভবপর?
জানালে যদি যেতে চাইতেন, আমি তো নিতে পারতাম না।  নিলেও তো আয়োজকরা বিপদে পড়তেন। থাকা-খাওয়া-যাতায়াত-চেয়ার----- এত কিছু সামলাতেন কীভাবে? দেশে তো লোক ১৫ কোটি। কবিও তো প্রায় ১৫ কোটি! হা-হা-হা- মশিউর রহমান খান!  দেখবো এবার আপনি কোথায় যান?
ভালো থাকুন।
তপন বাগচী

Tapan Bagchi

unread,
Jun 29, 2009, 10:17:16 PM6/29/09
to kobit...@googlegroups.com
ভাই খালেদ,
আমি কিন্তু মশিউর রহমানের কথায় একটুও মাইন্ড করিনি।
তবে, আমার বক্তব্যটা আপনি ঠিকভাবে বুঝতে পেরেছেন, এজন্য ধন্যবাদ। আর মশিউর যেভাবে বুঝেছেন, তাতেও মনে কিছু করার নেই। এটিও তাঁর কবিতাপ্রেমের প্রকাশ হিসেবে গুরুত্বপূর্ণ মনে করছি। এই গ্রুপে কবিতা নিয়ে কথা বলার কথা। সেখানে তাঁর এই কবিতাপ্রেমকথা নিশ্চিত উপাদেয়।
আপনাদের দুজনকেই ধন্যবাদ। যাঁরা পড়ে বিরক্ত হচ্ছেন, তাঁদেরকেও।

Zifran Khaled

unread,
Jun 29, 2009, 10:28:07 PM6/29/09
to kobit...@googlegroups.com
তপনদা,

আমাকে জিফরান বলেই ডাকবেন। বাবাকে সবাই খালেদ নামে চেনেন, আমার ছোট ভাইকেও; এত চমতকার একজন কবির নামে আমার নাম (কাহলিল জিবরান), সত্যিকারের কবি না হতে পারি, কবিতা ধারণ করি নিশ্চিত।

অতএব, জিফরান।

:)







Tapan Bagchi

unread,
Jun 29, 2009, 10:39:25 PM6/29/09
to kobit...@googlegroups.com
মশিউর রহমান খানের অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি। ওই অভিযোগের কোনো ভিত্তি নাই। তাই বিচারে সাজা হওয়ার কোনো আতঙ্ক নাই।
এটি ছিল আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন। প্রাবন্ধিক নির্বাচন করা, নিমন্ত্রণ করা, অনুষ্ঠানসূচি করা, সময়-সূচি করা, স্মরণিকা করা- কোনো পর্বেই আমি যুক্ত নই। আইবিএস জার্নালে আমার ডাকে পাঠানো প্রবন্ধ এর আগে প্রকাশিত হয়েছে। [এই জার্নালে একটি প্রবন্ধ ছাপা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনে এক পয়েন্ট যোগ হয়। তো আইবিএস-সহ এইরকম একাডেমিক জার্নালে/গ্রন্থে আমার যত লেখা আছে, তার অর্ধেক সংখ্যক লেখা থাকলে প্রফেসর পদে প্রমোশন পাওয়া যায়।] ওই আগের লেখার সুবাদে আমার ঠিকুজি জানত বলেই তারা আমাকে চিঠি লিখেছে হয়তো! আমিও সাড়া দিয়েছি।
সুখবর আছে, আমার এই আক্ষেপের মতো আক্ষেপ জানিয়েছেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম। তিনি তো আবার চিত্রকলা-সমালোচক। তিনি বলেছেন চিত্রকলা বিষয়ক প্রবন্ধ থাকলে ভালো হতো। এখন সিদ্ধান্ত হয়েছে- যে সকল বিষয় বাদ পড়েছে, তা উপযুক্ত লোক দিয়ে লিখিয়ে ওই সেমিনারে প্রবন্ধ তালিকায় যুক্ত করে বই আকারে প্রকাশ করা হবে। আসুন আমরা ‘বিশ শতকের বাংলা : বিষয় কবিতা’ নামে প্রবন্ধ লেখার কাজে লেগে পড়ি। তবে, আমন্ত্রণ ছাড়া পাঠালে যদি অমনোনীত হয়, তাহলে যেন আমাকে কেউ দোষ দেবেন না! সম্পাদক  মহোদয় কোনো গবেষকের কাছ থেকে চেয়ে নেবেন হযতো। আর সেটি আমি যে লিখছি না, তা নিশ্চিত। কারণ আমার একটা লেখাতো যাচ্ছেই।
আসুন ইে বিষয় নিয়ে এখানেই লিখি।

Tapan Bagchi

unread,
Jun 29, 2009, 10:47:13 PM6/29/09
to kobit...@googlegroups.com
ইস, জিফরান। তাহলে জিবরান উচ্চারণে দোষ কী?

Zifran Khaled

unread,
Jun 29, 2009, 10:49:05 PM6/29/09
to kobit...@googlegroups.com
এইটা তো জানি না। আব্বা নিশ্চয়ই চেয়েছিলেন আমি আলাদা হই একটু। জিবরান তো অনেক আছেন, জিফরান ক'জন? হাহা।

2009/6/30 Tapan Bagchi <drbagch...@gmail.com>

moshiur khan

unread,
Jun 30, 2009, 1:25:19 AM6/30/09
to kobit...@googlegroups.com
বিনা বাক্য ব্যয়ে অনেক পোস্ট মুছে দেয়া হচ্ছে। কিন্তু কেন?

মুজিব মেহদী

unread,
Jun 30, 2009, 1:31:11 AM6/30/09
to কবিতাকথা
অদ্ভুত অভিযোগ!
কোথায় কে কখন কোন পোস্ট মুছে দিল?

SHUDDHASHARs ahmedurrashid

unread,
Jun 30, 2009, 1:40:10 AM6/30/09
to kobit...@googlegroups.com
!!!!!

2009/6/30 মুজিব মেহদী <m.m...@gmail.com>

অদ্ভুত অভিযোগ!
কোথায় কে কখন কোন পোস্ট মুছে দিল?




--
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি


Tapan Bagchi

unread,
Jun 30, 2009, 2:02:32 AM6/30/09
to kobit...@googlegroups.com
আমিও তো কিছু মোছা দেখলাম না। মশিউর কী দেখলেন? আমি বুঝতে পারছি না। আর আমি মনে করি, মডারেটরের মোছার অধিকার রয়েছে। কিন্তু বিনা কারণে তা  মোছবেন কেন? আমার পোস্ট তো যেভাবেই দিয়েছিলাম, সেভাবেই আছে। মশিউরের আপত্তির কারণ দেখলম না!

moshiur khan

unread,
Jun 30, 2009, 3:47:42 AM6/30/09
to kobit...@googlegroups.com
আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার পোস্ট এর - Hide quoted text - এবং Show quoted text -
কাজ করছিলো না বলে আমার কাছে মনে হচিছল পোস্টগুলো আমি দেখতে পাচ্ছি না। এখন সবকিছু সঠিকভাবে দেখতে পাচ্ছি।
অহেতু বিড়ম্বনার জন্য আমি সত্যিই দু্:খ প্রকাশ করছি। 

Tapan Bagchi

unread,
Jun 30, 2009, 4:12:31 AM6/30/09
to kobit...@googlegroups.com
মশিউর রহমান খান,

মশি'র র'মান খান,
একলা কোথায় যান?
আসুন mevB গলা ছেড়ে
একসুরে গাই গান।

কী হলো ভাইজান?
ভুলের কাঁটা খুললো বলে
খুশিতে আটখান্?

একটু  বসে যান-
মনের সুখে গুড়ুক-গুড়ুক
তামাক খেয়ে যান।
---

--Zcb evMPx

gani adam

unread,
Jul 5, 2009, 8:29:58 AM7/5/09
to kobit...@googlegroups.com
আহা! কী পরিচ্ছন্ন একটা কথাসূতো...

সব সময়ই, সবক'টি পোস্ট পড়ি। কিন্তু বেশির ভাগই বড়ো বেশি কবিসুলভ, তাই ভয় পাই। এ ওকে এটা বলে, সে আবার সেটা বলে... আরেকজন এসে আবার ওই দু'জনকেই বলে ... এবং এসব কথোপকথনে কী ভাষা কবিগণের!

মোশি, তপনদা', মডারেটর ও জিফরান... অনেকদিন পর আমিও এই আড্ডায় ছিলাম কিন্তু...

2009/6/30 Tapan Bagchi <drbagch...@gmail.com>

moshiur khan

unread,
Jul 5, 2009, 8:37:10 AM7/5/09
to kobit...@googlegroups.com
গনী আদম,
কিন্তুটা.... নিজেই বলতে হবে জনাব। নইলে এ ও এইটারে নিয়া এইকথা সেই কথা বানাতে কতদূর!

gani adam

unread,
Jul 6, 2009, 9:57:19 AM7/6/09
to kobit...@googlegroups.com
মোশি,

এটা অব্যয় 'কিন্তু' নয় ... এটা বাক্যান্তে ব্যবহৃত অনুজ্ঞামাত্র।

এ ও এইটারে নিয়া এইকথা সেইকথা বানাতেই পারে। সেক্ষেত্রে আমি আবার চুপ মেরে যাবো। এটা অন্তত: সুস্থ এবং দরকারি কোনো বিতর্কের বিষয় নয়?

2009/7/5 moshiur khan <moshiur...@gmail.com>

kumar biplab

unread,
Jul 12, 2009, 4:00:48 AM7/12/09
to kobit...@googlegroups.com
গনি আদমের রসবোধের প্রশংসা করছি!
কুমার বিপ্লব
Reply all
Reply to author
Forward
0 new messages