মোহাম্মদ রফিক বিদায় বক্তৃতামালা

171 views
Skip to first unread message

শিমুল সালাহ্উদ্দিন

unread,
Jun 4, 2009, 12:28:17 AM6/4/09
to কবিতাকথা
পৈঠার পিঠে কালসিটে এই লড়াই চলবেই কবি মোহাম্মদ রফিক বিদায় বক্তৃতামালা

সৌম্য,
শুভেচ্ছা নেবেন। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, ইংরেজী বিভাগ সংশ্লিষ্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বজনীন শিক্ষক, ষাটের অন্যতম প্রধান
স্বর, বাঙালীর জীবন সংগ্রামে ভাস্বর দলিল কীর্তিনাশা, কপিলা,
মৎস্যগন্ধ্যা, কালাপানি, গাওদিয়া-খ্যাত আমাদের প্রিয় কবি মোহাম্মদ রফিক
তাঁর বর্ণাঢ্য কর্মযজ্ঞ থেকে অবসর নিচ্ছেন আগামী ২৯ জুন, ২০০৯। এ উপলক্ষে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কবিতা বিষয়ক ছোটকাগজ ও সাহিত্য-সংগঠন
অস্তিত্ব ১২,১৩,১৪ আষাঢ়১৪১৬ / ২৬,২৭,২৮ জুন ২০০৯, রোজ শুক্র, শনি ও
রবিবার প্রতিদিন সন্ধ্যা ৬.০০ টায় জহির রায়হান মিলনায়তনে আয়োজন করছে
“পৈঠার পিঠে কালসিঁটে এই লড়াই চলবেই” শিরোনামে ‘কবি মোহাম্মদ রফিক বিদায়
বক্তৃতামালা’র। তিনদিনব্যাপি অনুষ্ঠানে কবি মোহাম্মদ রফিকের তিনটি
বিষয়ভিত্তিক সারগর্ভ বক্তৃতার পাশাপাশি কবির সাহিত্যকর্ম ভিত্তি করে
তিনটি নিবন্ধ উপস্থাপিত হবে। এছাড়াও আমন্ত্রিত প্রথিতযশা কবি ও
সাহিত্যিকরা এ অনুষ্ঠানে মূল্যবান বক্তৃতা উপস্থাপন করবেন। এ
অনুষ্ঠানমালায় যথাক্রমে সভাপতিত্ব করবেন শ্রদ্ধেয় জিল্লুর রহমান
সিদ্দিকী, আবুল মোমেন ও মফিদুল হক। এছাড়াও অনুষ্ঠানের তৃতীয় দিনে
আমন্ত্রিত সকল তরুণ কবিদের নিয়ে অনুষ্ঠিত হবে কবি সম্মিলন।

শিল্পমনষ্ক সকল বন্ধু / সতীর্থসহ আপনাকে এই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ
করছি।

আমন্ত্রণে

শিমুল সালাহ্উদ্দিন
প্রতিষ্ঠাতা সম্পাদক
অস্তিত্ব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পৈঠার পিঠে কালসিঁটে এই
লড়াই চলবেই
অনুষ্ঠান পরিক্রমা

প্রথম দিন \ ১২ আষাঢ় ১৪১৬\ ২৬ জুন ২০০৯\ শুক্রবার \ জহির রায়হান মিলনায়তন
\ সন্ধ্যা ৬.০০ টা

কবি মোহাম্মদ রফিকের বিদায়বক্তৃতা ১ \ বিষয়: জীবন ও সাহিত্য
প্রবন্ধ উপস্থাপন: জফির সেতু
আলোচনা: আলতাফ হোসেন
মাহবুব মোর্শেদ
দুপুর মিত্র
সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী

দ্বিতীয় দিন \ ১৩ আষাঢ় ১৪১৬\ ২৭ জুন ২০০৯\ শনিবার\ জহির রায়হান মিলনায়তন\
সন্ধ্যা ৬.০০ টা

কবি মোহাম্মদ রফিকের বিদায়বক্তৃতা ২ \ বিষয়: কবির নন্দনবোধ ও কবিতাচেতনা
প্রবন্ধ উপস্থাপন : আহমেদ মুনির ও
মোস্তাক আহমাদ দীন
আলোচনা: রায়হান রাইন
সুমন রহমান
সুমন সাজ্জাদ
সভাপতি : আবুল মোমেন

তৃতীয় দিন \ ১৪ আষাঢ় ১৪১৬\ ২৮ জুন২০০৯ \ রবিবার \ জহির রায়হান মিলনায়তন\

বিকেল ৫.০০টা
আমন্ত্রিত কবিদের নিয়ে কবি সম্মিলন ও স্বরচিত কবিতা পাঠ
সন্ধ্যা ৬.০০ টা

কবি মোহাম্মদ রফিকের বিদায়বক্তৃতা ৩ \ বিষয়: যেসব কথা হয়নি বলা ও বিবিধ
প্রবন্ধ উপস্থাপন : সাইদুল ইসলাম
নওশাদ জামিল
আলোচনা:
আনু মুহাম্মদ
শামীম রেজা
শুভাশিস সিনহা
সভাপতি :
মফিদুল হক
মোহাম্মদ রফিককে উৎসর্গীত কবির কবিতা পাঠ: কবি মাদল হাসান

সার্বিক সমন্বয় : শিমুল সালাহ্উদ্দিন
সাদিকা রুমন

কবি মোহাম্মদ রফিক বিদায় বক্তৃতামালা প্রকাশনা

প্রকাশনা শিরোনাম : পৈঠার পিঠে কালসিঁটে এই লড়াই চলবেই

প্রকাশনার বিষয়বস্তু: কবি মোহাম্মদ রফিকের গুরুত্বপূর্ণ সকল সাক্ষাৎকার
(নিয়েছেন এবং দিয়েছেন), দুই বাংলার প্রতিথযশা সাহিত্যিকদের মোহাম্মদ
রফিকের সাহিত্যকর্মের উপর সমালোচনা, গদ্য, অনুষ্ঠানের বক্তব্যমালা, কবির
গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সৃজন, কবি মোহাম্মদ রফিক পড়া আছে এমন পাঠকের
স্বপ্রনোদিত লেখা।

সম্পাদনা উপদেষ্টা
কফিল আহমেদ
মাহবুব পিয়াল
প্রশান্ত মৃধা
ফারজানা সিদ্দিকা রনি
মাহবুব মোর্শেদ
মাদল হাসান

সম্পাদনা
শিমুল সালাহ্উদ্দিন

সহ-সম্পাদনা
সাদিকা রুমন
তৈমুর রেজা
নির্লিপ্ত নয়ন
মনিরুস সাব্বিন

অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে সকলের কাছে সাহায্য প্রার্থণা করছি।
প্রকাশনার জন্য সকল লেখক/পাঠক/শুভানুধ্যায়ীদের কাছে লেখা প্রার্থনা করছি।
প্রার্থনা করছি কারো খোজে/নজরে কবি মোহাম্মদ রফিককে নিয়ে কোন লেখা থাকলে
তা-ও।

আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতাই পারে অনুষ্ঠান ও প্রকাশনাকে চূড়ান্ত
সফলতা দিতে। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছি।

বিনয়াবনত
শিমুল সালাহ্উদ্দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০১৭১৭২৩২৭১৯

মুজিব মেহদী

unread,
Jun 4, 2009, 12:44:01 AM6/4/09
to কবিতাকথা
ব্যাপক এই কর্মযজ্ঞ সফল হোক।

Tapan Bagchi

unread,
Jun 4, 2009, 2:26:59 AM6/4/09
to kobit...@googlegroups.com
েমাহাম্মদ রফিক আমারও প্রিয় কবি। তাঁকে নিয়ে এই আয়োজনে আমাদেরও নৈতিক সমর্থন রইল। এটি নিশ্চয়ই সফল হবে।
তপন বাগচী

moshiur khan

unread,
Jun 4, 2009, 2:59:32 AM6/4/09
to kobit...@googlegroups.com
শিমুল,
লক্ষ করেছি যে,
অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন সুমন রহমান আলোচনা করবেন।
কিন্তু সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, তিনি বর্তমানে দেশের বাইরে
সিঙ্গাপুরে অবস্থান করছেন। আশা করছি আয়োজনের সাথে সম্পৃক্ত
সকলেই এই বিষয়টির দিকে নজর দেবেন। অনুষ্টানের সর্বাঙ্গীন সাফল্য
কামনা করছি।
মশিউর রহমান খান

Tapan Bagchi

unread,
Jun 4, 2009, 3:48:51 AM6/4/09
to kobit...@googlegroups.com
মশিউর রহমান খান,
সুমন রহমান বক্তৃতা দেবেন ২৭ জুন। বহুত দেরি। আর সিঙ্গাপুর থেকে
জাহাঙ্গীরনগরের যা দূরত্ব, একদিন আগে এলও তো পৌঁছানো যাবে। আয়োজকরা তাঁর
সঙ্গে আলাপ না করে, কিংবা অনুমতি না নিয়ে নিশ্চয়ই কর্মসূচি চূড়ান্ত
করেননি।
তপন বাগচী


--
www.tapanbagchi.tk
www.writers.net/writers/42203
www.tapanbagchi.blogspot.com
www.en.wikipedia.org/wiki/Tapan_Bagchi
http://www.somewhereinblog.net/blog/tapanblog

shimul salahuddin

unread,
Jun 4, 2009, 9:41:54 AM6/4/09
to kobit...@googlegroups.com
দাদা
সুমন ভাই বলেছেন যে তিনি অনুষ্ঠানের আগেই্ চলে আসবেন। উনার সাথে যোগাযোগ
করে (অবশ্যই সবার সাথে যোগাযোগ করেই সূচী চূড়ান্ত করা হয়েছে)।

ধন্যবাদ আপনাকে লক্ষ্য করবার জন্য ভালো করে।

কৃতজ্ঞতাও বটে।
শুভকামনা।


শিমুল সালাহ্উদ্দিন

2009/6/3 moshiur khan <moshiur...@gmail.com>:

shimul salahuddin

unread,
Jun 4, 2009, 9:45:04 AM6/4/09
to kobit...@googlegroups.com
সকল কবি/ কবিতাকথার সদস্যদের কাছে মোহাম্মদ রফিক এর সাহিত্যসহ বিবিধ
দৃষ্টিভঙ্গির লেখা প্রার্থনা করছি। আমার ইমেল ঠিকানায় অথবা ৪২০/িব, মীর
মশাররফ হোসেন হল এর ঠিকানায় পাঠালেই হবে। অনুগ্রহপূর্বক লেখা দিন।
অনুষ্ঠানে আসুন।

2009/6/4 shimul salahuddin <shimulsal...@gmail.com>:

Tapan Bagchi

unread,
Jun 6, 2009, 10:54:58 AM6/6/09
to kobit...@googlegroups.com
মোহাম্মদ রফিকের কবিতা নিয়ে আমার লেখার দায় আছে। লিখতে চাই। তাঁর ওপর লেখা নিয়ে কী করবেন? কোনো সংবর্ধনাগ্রন্থ বের করবেন? উদ্দেশ্য বুঝে বিধেয়। শেষ তারিখ কবে?
তপন বাগচী

shimul salahuddin

unread,
Jun 6, 2009, 4:47:34 PM6/6/09
to kobit...@googlegroups.com
তপন দা

একটা সংকলন হবে মোহাম্মদ রফিকের উপর যারা লিখেছেন, লিখছেন এবং লিখবেন
তাদের লেখা নিয়ে। থাকবে মোহাম্মদ রফিকের বিশেষ কিছু সাক্ষাতকার, উভয়
বাংলার লেখকদের লেখা। আপনার লেখাটি বিশেষ ভাবে চাইছি। লেখা পৌছানোর শেষ
তারিখ ২৫ জুন। আপনার / আপনাদের লেখার অপেক্ষায়...

শিমুল

2009/6/6 Tapan Bagchi <drbagch...@gmail.com>:

Tapan Bagchi

unread,
Jun 7, 2009, 12:54:16 AM6/7/09
to kobit...@googlegroups.com
মোহাম্মদ রফিকের ওপর আমার একটি লেখা আছে। আপনারা কি সংকলনে পূর্বপ্রকাশিত লেখা ছাপাবেন। সংকলন হলে তো পূর্বপ্রকাশিত লেখা ছাপানো যায়! আমার আগের লেখাটাই একটু ঘসেমেজে বাড়িয়ে-চাড়িয়ে দিতে চাই। এবং ২৫ জুনের আগেই পাঠবো। তার আগে কবিতাকথায়ও পোস্ট দিতে পারি।
তপন বাগচী

shimul salahuddin

unread,
Jun 7, 2009, 12:22:36 PM6/7/09
to kobit...@googlegroups.com
দাদা
শ্রদ্ধা নেবেন। পূর্বপ্রকাশিত ভালো লেখাও আমি সম্পাদনা উপদেষ্টাদের
বরাবরে রাখবো। এবঙ এটি জানাবার তাড়না বোধ করছি যে কিছু পূর্বপ্রকাশিত
লেখা আমাদের নজরে আছে যা আমরা ছাপবো।
আপনার লেখাটি ঘষে মেজে বাড়িয়ে চাড়িয়ে দিলে খু্বই আনন্দিত হবো।

তবে কবিতাকথায় পোস্ট না দেবার অনুরোধ করছি, সংকলন বের হবার আগে।

ত্রুিট ক্ষমা করবেন
িশমুল

2009/6/6 Tapan Bagchi <drbagch...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages