গুগল সিদ্ধান্ত নিয়েছে ২০১১ থেকে তারা 'গুগলগ্রুপ' সুবিধা বন্ধ করে দেবে।
এ সিদ্ধান্তের আওতায় ১১৬ সদস্যের নিবিড় গ্রুপ 'কবিতাকথা'ও বন্ধ হয়ে যাবে।
কার্যত দীর্ঘদিন ধরে গ্রুপটি নিষ্ক্রিয় থাকলেও এর মোট ৮৮৪টি মেসেজের
ভবিষ্যৎ ভেবে উদ্বিগ্ন বোধ হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা তো এখানে
হয়েইছিল মনে করি! সার্চেবল আইটেম হিসেবে সব এক জায়গায় থাকলে মন্দ হতো
না।
ফেসবুকের সুবিধাধিক্যজনিত দৌরাত্ম্য ছাড়াও আরো কিছু কারণে সৃষ্ট নীরবতার
পর আবার কখনো স্বয়ংক্রিয়ভাবেই এতে কথাবার্তা শুরু হয়ে যেত না, তা হয়ত নয়!
কিন্তু সে সুযোগ আর উন্মুক্ত রাখল না ওরা।
দরকারে এখন আমাদের গোছগাছ করবার পালা। উচ্ছিন্ন হবার পূর্বে পুরো একটা
মাস (জানুয়ারি ২০১১) সীমিত পর্যায়ে ফাইলপত্র দেখা, পড়া ও কপি করার সুযোগ
উন্মুক্ত রাখবে ওরা। আপনার বা অন্যের কোনো লেখা ও সংশ্লিষ্ট কোনো মন্তব্য
(কোনো কারণে নিজের কাছে না-থাকলে) সংরক্ষণ করতে চাইলে দয়া করে এর মধ্যেই
করুন; ফেব্রুয়ারি থেকে গ্রুপের কোনো অস্তিত্বই আর না-ও থাকতে পারে।
তবু, সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের আগাম শুভেচ্ছা।
পুনশ্চ
কবিতাকথাসংশ্লিষ্ট কেউ যদি সভ্যবর্গসহ গ্রুপের সমস্ত লেখাপত্র সহজে
অন্যত্র স্থানান্তরের কোনো উপায় বাতলে দিয়ে সহযোগিতা করেন, তাহলে গ্রুপটি
দেশান্তরী হয়েও তার মতো সংসার করে যেতে পারে!
শুভার্থী
মুজিব মেহদী
সঞ্চালক, কবিতাকথা
কবিতাকথা গ্রুপের সম্মানিত সভ্যবর্গ,
গুগল সিদ্ধান্ত নিয়েছে ২০১১ থেকে তারা 'গুগলগ্রুপ' সুবিধা বন্ধ করে দেবে।
এ সিদ্ধান্তের আওতায় ১১৬ সদস্যের নিবিড় গ্রুপ 'কবিতাকথা'ও বন্ধ হয়ে যাবে।
কার্যত দীর্ঘদিন ধরে গ্রুপটি নিষ্ক্রিয় থাকলেও এর মোট ৮৮৪টি মেসেজের
ভবিষ্যৎ ভেবে উদ্বিগ্ন বোধ হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা তো এখানে
হয়েইছিল মনে করি! সার্চেবল আইটেম হিসেবে সব এক জায়গায় থাকলে মন্দ হতো
না।
ফেসবুকের সুবিধাধিক্যজনিত দৌরাত্ম্য ছাড়াও আরো কিছু কারণে সৃষ্ট নীরবতার
পর আবার কখনো স্বয়ংক্রিয়ভাবেই এতে কথাবার্তা শুরু হয়ে যেত না, তা হয়ত নয়!
কিন্তু সে সুযোগ আর উন্মুক্ত রাখল না ওরা।
দরকারে এখন আমাদের গোছগাছ করবার পালা। উচ্ছিন্ন হবার পূর্বে পুরো একটা
মাস (জানুয়ারি ২০১১) সীমিত পর্যায়ে ফাইলপত্র দেখা, পড়া ও কপি করার সুযোগ
উন্মুক্ত রাখবে ওরা। আপনার বা অন্যের কোনো লেখা ও সংশ্লিষ্ট কোনো মন্তব্য
(কোনো কারণে নিজের কাছে না-থাকলে) সংরক্ষণ করতে চাইলে দয়া করে এর মধ্যেই
করুন; ফেব্রুয়ারি থেকে গ্রুপের কোনো অস্তিত্বই আর না-ও থাকতে পারে।
তবু, সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের আগাম শুভেচ্ছা।
পুনশ্চ
কবিতাকথাসংশ্লিষ্ট কেউ যদি সভ্যবর্গসহ গ্রুপের সমস্ত লেখাপত্র সহজে
অন্যত্র স্থানান্তরের কোনো উপায় বাতলে দিয়ে সহযোগিতা করেন, তাহলে গ্রুপটি
দেশান্তরী হয়েও তার মতো সংসার করে যেতে পারে!
শুভার্থী
মুজিব মেহদী
সঞ্চালক, কবিতাকথা
--
বাংলা কবিতা বিষয়ে বাংলায় কথা বলাবলি
http://groups.google.com/group/kobitakotha
--- On Tue, 12/28/10, মুজিব মেহদী <m.m...@gmail.com> wrote:
> --
> বাংলা কবিতা বিষয়ে
> বাংলায় কথা বলাবলি
> http://groups.google.com/group/kobitakotha
গুগল গ্রুপসের নতুন চেহারাটা এই প্রথম দেখলাম।
ধন্যবাদ মি. হাসিব।
জনাব হাসিব মাহমুদের দেয়া তথ্য ও লিংক অনুযায়ী কবিতাকথার সমস্ত পোস্ট গুগল গ্রুপের নতুন ভার্সনে স্থানান্তর করা হয়েছে। তাঁকে গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ। নতুন ভার্সনে সুবিধাদি আগের ভার্সনের চেয়ে অনেক বেশি, যদিও ফাইল ও পেজ ফিচার দুটি এখানে নেই। এখন টেক্সটের সঙ্গে ছবি ও ফাইল সংযুক্ত করা এবং লিংক আপলোড করার সুবিধাসহ জিমেইলের মতোই পূর্ণাঙ্গ এডিট প্যানেল পাওয়া যাচ্ছে, যা আগের ভার্সনে ছিল না।
--
Dr A H Mostaque Ahmed
BRAC Health Program
BRAC Center(16th floor)
75 Mohakhali, Dhaka 1212.
Phone: 8824180, 9881265, ext-2510. Cell 01714 082147
Alternate email:
mosta...@yahoo.com,mosta...@brac.net
Web site: http://meghpuran.t35.com/
On 1/3/11, muzib mehdy ????? ????? <m.m...@gmail.com> wrote:
> মোশতাক ভাই, কবিতাকথার হোমে বাংলা লেখার টুলগুলোর লিংক দেয়া আছে। একটু ফলো করুন
> প্লিজ।
>
মোশতাক ভাই, কবিতাকথার হোমে বাংলা লেখার টুলগুলোর লিংক দেয়া আছে। একটু ফলো করুন প্লিজ।
--