তপনদার কি জানা আছে কত বছর বয়সে স্বরূপেন্দু সরকারের প্রয়াণ ঘটল?
আমার মনে হয়, 'তাঁর মৃত্যুতে কবিগানের একটি যুগের সমাপ্তি হলো। তিনিই
ছিলেন কবিগানের সেই উজ্জ্বল যুগের শেষ প্রতিনিধি।'-- আপনার পোস্টের এই
অংশের বক্তব্য সারাদেশের প্রেক্ষিতে সঠিক না-ও হতে পারে। আমি
ব্যক্তিগতভাবে দুজন কবিয়ালকে চিনি, যাঁরা এখনো জীবিত। এই দুজনের মধ্যে
সবচেয়ে খ্যাতিমান ও বর্ষীয়ান হলেন মদন মোহন আচার্য। তিনি মদন আচার্য ও
মদন ঠাকুর নামেও পরিচিত। ১৯১৭ সালে জন্মগ্রহণকারী এই কবিয়াল বসবাস করেন
তাঁর জন্মভিটা নেত্রকোনা জেলার সিংহেরবাংলা ইউনিয়নের সহিলপুর গ্রামে।
তাঁর মেয়ে বিভা চক্রবর্তী (১৯৫২) রামমঙ্গল গানের বিখ্যাত শিল্পী।