Attn: Zahedul Bhai; feedback on his queries

46 views
Skip to first unread message

Anas Abdullah

unread,
Apr 8, 2014, 2:51:51 AM4/8/14
to inside-...@googlegroups.com
আসসালামুয়ালাইকুম,
প্রিয় জাহেদ ভাই,
আপনার মেইল পেয়ে মনে হয়েছে আপনি একজন বিবেকবান মানুষ। সত্যিকারের দ্বীন ও দ্বীনের মেহনতের ফিকিরে ব্যথিত হৃদয়। জানিনা আপনার বিশ্বাস হবে কিনা, আপনার মত কিছু ব্যাথা মহান আল্লাহ্‌ পাক এই অধমকেও দিয়েছেন। এই কথাগুলো প্রচার করা আপাতঃ ভাল কোন কাজ নয়; তবে তা গীবত নয়।কিন্তু আমাদের শরিয়তে যখন দুইটা ক্ষতিকর বিষয় সামনে আসে তা হতে অপেক্ষাকৃত কম ক্ষতির পথ বেছে নিতে বলা হয়েছে। দায়িত্বশীল বা আমীরের ব্যাপারে তাহকিক্ব না করেও সন্দেহের ভিত্তিতে অভিযোগ দায়ের করা যায়, তবুও আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি আমি তাহকিক্ব করেছি। আপনি তাহকিক্ব করুন। আপনার যদি মনে হয় এটা নাহক্ব তবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মেহনত করুন। কারন অভিযোগ যখন আল্লাহ্‌ প্রকাশই করে দিয়েছেন তখন তা তাহকিক্ব করা জরুরি হয়ে দাঁড়িয়েছে সকল সাথীর জন্য। যদি আমরা আল্লাহ্‌ পাকের জন্য তাবলীগ করে থাকি তবে আল্লাহর সন্তুষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমি বলবনা জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব অসত্য বলেছেন, কিন্তু আমার কাছে কথা যেভাবে এসেছে তাঁর কথার সাথে তা মিল নেই।   
আনাস আব্দুল্লাহ
টীকাঃ
১। ফাতওয়া দেখুনঃ http://savebdtabligh.weebly.com/related-fatwa.html
২।
হজরত ওমর (রা) এর বিরুদ্ধে অভিযোগ
ইসলামি চেতনা ও ইসলামি প্রশিক্ষণের ফলে সাহাবায়ে কেরাম (রা) কোন অন্যায় ও ভুল কথা কিংবা কাজ ও বেইনসাফি বরদাশত করতে পারতেননা আর তা যদি সমকালীন খলীফার দ্বারাও সংগঠিত হত। যদি খলিফার মধ্যেও কখনও সীমা অতিক্রম দেখতেন তবে প্রকাশ্যে সমালোচনা করতে ও ত্রুটির প্রতি অঙ্গুলি সংকেত করতে তারা আদৌ ইতস্তত করতেন না।
একবার খলীফা ওমর (রা) খুতবা দিতে দাঁড়িয়ে বললেন হে লোকসকল! তোমরা শোনএই সময় তাঁর দেহে ছিল এক জোড়া কাপড়। জনৈক মুসলমান এই ব্যাপারটি লক্ষ্য করলেন যে আমীরুল মুমিনিন এক জোড়া কাপড় পড়েছেন অথচ কাপড় বণ্টন করা হয়েছে একটি করে। এতে তার সন্দেহ হল তবে কি আমীরুল মুমিনিন নিজের ভাগে কাপড় বেশী নিয়েছেন? কিন্তু কোন প্রমান তার কাছে ছিল না তথাপি শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে তিনি বলে উঠলেন, “না, আমরা শুনব না।খলীফা ওমর (রা) বললেন, “শুনবে না কেন?” মুসলমান লোকটি বললেন, “আপনি তো আমাদের মাঝে একটি করে কাপড় বণ্টন করেছেন,  অথচ আপনার শরীরে দেখতে পাচ্ছি এক জোড়া। খলীফা হিসাবে তো আপনাকে বেশী দেওয়া হয়নি।তার এই কথা প্রকাশ্য মজমায় বলা আর মজলিসে কারো আপত্তি না করা সবার পক্ষ থেকে ওমর (রা) এর খিলাফতকে অস্বীকার করার শামিল। এই কথা শুনে হযরত উমর (রাঃ) রেগে গেলেন না বা তাকে ধমকালেন না। এই কথাও বললেন না যে তোমার প্রশ্নের উত্তর খুতবার পরে দিব, খুতবার মধ্যে বেয়াদবের মতো কেন প্রশ্ন করলে? আমিরুল মুমিনিন এর কোন ক্যাডার বাহিনি তার চুলের মুঠি বা কলার ধরে বসিয়ে দিলেন না। তাকে টর্চার সেল এ নিয়ে যেয়ে মারধরও করলেন নাএমনকি কোন মিথ্যা মামলাও তার বিরুদ্ধে করা হল না। এ ঘটনা থেকে বুঝা যায় যে সন্দেহের কারনে আমীর এর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করার অধিকার একজন সাধারন মুসলমানের আছে। এর দ্বারা আমীরের সেচ্ছাচারিতার বা শরিয়তের বরখেলাপ চলার সুযোগ থাকে না। এটাও ইসলামি শরিয়তের একটি হিকমাত ও সৌন্দর্য।
 আমিরুল মুমিনিন হযরত ওমর (রা) নিজের বিরুদ্ধে অভিযোগ শুনে অভিযোগকারীর কাছে প্রমান তলব করলেন না। বরং নিজেই তৎক্ষণাৎ সবার সামনে প্রমান করলেন যে তিনি নির্দোষ। ওমর (রা) বললেন, “ভাই! তাড়াহুড়ো না করে এই মজলিসে আমারই পুত্র আব্দুল্লাহ আছে, সে কি বলে তা শোন।এই বলে তিনি আব্দুল্লাহকে ডাকলেন। দ্বিতীয় ডাকে জওয়াব মিলতেই তিনি আব্দুল্লাহকে সম্বোধন করে বললেন, “লুঙ্গি হিসেবে যে কাপড়টি আমি পরিধান করেছি তা কি তোমার দেয়া নয়?” পুত্র হ্যাঁবলে জবাব দিতেই মুসলমান লোকটি বলে উঠল, “হ্যাঁ, আমীরুল মুমিনীন! এবার আপনি বলতে পারেন। এখন আমরা শুনব।
যদি তাকে চুপ করিয়ে দেওয়া হত তবে তার স্বাভাবিক পরিনতি এটাই হত যে মজমার বাইরে অনেকেই এই কথা বলত যে আমীরুল মুমিনিন কাপড় চুরি করেছেন (যদিও হাকিকতে এই কথা  মিথ্যা)। উপরন্তর এর কারনে তাকে দোষারোপও করা যেত না কারন স্বয়ং ওমর (রা) বলেছেন, “যে অপবাদের স্থানে অবস্থান নিল, সে যেন তার প্রতি খারাপ ধারনা পোষণকারীকে অবশ্যই দোষারোপ না করে।
এর থেকে বুঝা যায় যে আমীরের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে এবং নিজেকে নির্দোষ প্রমান করা আমীরেরই দায়িত্ব। এরকমই ছিল ইসলামের প্রথম যুগের পারস্পরিক মুয়ামালাতের স্বচ্ছতা যে আমীর কোন অভিযোগকারীর অভিযোগ শুনে রাগান্বিত হতেননা। এমনকি অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ার পরেও তার বিরুদ্ধে কোন শাস্তিমুলক পদক্ষেপ নিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলুল্লাহ (সঃ) ও তাঁর সাহাবীদের পদাঙ্ক অনুসরন করার তৌফিক দান করুন।
আমিন।
 
 

Sabbir Ahmad

unread,
Apr 8, 2014, 5:03:40 AM4/8/14
to inside-...@googlegroups.com

Faculty of Agricultural Engineering & Technology, Bangladesh  Agricultural  University
Batch: 2007-2008

ZAHEDUL HASAN (ID : 0805027)
Nick Name: Zahid
Permanent Contact Address:
Vill:Hasan villa
P.O: Chatmohor
P/S: Chatmohor
Dist: Pabna
Mobile No(all): 01717755484;   01931 410903
E-mail:zahe...@yahoo.com



--
You received this message because you are subscribed to the Google Groups "Inside Kakrail" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to inside-kakrai...@googlegroups.com.
To post to this group, send email to inside-...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages