আস্সালামুয়ালাইকুম,
সম্মানিত হজরত,
আমার একটা বিষয়ে সন্দেহ লাগছে যে, জনাব ওয়াসিফুল ইসলাম এর নামে যে ইমেইল আসছে টা হজরতের কিনা? যদি এটা উনার হয়ে থাকে তবে আমি কিছু কথা বলতে চাই। কেবল মাত্র হজরত উত্তর দিবেন আশা করি।
১। বর্তমান পরিস্থিতিতে আমাদের আসলে কি করনীয় হজরত যদি আমাদের দিক নির্দেশনা দিতেন তবে ভাল হত।
২। কে বা কারা এগুলো প্রচার করছে বলে আপনি মনে করেন? আমরা উনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি?
৩। এগুলো কিভাবে বন্ধ করা যায়, আসলে তারা কি চায়? সকলকেই সুন্নতি লেবাসে দেখা যায়, তাবলীগের সাথী হিসেবে পরিচয় দেয়। যারা এগুলো প্রচার করছে এদের মধ্যে অনেকে আছে বিভিন্ন মহল্লায় মেহনত করছেন।
৪। জনাব নুর মুহাম্মাদ শেখ সাহেবের ব্যপারে কিছু বলুন। জনাব প্রফেসর মুশফিক আহ্মাদ স্যার সম্পর্কে আরও কিছু জানতে চাই।
বান্দা-জুবায়ের