আমাদের কাকরাইলের মুরুব্বীরা কি একটু নজর দিবেন না?!
এভাবেই কি চলতে থাকবে? জানা নাই কত কপি লিফলেট/বই মানুষের হাতে চলে গেছে! আর প্রতিদিন যাচ্ছে! মারামারি করে এটা কি বন্ধ করা যাবে? একজন মুরুব্বীর কাছে সবিনয় জানতে চাওয়া হয়েছিল যে ওদের কে কেন মারা হল? উনি তখন বলেছিলেন “ওরা এমন কথা কেন বলে যে সাধারণ মানুষ ওদের ধরে পিটায়” যারা মেরেছে তারা তাবলীগের সাথী। হায়রে আমাদের নবিওয়ালা মেহনত আর নবিওয়ালা আখলাক! সাধারণ মানুষের হাত থেকে বাঁচিয়ে কার নির্দেশে কাকরাইলের ১০৪ নম্বর কক্ষে ওদের ধরে নেয়া হল? আর ওখানে এতই যত্নের সাথে রাখা হল যে শরীরে রক্তের ছাপ পরে রইল! কে দিবে এর উত্তর?