Fwd: আমীর ও সাধারন মুসলমানের বেপারে হুকুম ভিন্ন

24 views
Skip to first unread message

Abdul Karim

unread,
Apr 8, 2014, 6:30:47 AM4/8/14
to inside-...@googlegroups.com
আশা করি নীচের ঘটনাগুলি আমাদেরকে চলমান ঘটনাবলি শরিয়তের হুকুমের আলোকে  বুঝতে সাহায্য করবেঃ


এক জন মুসলমান নিজ ঘরে মদ পান করছিলেন।  হজরত উমর  (রা) তাঁর উপর গুপ্তচরগিরি করলেন। উনি বললেন আমি এক গুনাহ করেছি আর আপনি তিন গুনাহ করেছেন।  আপনি গুপ্তচরগিরি করেছেন ইত্যাদি। হজরত উমার  (রা) অনুতপ্ত হলেন আর এই মদ পান করার ঘটনা কারো কাছে প্রকাশ করলেন না।


কিন্তু  হজরত উমর (রা) বিভিন্য অঞ্চলে নিয়োজিত তাঁর আমীরদের আভ্যন্তরীণ (গোপনীয়) অবস্থা জানার জন্য গুপ্তচর পাঠাতেন। হজরত সায়ীদ ইবন আমির জুহানি (রা) এর কাছে বার বার (এক বার হিমশ একবার তাঁর গ্রামের বাড়ীতে) গুপ্তচর পাঠাবার কথা হেকায়াতে সাহাবায় আছে।

 

উমার (রাদিয়াল্লাহু আনহু) এর আচরণ স্ববিরোধী নয় বরং দুটোর ক্ষেত্র ভিন্ন। প্রথম ক্ষেত্রে এক জন সাধারণ মুসলমান।  দ্বিতীয ক্ষেত্রে এক জন আমীর।  আমীরের ক্ষেত্রে সতর্কতার হুকুম।  আর সতর্কতা সন্দেহ অনুসন্ধান দাবি করে (মালফুজাত ১৭১)


Reply all
Reply to author
Forward
0 new messages