তাবলীগ জামাতের বাংলাদেশের আহ্‌লে শুরায়ে ফায়সাল- হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব এর নিকট আকুল আবেদন

67 views
Skip to first unread message

Arafat Islam

unread,
Apr 8, 2014, 7:19:28 AM4/8/14
to inside-...@googlegroups.com

তাবলীগ জামাতের বাংলাদেশের আহ্‌লে শুরায়ে ফায়সাল-

হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব এর নিকট আকুল আবেদন

আপনি আমাদের ইমাম। আপনার ভালোবাসা ও মর্যাদা আমাদের নিকট আমাদের নিজ ও রক্তের চাইতেও অনেক বেশি। আর এটা দীনের নেসবতেই। আল্লাহ্‌ ও তার রাসুল ( সাঃ) এর সন্তুষ্টি হাসিলের জন্যই। মেহেরবানী করে আপনার অবস্থান পরিষ্কার করুন আমরা এটাই বিশ্বাস করতে চাই যে বিভিন্ন মিডিয়া, লিফলেট, ইন্টারনেট এ আপনার ও আপনার পরিবারকে জড়িয়ে যে সকল তথ্য প্রকাশিত হচ্ছে তার হাকিকত অচিরেই আল্লাহপাক প্রকাশ করবেন। আল্লাহ্‌ সবরকারীদের সাথে থাকেন। আম্মাজান আয়েশা (রাঃ) এর ব্যপারে অভিযোগ করা হলে, রাসুল (সাঃ) ও তার সাহাবী (রাঃ) গণ অভিযোগকারীদেরকে কোন আক্রমন করেননি আর এটা আখলাকের ও নবিওয়ালা মেহনতের পরিপন্থি। আমরা অবশ্যই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান চাই। আমরা দুয়া করছি যেন আল্লাহ্‌ পাক আমাদের সকলকে এই পরিস্থিতি হেকমতের সাথে এবং শান্তিপূর্ণভাবে  মোকাবেলা করার তাওফিক দান করেন। আমার কিছু প্রস্তাবনা –

 

১। যারা এই সকল কথা বলছেন তাদের কে মারধর করা, কাদিয়ানী বলা এটা চরম বোকামি ও ভুল পদক্ষেপ। এতে সাধারণ মানুষ আরও বেশি সন্দেহের মধ্যে পরে যাবে। এতে পরিস্থিতি আরও জটিল হবে হবে।

 

২। অনতিবিলম্বে এই অভিযোগ খণ্ডানোর জন্য অভিযোগকারীদের নিয়ে আলোচনায় বসতে হবে। প্রাথমিক পর্যায়ে প্রত্যেক হালকা থেকে ৫ জন মুনাসিব সাথী এই মাজলিশে থাকতে পারেন। আল্লাহ্‌ পাককে হাজির নাজির জেনে এই বিষয়ে আলোচনা করতে হবে।

 

৩। সাময়িকভাবে উসামা ইসলামের বয়ানের আমাল স্থগিত রাখাটা মুনাসিব।

 

আরাফাত ইসলাম

Reply all
Reply to author
Forward
0 new messages