Bangla Class

6 views
Skip to first unread message

JOGLUL KABIR

unread,
Dec 9, 2015, 9:37:16 PM12/9/15
to gbs-s...@googlegroups.com

সুপ্রিয় বন্ধুগণ ,

আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ৷আপনারা হয়ত অবগত আছেন যে জিলং এ বসবাসরত এর বাংলাদেশী পরিবার ও অভিভাবকদের সমর্থন ও অভিপ্রায়ের প্রেখ্খিতে বেশ কিছু দিন যাবত সীমিত সাধ্যের মধ্য দিয়ে হলেও আমরা ছোটদের বাংলা ভাষা, সংস্কৃতি ও আচার শিখ্খনের আয়োজন করে আসছি। 
ছোটদের বাংলা শেখার পরবর্তী আসর আগামী রোববার ১৩ ডিসেম্বর বিকেল আনুমানিক ৫ ঘটিকায় জিলং এর Rippleside Park এ অনুষ্ঠিত হবে৷ ঠিকানা ৪২ বেল প্যারেড, Rippleside, জিলং। 
আমাদের এ উদ্যোগ এখনও নেহায়েতই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে এ প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যাওয়া ও সাফল্যমন্ডিত করার জন্য আপনাদের নিরন্তর সহযোগিতা ও অংশগ্রহনের কোন বিকল্প নেই।
সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা।

জিলং বংলাদেশ সোসাইটি

Reply all
Reply to author
Forward
0 new messages