প্রিয় বন্ধুগণ ,
আপনাদের উপর শান্তি বর্ষিত হউক। হেমন্তের শেষ লগ্নে এই জিলং এ শীতের আমেজ উপেক্ষা করে আবার এসেছে সময় বর্ষবরণের! বাংলা নতুন বছর ১৪২৩ আমাদের দ্বারপ্রান্তে। প্রতিবারের মত এবার বর্ষবরণ উদযাপন করার অভিপ্রায়ে আপনাদের সুচিন্তিত মতামত কামনা করছি।