সুধী,
আনন্দের সহিত জানাচ্ছিযে, শিশু-কিশোর-কিশোরীদের বাংলা ভাষা শিক্ষার এবারের আসর আগামী ২১শে ফেব্রুয়ারী ২০১৬ ইং রোজ রবিবার(৯ ফাল্গুন, ১৪২২) বেলমন্ট ইউথ্ ক্লাবে অনুষ্ঠিত হবে। এ আসরে বাংলা ক্লাসের পাশাপাশি ছোটদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
আপনারা সকলে স্বপরিবারে আমন্তৃত। আপনাদের সকলের সহৃদয় সহযোগিতা এবং স্বপরিবার/স্ববান্ধব অংশগ্রহনে সার্থক হোক ছোটদের বাংলা শিখার এই মহৎ আয়োজন।
ধন্যবাদান্তে,
আমরা সকলে
তারিখঃ ২১ ফেব্রুয়ারী, ২০১৬, রবিবার।
সময়ঃ দুপুর ১২:৩০ থেকে বিকাল ৭:৩০।
স্থানঃ বেলমন্ট ইউথ্ ক্লাব, ২৩৭ হাইষ্ট্রিট, বেলমন্ট-৩২১৬, জীলং, অস্ট্রেলিয়া।