যারা আউটসোসিং মাকেটে কাজ করেন তাদের জন্য নতুনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হচ্ছে।অনেক দিন আগে একজনের সাথে স্কাইপে কথা হয়। উনি আমাকে বলেছিল যে, আমি অনেক কাজ পাই কিন্তু কাজ করাতে ভাল দক্ষ লোক পাই না। আমরা যারা আউটসোসিং কাজ করি আমাদের একারপক্ষে সব ধরনের প্রজেক্ট করা সম্ভব হয না। এখন ধরুন আপনার কাজ ধরার ভাল অভিঞ্জতা আছে, কিন্তু আপনি কাজ করাতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কোন আইটি ফার্মের এর সাথে কন্টাক্ট চুক্তিতে কাজ করতে পারেন।
একজনি আউটসোসিং বিডার হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার:
১.যে কোন প্রজেক্ট সম্পর্কে ভাল দক্ষতা থাকতে হবে। ধরুন আপনি একটি প্রজেক্ট নিলেন যে কাজের প্রাইস হল ১০০০ ডলার কিন্তু আপনি নিছেন ৫০০ ডলার তাহলে আপনার জন্য এটা অব্যশই লস। কোন ধরনের প্রজেক্টের বাজেট কত এটা আপনার টিম ডেভলপার/expert থেকে জেনে নিন্
২. আপনি যে প্রজেক্ট নিলেন সেই প্রজেক্ট করার মত দক্ষ টিম মেম্বার আপনার ফার্মে নেই, তাহলে এটা আপনার জন্য একটা ভুল হবে। ধরুন আপনি পাইথন ডেভলপ করার একটা প্রজেক্ট নিলেন কিন্ত আপনার পাইথন expert নাই তাহলে এই ধরনের কাজ নেওয়া আপনার ফিডব্যাক জন্য প্রবলেম।
৩. একজন বিডার এর ইংরেজি নলেজ অব্যশই ভাল থাকতে হবে বা বলতে পারেন একজন ভাল বিডার হওয়ার পূর্ব শর্ত ইংরেজি। কারন আপনাকে বায়ার এর সাথে কথা বলতে, কাজ বুজতে হবে এবং বুজাতে হবে। এখানে আউটসোসিংবিডারকে তুলনা করা যায় একজন মার্চেন্টডাইজার জব এর সাথে।
৪. বাংলাদেশকে আউটসোসিং খাতের আরও ডেভলপ এর জন্য আউটসোসিং বিডারদের ভুমিকা অনেক এবং বিভিন্ন ফার্মে এই ফিল্ড এখনো তৈরী হয়নি তবে খুব শিঘ্রই এই আউটসোসিং বিডারদের প্রফেশনটি জনপ্রিয় হয়ে উঠবে।
৬. এই প্রযর্ন্ত আমি ৩ টা ফার্মের অফার পাইছি, যাদের কাজ দরকার এবং আসলে প্রতিটি আইটি ফার্মের জন্য কাজ ধরু খুবই গুরুত্বপূন। আপনি যদি কাজ প্রভাইড করতে পারেন তাহলে আপনার জন্য যে কোন আইটি ফার্মের দরজা খোলা। সুতরাং বুজতেই পারছেন একজন আউটসোসিং বিডার গুরুত্ব কতটুকু।
৫. আপনি যদি নিজেকে মনে করেন আপনি একজন ভাল মানের বিডার এবং আপনি আউটসোসিং কাজ ধরতে পারেন, আপনি কাজ করার জন্য টিম খুজছেন তাহলে আমাকে মেইল করতে পারেন
in...@outsourcingbdjobs.com অথবা ফোন করতে পারেন 01828165384