7th September - duto event

2 views
Skip to first unread message

Ipsita Pal Bhowmick

unread,
Sep 5, 2013, 2:01:45 PM9/5/13
to confrontviolence
7TH SEPTEMBER , SATURDAY, AT 2 -3 PM , PRESS CLUB -----A PRESS MEET ABOUT MUMBAI RAPE INCIDENT AND KAMDUNI, PARK STREET ,AMINUL , NALIKUL ETC INCIDENT . WE DEMAND JUSTICE . PLZ COME AND JOIN--- SAMIR AICH, MIRATUN NAHAR, BOLAN GONGOPADHYAY , SWASWATI GHOSH, ASIMGIRI AND OTHERS.'


'কামদুনি বিচার চাইছে। পুলিশ প্রশাসন দুষ্কৃতিদের সুরক্ষা দিচ্ছে, আর কামদুনির মানুষকে দিচ্ছে হয়রানি। বারাসত থেকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে কেস সরিয়ে আনা হয়েছে, তবু প্রতি ডেটেই কামদুনির মানুষ আসছেন, নজরদারি শিথিল করতে চাননা তাঁরা। গত ২সেপ্টেম্বরও শুনানী শুরু হলনা, সরকারী উকিল যতটা সম্ভব লঘু করার চেষ্টাতে আছে। আন্দোলনের চাপ তৈরী না করলে সরকার কোর্টেও নেগেটিভ ভূমিকাই চালিয়ে যাবে। তাই নাছোড়বান্দা কামদুনির মানুষ। ১০সেপ্টেম্বর আবার কোর্টের ডেট আবার আসবেন তাঁরা, তার আগে ৭ সেপ্টেম্বর আমরা যাবো কামদুনি, সেখানে বিকেলে মিছিল ও সভা।বন্ধু,এই সময় আর বসে থাকার নয়।।।এই সময় রুখে দাঁড়াবার সময়।  যারা যেতে চান বিকেল ৪টার মধ্যে পৌছানোর চেষ্টা করুন, শ্যামবাজারে বিকেল ১।৩০ এ মিলিত হয়ে ২১১ বাস ধরবেন কেউ কেউ, তাদের সাথে যেতে হলে যোগাযোগ করতে পারেন চন্দ্রাস্মিতার সাথে ৯৪৩৩৫৫৭৯৮২ তে।'

Reply all
Reply to author
Forward
0 new messages