সম্মানিত সদস্যবৃন্দ,
শুভেচ্ছা নিবেন।
সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বিসেফ ফাউন্ডেশনের সভাপতির নির্দেশক্রমে নির্বাহী কমিটির বর্ধিত সভা ড.. মোহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আগামী সোমবার, ১২ মে ২০২৫ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় বিসেফ ফাউন্ডেশনেসচিবালয় ২/৮, ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকায় অনুষ্ঠিত হবে।
আলোচ্য বিষয়ঃ
১. গত সভার রেজ্যুলেশন পাঠ ও অনুমোদন
২.ড্রাফট পলিসি রিভিউ এবং অনুমোদন
৩. ৩য় জাতীয় সম্মেলন আয়োজন এবং নিরাপদ খাদ্য এলায়েন্স ঘোষণা বিষয়ে আলোেচনা
৪. স্ট্রাটেজিক বিজনেস প্লান বিষয়ে আলোচনা
৫, নতুন সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা
৬. বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাথে সেমিনার আয়োজন
৭. হালনাগাদ সদস্যপদ বিষয়ে আলোচনা
৬. বিবিধ।
সম্মানিত সকল সদস্যদের বিকাল ৪টায় উপস্থিতি হয়ে মূল্যবান মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদন্তে,
ড. মোঃ আমজাদ হোসেন
পরিচালক, এডমিন এন্ড ফাইন্যান্স