ব্লগার বয়
unread,Feb 16, 2012, 10:58:08 AM2/16/12Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to ব্লগ ডিজাইন,সিইও,এডসেন্স এবং এর থেকে নিয়মিত আয় করার কৌশল, mdas...@yahoo.com
ইউনিক কন্টেন্টস বলতে বুঝায়, প্রকৃত বস্তু। মানে আপনে নিজ থেকে যে টেক্স
লিখলেন সেটা ইউনিক। মানে আপনে কোন ওয়েব সাইট বা অন্য কোন সোর্স থেকে তা
কপি করেন নি। তেমন ভাবে নিজের তোলা ফটো ওয়েবে পোস্ট করলেন। তাও ইউনিক।
আপনি যদি মনে করেন যে, অন্য কারো ব্লগ বা সাইট থেকে পিকচার ডাউনলোড করে
রিনেম করার পরে আপনার ব্লগে পোস্ট করবেন ! তবে বড় ভুল করবেন । কারন গুগল
সার্চ ইঞ্জিন অনেক বুদ্ধিমান। তাকে বোকা ভাবা বোকামী। আপনি যখন নিজের
পাসপোর্ট এর জন্যে আবেদন করবেন তখন আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়।
এবং আশা করা হয়, তা এই জগতের আর কারও হাতের চিহ্নের সাথে মিলবেনা। তেমনি
গুগল যখন কোন পিকচার কে ইনডেক্স করে তখন তার ভার্চুয়াল প্রিন্ট করে
রাখে। তাই ভুলেও এই কাজটি করবেন না। আপনি এই বিষয়টি টেস্ট করতে পারেন।
গুগল ডট কম ওপেন করুন। অন্য একটি সাইট ওপেন করুন এবং মাউসে ক্লিক করে
সেখান থেকে একটি পিকচার গুগল সার্চ বক্সে টেনে আনুন। দেখুন রেসাল্টস কি
আসে। তেমনি ভাবে সকল প্রকার কপিকৃত কন্টেন্টস গুগল ধরে ফেলে এবং আপনার
সাইটকে একসময় ডি-ইন্ডেক্স করে দিবে। তাই কখনও কপি পেস্ট করবেন না। করলে
নিজের ক্ষতিই বেশি। এছাড়াও অন্যের জিনিস নিজের বলে চালানো খুবই
লজ্ঞ্বার। এখন মানে দাড়ালো যা আপনি তৈরি করলেন এবং আপনার আগে কেউ সেটা
পারেনি তার প্রকৃত মালিক আপনি। এবং গুগল সার্চ ইঞ্জিন আপনাকে এর মালিকানা
দিল। কারন গুগল প্রথম যেখান থেকে কন্টেন্টস ইন্ডেক্স করে, সেটাকেই প্রকৃত
বা ইউনিক কনটেন্টস বলে গ্রহন করে। আর পরের সকল কে কপি করা বলে ধরে নেয়।
আর এই কপি পেস্ট করা কন্টেন্টস দিয়ে এডসেন্সে আয় করা যায় এবং গুগল এসব
ব্লগ বা সাইটকে কোন প্রকার র্যাংক দেয়না।