গুগল এডসেন্স থেকে খুব সহজে শুধুমাত্র কিছু আর্টিকেল লিখে আয় করতে
পারবেন। আর আপনার আয় হতেই থাকবে।।। তবে এডসেন্স একাউন্ট এখন সোনার
হরিণ ! টাকা দিয়েও কিনতে পাবেন না । নিজের ওয়েব সাইট না থাকলেও সমস্যা
নাই। এজন্যে গুগল আপনার জন্যে অপেক্ষা করছে
www.blogger.com নিয়ে।
সম্পূর্ন ফ্রীতে পাবেন গুগলের সকল ওয়েব পন্য। যদি সাব ডোমাইন না নিতে
চান, তবে মাত্র ৮ থেকে ১০ ডলার দিয়ে নিজের ডোমেইন কিনতে পারবেন ঢাকা
থেকেই। আর এখানে ব্লগ ডিজাইন করা খুব সহজ। তার পর আপনার ব্লগের সিইও এর
কাজ করুন এবং গুগল ওয়েবমাস্টার টুলস দিয়ে সাইট কে সার্চ ইঞ্জিন বান্ধব
করে তুলুন। এখন সাইটে ভিজিটর আনুন? কোথা থেকে আনবেন? হ্যা শুধু মাত্র
গুগল সার্চ ইঞ্জিন থেকে আনার চিন্তা করুন। কোন বাংলা ফোরাম বা পিটিসি
জাতীয় সাইট থেকে আনার চিন্তা মাথা থেকে বাদ দিন। কমপক্ষে প্রতিদিন ৫০০
পেজ ভিউ না হলে এডসেন্স থেকে বেশি আয় করতে পারবেন না। এবার পালা
এডসেন্সের... বেশি কষ্ট করতে হবেনা। চলে যান
www.google.com/adsense এই
ঠিকানায় এবং সাইন আপ করুন। ব্যস এবার আপনি বাতিল গুগল এডসেন্স একাউন্ট
থেকে। ওরা আপনাকে দিল না। কারন এশিয়ার দেশ গুলোকে সহজে দিতে চায় না।
এক্ষেত্রে বিভিন্ন এডসেন্স শেয়ার সাইট থেকে এপ্লাই করতে পারেন। তবে
ভেঙ্গে পরবেন না কখনও। মনে রাখবেন "ধৈর্য্য ধারন কারীকে আল্লাহ পছন্দ
করেন " আর আপনি যদি এক্ষেত্রে নতুন বা আপনার কাছে কষ্টকর মনে হয় তবে আমি
আছি ঢাকা শহরে আপনার সেবায়. 01710771195