গত কয়েক বছরে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের যথেষ্ট অগ্রগতি হয়েছে।
কিন্তু মোট ফ্রিল্যান্সারদের সংখ্যা ও মোট আয় বৃদ্ধি পেলেও বাংলাদেশী নারী ফ্রীল্যান্সারদের
সংখ্যা সেভাবে বাড়ে নি।
বাংলাদেশের ফ্রীল্যান্সাররা এখন প্রতিদিনই প্রায় এককোটি টাকা আয়
করেন ইন্টারনেটে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে। এদের মধ্যে ৯৬% শতাংশ ছেলে
এবং মাত্র ৪% মেয়ে। তবে, এ হলো রেজিস্টার্ড
ফ্রিল্যান্সার। কিন্তু যারা কাজ করছে তাদের সংখ্যা ধরলে এই হার ১% এর চেয়েও অনেক
কমে আসে।
কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এই হার অনেক বেশি। কারণ ঘরে বসে,
নিজের সময় অনুসারে কাজ করার স্বাধীনতা আসলে মেয়েদের জন্য এক বড়
দুনিয়ার উন্মোচনকারী। যদি তাই হবে, তাহলে বাংলাদেশের মেয়েরা
কেন এই জগতে আসছে না?
আমাদের দেশের মেয়েরা যে কারণে ফ্রীল্যান্সিং এ আসে না তার মধ্যে
উল্লেখযোগ্যঃ-
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক থেকে এ ব্যপারে কিছু উদ্যোগ গ্রহণ
করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৫০ জন মেয়েকে ফ্রীল্যান্সার হতে সহায়তা করবো। এজন্য
আমরা কয়েকটা কর্মশালা করবো যেখানে এ বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই কর্মশালাগুলো থেকে
৫০ জনকে বাছাই করে তাদের জন্য কয়েকটা প্রশিক্ষণের আয়োজন করা হবে।
এই ধারাবাহিকতায় আমাদের প্রথম কর্মশালাটি হবে আগামী ১৫ তারিখ
ফ্রেপড অডিটরিয়ামে। আগ্রহী যে কেউ (মেয়েরা) কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। কর্মশালায়
অংশগ্রহণের জন্য আগে থেকে কোন রেজিষ্ট্রেশনের প্রয়োজন হবে না।
তারিখঃ- ১৫ জুন, ২০১৩, শনিবার
সময়ঃ- বিকাল ৩টা থেকে ৬টা
ভেন্যূঃ ফ্রেপড মিলনায়তন, পলাশী মোড়,
ঢাকা
(ভেন্যু খুজে না পেলে যোগাযোগঃ- ০১৯২৩ ৫১০০৭৩)
কর্মশালার
ফেসবুক ইভেন্ট পেজঃ- https://www.facebook.com/events/467060753382755/