জিএনইউ এর ৩০ বছর পূর্তি উদযাপন

1 view
Skip to first unread message

Promi Naheed

unread,
Sep 28, 2013, 4:10:26 PM9/28/13
to BdOSN Members, bdosn_core_group
শুভেচ্ছা।

জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম জিএনইউ ৩০ বছর পার করছে। ১৯৮৩ সালের ২৭ সেপ্টেম্বর মুক্ত সফটওয়্যারের জনক রিচার্ড স্টলম্যানের হাতে শুরু হয় জিএনইউর যাত্রা। জিএনইউ শুরুর ফলে সারা বিশ্বেই তৈরি হয়েছে মুক্ত সফটওয়্যার আন্দোলন। যুক্তরাষ্ট্রের ম্যাচাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) থাকার সময় রিচার্ড স্টলম্যান মুক্ত সফটওয়্যারবিষয়ক একটি প্রকল্প শুরু করেন। আর এই প্রকল্পের আওতায় চালু হয় জিএনইউ অপারেটিং সিস্টেমটি। চলতি বছর ৩০ বছর পূর্তিতে আন্তর্জাতিকভাবে নানা আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হবে।

বাংলাদেশেও উদযাপন করা হবে জিএনইউয়ের তিন দশক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের আয়োজনে ২৯ সেপ্টেম্বর বিডিওএসএন অফিসে অনুষ্ঠিত হবে মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা ও আড্ডা।

মুক্ত আড্ডায় সবাইকে আমন্ত্রণ।

  • তারিখঃ- ২৯ সেপ্টেম্বর
  • সময়ঃ- বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা
  • ভেন্যুঃ- বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, কমিউনিটি ফ্লোর, শেলটেক নিরিবিলি, এলিফ্যান্ট রোড, ঢাকা। (ব্র্যাক ব্যাংকের বিপরীত পার্শ্বে)।



--
Promi Naheed
Program Coordinator
Bangladesh Open Source Network (BdOSN)

Shelteck Niribili | 1st Floor | 210/2
Elephant Road | Dhaka | Bangladesh

Cell: +88 01923 510073
Web: www.bdosn.org
Facebook Fan Page: facebook.com/BdOSN


Reply all
Reply to author
Forward
0 new messages