An'am: 80-82

10 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Sep 30, 2011, 1:23:17 AM9/30/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ৮০-৮২

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

وَحَاجَّهُ قَوْمُهُ ۚ قَالَ أَتُحَاجُّونِّي فِي اللَّـهِ وَقَدْ هَدَانِ ۚ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَن يَشَاءَ رَبِّي شَيْئًا ۗ وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ

৮০. তার (হযরত ইবরাহীম আ:এর) জাতির লোকেরা তার সাথে বিতর্কে লিপ্ত হলো। সে বললো: তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সাথে বিতর্ক করছো? অথচ তিনিই তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন? তোমরা যাদেরকে তাঁর সাথে শরীক করছো তাদেরকে আমি ভয় করি না। (এতে আমার কিছুই হবে না) অবশ্য যদি আমার প্রতিপালক কোনো কিছু ইচ্ছা করেন।৮০ সবকিছুই আমার প্রতিপালকের জ্ঞানের আয়ত্তাধীন। তবুও কি তোমাদের চেতনার উদয় হবে না?৮১

80. His people disputed with him. He said: "Do you dispute with me concerning Allah while He has guided me, and I fear not those whom you associate with Allah in worship. (Nothing can happen to me) except when my Lord (Allah) wills something. My Lord comprehends in His Knowledge all things. Will you not then remember?

৮০. এটাই হলো সবসময় সবকাজে আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা ও ভরসা করার উদাহরণ। যেমন:

হযরত মূসা আ: খিযির আ: [(Khidr (A)]কে বলেছিলেন:

আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।

Musa (Moses) said: If Allah will, you will find me patient.”

সূরা কাহফ: ৬৯

কিশোর বয়সে হযরত ইসমাঈল আ:এর উক্তি:

তারপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে পৌঁছলো তখন ইবরাহীম বললো: বাছা! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ্‌ করছি, এখন তোমার অভিমত কি, বলো? সে বললো: হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।

And, when he (his son) was old enough to walk with him, he said: “O my son! I have seen in a dream that I am slaughtering you (offer you in sacrifice to Allah), so look what you think!” He said: “O my father! Do that which you are commanded, Insha’ Allah (if Allah will), you shall find me of As-Sabirin (the patient ones, etc.).”

সূরা সাফ্‌ফাত: ১০২

মহান আল্লাহ তালা তাঁর রাসূল মুহাম্মাদ সা:কে উপদেশ দিয়েছেন এভাবে:

কখনোই তুমি কোনো বিষয়ে বলো না যে, আমি এটা আগামীকাল করবো - আল্লাহ ইচ্ছা করলে (ইনশাআল্লাহ) - একথা না বলে।

And never say of anything, I shall do such and such thing tomorrow.” Except (with the saying), “If Allah will!”

সূরা কাহফ: ২৩-২৪

৮১. কুরআনের আয়াতে এখানে তাযাক্কার শব্দটি ব্যবহৃত হয়েছে। এর সঠিক অর্থ হচ্ছে, যে ব্যক্তি অবহেলা ও ভুলের মধ্যে ডুবে ছিল তার হঠাৎ তা থেকে জেগে উঠা, যে জিনিসের ব্যাপারে সে উদাসীন ছিল তা স্মরণ করা, অনুধাবন করা ও সাবধান হয়ে যাওয়া।

وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِاللَّـهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا ۚ فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ

৮১. তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো আমি তাদেরকে কিভাবে ভয় করবো? অথচ তোমরা আল্লাহর সাথে (অন্যদেরকে) শরীক করতে ভয় করো না - যে বিষয়ে তিনি তোমাদেরকে কোনো সনদ দেন নি? সুতরাং যদি তোমরা জানো তবে বলো, দুদলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশী হকদার।

81. And how should I fear those whom you associate in worship with Allah (though they can neither benefit nor harm), while you fear not that you have joined in worship with Allah things for which He has not sent down to you any authority. (So) which of the two parties has more right to be in security? If you but know."

الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُم بِظُلْمٍ أُولَـٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ

৮২. (এরা তারা) যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দিয়ে কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই এবং তারাই সৎপথপ্রাপ্ত।৮২

82. It is those who believe (in the Oneness of Allah and worship none but Him Alone) and confuse not their belief with Zulm (wrong i.e. by worshipping others besides Allah), for them (only) there is security and they are the guided.

৮২. প্রাসঙ্গিক হাদীস

হযরত আব্দুল্লাহ রা: থেকে বর্ণিত। তিনি বলেন: যখন কুরআনের এ আয়াতটি অবতীর্ণ হলো: যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দিয়ে কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই এবং তারাই সৎপথপ্রাপ্ত (সূরা আল-আনআম: ৮২) - তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন: আমাদের মধ্যে এমন কে আছে যে কোনো যুলুম করেনি? মহান আল্লাহ তালা তখন অবতীর্ণ করলেন: শির্‌ক অবশ্যই বিরাট যুলুম (সূরা লুকমান: ১৩)

সহীহ আল-বুখারী, ১ম খণ্ড, কিতাবুল ঈমান, হাদীস নং - ৩১

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages